জীবন
জীবন একটি আলংকরিক পাতা
জীবন সেতো হিসেবের খাতা
জীবন একটি সদ্য ফোটা ফুল
জীবন যেন ঘটে যাওয়া ভুল
জীবন সেতো রহসসের জাল
জীবন কতো সৃতির পাল
জীবন যেন আঁকা কোন ছবি
জীবন সেতো জীবনেরই কবি
জীবন তুমি তোমার মত চল
জীবন তুমি কার কথা বল?
জীবন তুমি একি আনুন্দ মহীয়সী
জীবন তুমি রং ধনু্র ঋষি
জীবন ...সেতো আমাদেরই গল্প
জীবন... সেতো সুখের সাথে দুঃখ অল্প
জীবন... কিছু আশার বনবাস
জীবন... সবার সাথে সবার বন্ধুত্তের আভাস......।
বন্ধুদের প্রতি আমার প্রথম লেখা...।কেমন লাগল?
নারাধম ভাইয়াকে উৎসর্গ করছি......।।
কবিতাটা খুবই মিষ্টি। বানান বিভ্রাটতো প্রায় আমার কাছাকাছি। এবিতে স্বাগতম।
ইয়ে মানে দুবার এসেছে একই পোষ্ট
ধন্যবাদ...
ভুল করে দু বার enter click করে felechilam
ভাল লাগল এ লাইনগুলো।
এবিতে স্বাগতম।
ধন্যবাদ...
আফা-আআআআআআআআ..মোদের নাম দেহি একই..পুষ্ট বালা অইছে বইনডি...
:
:
:
:
আমরা বন্ধু'তে স্বাগতম!
:
:\
এটাতেই যেহেতু সবাই কমেন্ট করেছে তাই এখানেই আবার কমেন্টটা দিলাম।
বাহ, তুমি কবিতাও লকে ফেলেছ দেখি। কখন রেজিস্ট্রেশান করলা আবার কখন কবিতা লিখে ফেললা কিছুই টের পেলাম না! SmileWink চালিয়ে যাও।
কবিতা আমি বুঝিনা, তবে মনে হয় ছন্দমিলটা অত বেশী গুরুত্বপূর্ণ না।
নিজের প্রথম ব্লগ...তাই সামলাতে পারলাম না...
হুম...কিন্তু ছন্দের কবিতা আমার অনেক ভালো লাগে...
আমি ভুল করে ২ বার ক্লিক করে ফেলেছিলাম
মন্তব্য করুন