জীবন হয়ে গর্ব
নীরব জোছনায়ে
তোমারও ছায়ায়ে
পথ চেয়ে বসে রই
একাকী মনে
ক্লান্ত এ লগণে
শুধু তোমারি হই
দীর্ঘ পথে
নিঃস্ব হতে
তোমাতে রাখি হাত
উদাশ সন্ধ্যায়ে
উদার নীলিমায়ে
তুমি নিয়ে আসো প্রভাত
দীর্ঘ পথ চলা
একাকী কথা বলা
উরন্ত বলাকার স্বাধীনতার উত্তরন
একটি চঞ্চলা পাখি
মেলে দুটি আখি
করে শুধু গুন গুন গুঞ্জন
তোমারও লাগি
প্রাণও হয় বিবাগী
একটি দিনের অন্বেষণ
যত ভালবাসি
যত কাছে আসি
তত হই নির্বাসন
একটি ফুল ফোটে
একটি চাঁদ উঠে
দখিন হাওয়া বহে নিরবধি
নির্জন রাত
আধ ফালি চাঁদ
গাহে তোমারও দুঃখের সমাধি
একটু খানি আশা
একটু ভালবাসা
জীবন করে স্বর্গ
এইটুকুর লাগি
পিছু ফিরে চাহি
জীবন হয়ে গর্ব...
সুন্দর কবিতা।
গর্ব করার মতোই যেনো হয় জীবন।
হুম...।। ছোট বেলার স্মৃতি গুলান আসলেই গর্ব করার মতন, সকল কিছুই সরল...।।
ঠিক ঠিক, একেবারে সত্যি বলেছেন। ছড়াটা ভাল লিখেছেন তো!
আপনিও আপ্পি চরম ভালো লেখেন, আমিত ভক্ত হয়ে যাচ্ছি......।।
লেখালেখি চালু থাকুক।
হুম ভাইয়া, খুব ভালো লাগলো নিশ্চুপ প্রকৃতিকে মনে রেখেছেন বলে,


নিশ্চুপ প্রকৃতিকে মনে রাখার জন্য 
লিখার মুড ছিল না, তাই আবলতাবল লিখলাম আর কি...?
কিন্তু আমি আমরা বন্ধুতে ছিলাম, লেখা পড়েছি, ভাইয়া আপনিতো চরম লেখেন, এতো ভালো লেখেন কি করে ?
আপনাকে
যেকোন শব্দের শেষের 'য়' তে একার দিচ্ছেন কি ইচ্ছে করেই? জীবন হয়ে গর্ব নাকি জীবন হয় গর্ব?
একটা কথা, আপনি যখনি কঠিন শব্দ বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করবে, তুমি তার অর্থ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়ে যথাস্থানে শব্দটি বসাবে । কবিতা গদ্য হোক আর পদ্য হোক এর কিন্তু ছন্দ থাকা জরুরী । মাত্রা আর ছন্দ বেশীরভাগ কবিই বাংলায় গ্রাজুয়েট না হয়েও বুঝতে পারে । এটা ভালো কবির জন্মগত প্রতিভা । আর চর্চাটা খুবই দরকার । সাথে প্রয়োজন প্রচুর ভালো কবিতা পড়া ।
আমি বড় আপু হয়ে কিছু কথা বললাম, আশা করি মনে কিছু করবে না । তুমি কোথায় পড়াশুনা কর? কবিতা লিখছো কত বছর ধরে?
ধন্যবাদ আপ্পি, অনেক ভালো লাগল যে আপনি আমার লেখা নিয়ে ভাবছেন, আমি আসলে লিখার সময়ে সঠিক শব্দটি লেখার চেষ্টা করেছি , না পেরে কি আর করার, ওই টা হয় হবে,





ভালো কইয়া দেন 
কিন্তু এইটা তো বলেন না যে কেমন হইছে
কেমন ভালা লিখছি
ওকে মাই ডিয়ার আপ্পি, এখন থেকে আরেক্তু বেশি করে পড়বো
কবিতা লিখার চেষ্টা সেই বাবুকাল থেকে ৮-৯ ক্লাসে যখন পড়ি, কিন্তু হইল আর কই
আবারও
কিন্তু এখন বড় আপ্পির মতন একটু আদুর কইরা
লেখালেখি চালু থাকুক।
আগের চেয়ে এই ছড়াটা অনেক ভালো হয়েছে।
রাঁধতে রাঁধতে রাঁধুনী আর লিখতে লিখতে লিখুনি
এক্সপেরিয়ান্স হচ্ছে.........।
মন্তব্য করুন