কিছু পাগলামি
একটুকু ছোঁয়া লাগে একটুকু
... এভাবেই প্রতিনিয়ত মনে হয়ে সব ভুলে যাই। বার বার খুজে পেতে ইচ্ছে করে সেই স্মৃতি গুলকে...
দিনগুলি মোর সোনার খাঁচায়ে রইল না
কেন রইল না... ভেবে ভেবে একাকার হতে হতে আবার নিজেকে নতুন করে আবিষ্কার করি...
অনিশ্চিত জীবন প্রবিত্তে ঘূর্ণিপাকে আমি না ঘুরলেই কি হতো না?
যাই হোক মনের যত আবল তাবোল যত বেসুরের কলরব সব যেন কাজীর জানা, তাইত মনের অজান্তেই গুন গুন রব কানে বেজে উঠে...।
রবিকি তার রশ্মি ছড়ান না?
আমি তোমারও সঙ্গে বেধছি আমারও প্রান...
কার সঙ্গে?
হা হা ... নিজের প্রশ্ন শুনে নিজেই বেকুব হয়ে যাই... একি কথা বলছি আমি। যেমনটি সুদিপ বলেছিল তিস্তাকে...
সপ্নাশিস... সেতো প্রেম কবির প্রতিক মনে হয়ে আমার, জার কাব্য শুধু আহিরের কাছে গিয়েই প্রতিফলিত হয়ে...।
কি এসব বলছি জানি না...। মাথা এক জাএগাএ কাজ করছে না...। তবু কিছুতা না হয়ে পাগলামো হয়ে যাক...।
পাগলের মত আবলতাবল...। হ হা হা হা
কৃষ্ণচূড়ার লাল রং দিয়ে সাজাব তোমায়ে
ভালবাসার রত্ন দিয়ে রাঙ্গাব তোমায়ে
স্বপ্ন গুলর আবেশ দিয়ে মাখব দুটি চোখ
নীল রঙের আবেশে মাখব দুটি ঠোট
আকাশের মত বিশাল করে মনটা তোমায়ে দিব
সাতটি নয়ে , অফুরন্ত রং দিয়ে তোমায়ে রাঙ্গাব
তোমার হাত ধরে আমি হাঁটবো না কখনও
পাশাপাশি তোমার আছি, জানও না এখনও?
পেঁচার মত মুখটি করে থাক তুমি বসে
মাছরাঙ্গাটার রঙ্গিন পাখা তোমার মুখে এসে মিশে
তোমার হাসির মত শান্তি,
খুজে আর পাওয়া জায়ে কিসে?
রঙ্গিন ছায়ার রং তুমি
বাচার স্বপ্ন আশা
প্রিয়ার কাছে প্রিয় তুমি
জীবন সেতো ভালবাসা...
এমনে সরম দাও কেন আপ্পি? এইটা তো তোমার পাওনা...।
তাড়াতাড়ি কয়া ফালাও পাগলের বিলাপ কিরম লাগল?
এমনে সরম দাও কেন আপ্পি? এইটা তো তোমার পাওনা...।
তাড়াতাড়ি কয়া ফালাও পাগলের বিলাপ কিরম লাগল?
এমনে সরম দাও কেন আপ্পি? এইটা তো তোমার পাওনা...।
তাড়াতাড়ি কয়া ফালাও পাগলের বিলাপ কিরম লাগল?
পাগলের প্রলাপ ভাল লাগল......
এত অল্পতে প্রলাপ শেষ হয়ে গেলো! প্রলাপ আরো দীর্ঘ হোক।
বেশি বকলে পরে কিন্তু মাথার সব চুল পইড়াজাইব...আপ্পি তখন বকা দিবানা কইলাম.
অতিরিক্ত গরমে পাগলের পাগলামী ভাল লাগলো
পাগল দেখে ভয় পাই।


ভাল লাগে ফুল , ছোট ছোট ভুল
পড়লাম
কেমন লাগলো, .........?

মন্তব্য করুন