~*~দর্শক কিম্বা ধর্ষক --আমরা পাপী~*~
শেষ রাতের ঘুমটা আরো গাড় হচ্ছিল ক্রমশ ।
সাদাকালো স্বপ্নেরা সবেমাত্র পরাবাস্তবতার স্টেশান এ পা দিল---
গাঢ় আন্ধকারে তলিয়ে যাচ্ছি, যেখানে শুধুই শুন্যতা...
আর মাথার নিউরনে অনবরত ফ্লাশবাক।
সমস্ত শরীর প্রচণ্ড ভয়ে ছোট হতে হতে একদলা মাংশে পরিনত যেন।
হঠাৎ সব ভয় উবে গেল আর সেই নিউরন শুদ্দ সমস্ত আমি প্রবল বেগে ধাবিত হতে থাকলাম এক অসীম শুন্য টানেল ধরে ।
কেউ যেন আমার সত্তাকে পুড়িয়ে মারছে আর আমি ক্রমশই একটা জ্বলন্ত লাভায় পরিনত হচ্ছি । খুব কষ্ট।
ফ্ল্যাশবেকে ভেসে উঠছে কিছু মুখ যারা অকালে ঝরে গেছে ।।
কিম্বা নিজেকে টিকিয়ে রাখতে পারেনি এই নিস্ঠুর পৃথিবী তে।
এই নরকে তাদের ঠাঁই হয়নি ।
যারা চলে গিয়ে বেছে গেছেন এই গ্লানিময় পৃথিবী থেকে।
ওই ত ইয়াসমীন, পারুল , যামিনী , ডাঃ সাজিয়া...
কি সুন্দর ধবধবে সাদা শাড়ী পরে মেঘের মাঝে লুকচুরি খেলছে।
আর আমার আত্মা জ্বলে মরছে ।
আমি ত ধর্ষক নই তবুও কেন আমার এই শাস্তি?
আমার দিকে হেসে বিধাতার বক্রোক্তি -
তুমি হইলা আমার কুলাঙ্গার বান্দা তুমি নপুংশক দর্শক।
নিরব থাইকা সাপোর্ট দিলা, যে ধর্ষক তারে?
নিজের অপারগতা ঢাকতে ভুল ধরতে গেলা মাইয়াগো ?
ওরে আবাল ডাঃ সাজিয়া ত ধার্মিক আর পর্দানশীলা তার দোষ বাইর কর হারামজাদা !!
নাইলে তুই জ্বলতেই থাক !!!
দাঁড়িওয়ালা রবীন্দ্রনাথরে পাঠাইছিলাম তোগরে শিখাইতে
" অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে যেন তৃণসম দহে"।
তোদের মত দর্শক গুলাই পরে ধর্ষক হয়!
আমার সারা শরীর ঘামে ভিজে গেসে।
এই শীতের মাঝেও আমি আমার অন্যায় সহ্য করার পাপের শাস্তি অনুভব করতে পারছি ।
এ যন্ত্রনা খুব ভয়াবহ!!
পুরুষ হিসেবে আজ আমি কলঙ্কিত।
আমার বীরত্ব আজ কাপুরুষ আর বেজন্মাদের দ্বারা ধর্ষিত।
আমি পাপী!!!
ধিক!
(পুনশ্চ = ক্ষমা চাই আমার ছোট বোনদের কাছে।
আমার অপারগতা কিম্বা আমার নিরলিপ্ততার পাপের শাস্তি আমি মাথা পেতে নিলাম আর প্রতিবাদের জন্য প্রতীজ্ঞাবদ্ধ হলাম)
ক্ষমা চাই আমার বোনদের কাছে।
আমার অপারগতা কিম্বা আমার নিরলিপ্ততার পাপের শাস্তি আমি মাথা পেতে নিলাম আর প্রতিবাদের জন্য প্রতীজ্ঞাবদ্ধ হলাম
ক্ষমা চাই মা-বোনদের কাছে।
আমার অপারগতা কিম্বা আমার নিরলিপ্ততার পাপের শাস্তি আমি মাথা পেতে নিলাম আর প্রতিবাদের জন্য প্রতীজ্ঞাবদ্ধ হলাম।
পড়লাম। ছেলে হিসেবে রূপকথা নিক চমতকার
ধন্যবাদ তানবীরা
মন্তব্য করুন