প্রেম আমার
"প্রেম শব্দটি শুনলে ভয় পেতাম"
অনেকটা গোয়াল পোড়া গরুর মত ছিলাম।ভয় পেতাম কোন বন্ধু যদি বলত "দোষ্ট প্রেম কর,দেখবি সব ঠিক হয়ে যাবে।"আমি হেসে বলতাম "দোষ্ট গোয়াল পোড়া গরুকে কেন আবার আগুনে ঝাপ দিতে বলিছ?এক প্রেম করে এই অবস্থা আরেকটা করলে কি হবে ভগবান জানেন।আমারে আর স্বপ্ন দেখাছ না"কেউ কেউ বলতো দোষ্ট আমি ম্যানেজ করে দেব।তোকে ছেড়ে যাবে না এই নিরাপত্তাও দেব।আমি বলতাম "সেটা অসম্ভব ।আমি আর প্রেম করতে পারব না।যে চলে গেছে সে যদি আবার ফিরে আসে তাহলে গ্রহন করব আর যদি ফিরে না আসে তাহলে নতুন কাউকে খুজব না।যদি আমার জন্য কেউ থেকে থাকে সে নিজেই আসবে।সময় হলে তার দেখা মিলবে।তবে কখনো কখনো বন্ধুদের প্রেম দেখলে নিজের ও প্রেম করতে খুব ইচ্ছে হত।কিন্তু যখন পূর্বের ধূষর স্মৃতি গুলো মনে পড়ত তখন প্রেম করার ইচ্ছেটা নিমিষেই হারিয়ে ফেলতাম।চলবে তাহলে নতুন কাউকে খুজব না।যদি আমার জন্য কেউ থেকে থাকে সে নিজেই আসবে।সময় হলে তার দেখা মিলবে।তবে কখনো কখনো বন্ধুদের প্রেম দেখলে নিজের ও প্রেম করতে খুব ইচ্ছে হত।কিন্তু যখন পূর্বের ধূষর স্মৃতি গুলো মনে পড়ত তখন প্রেম করার ইচ্ছেটা নিমিষেই হারিয়ে ফেলতাম।আগে বাংলা ২য় পত্রে অনেক বার ভাবসম্প্রসারণ এ পড়েছি"গোয়াল পোড়া গরু সিঁটিতে সিদুর দেখলে ভয় পায়"অনেক বড় বড় ব্যাখ্যা ও দিয়েছি বেশ করেক বার।৯ম শ্রেণীতে পড়ার সময় ২য় সাময়িক পরীক্ষায় ভাবসম্প্রসারণ এ এটি এসেছিলো ১০ শে ১০ পেয়ছিলাম।আসলে চরম সত্য হল এই যে কখনো আগে তার বাস্তবতা উপলব্দি করিনি।২০০৮ সালের জানুয়ারি থেকে উপলব্দি করতে পারছি আসলে গোয়াল পোড়া গরু কেন সিঁটিতে সিদুর দেখলে ভয় পায়।কারণ বাস্তবতা আমাকে এমন শিক্ষা দিয়েছে যা এ জীবনে কখনো ভূলতে পারব না।চলবে
মন্তব্য করুন