ভূলিনি তোমায়
তুমিতো জানো আজ আমার জন্মদিন।মনে পড়ে ১০ই আগষ্ট আসার আগেই তুমি আমাকে চিঠি পাঠাতে।আর সেই সাথে জন্মদিনের কার্ড ও পাঠাতে।আর আমি পোষ্ট অফিস থেকে তোমার পাঠানো চিঠি আর উপহার গুলো নিয়ে আসতাম।বাড়িতে না পৌছানো আগ পর্যন্ত আমি চিঠি খুলতাম না।বাড়িতে ফিরে রুমের দরজা বন্ধ করে গভীর আগ্রহে খুব যত্নে তোমার চিঠিটা খুলতাম।প্রত্যেক চিঠির শুরুতে লিখতে "আমার স্বপ্ন সুমন,জানি তুমি আমার চিঠির প্রতিক্ষায় অধীর আগ্রহে বসে আছো, ছটফট করছো।আর এদিকে আমিও ছটফট করছি কবে তোমার উত্তর পাবো।"তোমার সর্বশেষ চিঠি পেয়েছিলাম ২০০৬এর ৯ই আগষ্ট।আমার জন্মদিন উপলক্ষে পাঠিয়েছিলে ৬পৃষ্টার সুদীর্ঘ চিঠি।চিঠির প্রতিটা লাইনে ছিল ভালবাসার কথা।তুমি চিঠিতে লিখেছিলে আমাকে ইন্ঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাও।আজ আমি ইন্ঞ্জিনিয়ার হতে চলেছি।এইতো আজ বাড়ি থেকে আলোচনা করে ফিরলাম কোথায় বিএসসি ইন্ঞ্জিনিয়ারিং পড়বো।বাড়ির সিদ্ধান্ত ডুয়েট এ পড়তে হবে।তাই কঠোর সংকশ্পবদ্ধ হয়ে রাংগামাটিতে ফিরলাম।আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি এক জন দক্ষ ইন্ঞ্জনিয়ার হয়ে তোমার সামনে দাড়াবো।আমি আমার প্রতিশ্রুতি রক্ষার জন্য অপ্রাণ চেষ্টা করে চলেছি।আমার পাঠানো উত্তরটা পেয়েছো কিনা জানিনা।আমাদের দুজনের স্বপ্নের কথা তোমার কি মনে আছে?আমার আজও মনে আছে।আমি হবো ইন্ঞ্জিনিয়ার আর তুমি হবে ডাক্তার।দুজনে মিলে পাশে দাড়াব স্বজাতির পাশে।আজ দেখো আমি প্রায় শেষ লক্ষ্যে পৌছে গেছি।জানিনা তুমি তোমার কথা রাখার চেষ্টা করছো কিনা।আজ ২০১১সালের ১০ই আগষ্ট এ ৪টি বছর তুমি আমাকে কোন চিঠি দাওনি।চিঠির কথা বললাম বলে অভাগ হচ্ছো না তো।দেখো অভাগ হওয়ার কিছু নেই।আমাদের প্রেমের যুগটা ছিল চিঠির যুগ।মনে পড়ে লুকিয়ে লুকিয়ে চিঠি লেখা আর চিঠি পড়ার মজা কতটুকু।আর আজ মোবাইলের যুগ।মুহূর্তে প্রেম হয় আবার মুহূর্তে ভেঙে যায়।আবার আজ কাল প্রেমিক প্রেমিকারা খুব সহজেই লিভ টু গেদার করে।আমি আজ কাল এ সব অপবিত্র ছলনা ময় প্রেমকে ঘৃণা করি।মনে পড়ে আমাদের প্রেম কত গভীর আর পবিত্র ছিলো।লিভ টু গেদার তো দূরের কথা একটা চুম্বন ও আমাদের মাঝে হয়নি।ভগবান জানেন আমাদের প্রেম শত ভাগ পবিত্র ছিল।আমরাতো ছোট বেলা থেকে একসাথে বড় হয়েছি।একসাথে খেলেছি,খেয়েছি,পড়েছি,স্কুলে গেছি।আমাদের প্রেমের অন্তরের সম্পর্কটা তো কোনদিন দৈহিক সম্পর্কে রুপ নেয়নি।অথচ আজকাল ছেলে মেয়েরা ১মাস প্রেম করার পর দেখা করে লিভ টু গেদার করে।তার কিছুদিন পড়েই এ প্রেমের সমাপ্তি ঘটে এটাই কি প্রেম?আমার এসব সহ্য হয়না।এগুলো মোটেই প্রেম নয়।এগুলো প্রেমের নামে অসভ্য লজ্জাকর কাজকর্ম করে।এরা প্রেমের অপমান করছে।আমি তাদের এ অসভ্যটা কিছুতেই মেনে নিতে পারিনা।তোমার কি মনে আছে এক মুনিষী বলেছিলেন"প্রেম করে যারা সফল হয়েছেন তারা বড়জোর বিয়ে করতে পেরেছেন।কিন্তু যারা সত্যিকার প্রেম করেও ব্যর্থ হয়েছেন তারা পড় বড় কবি সাহিত্যিক উপন্যাসিক হয়েছেন।"আজ তোমা তাই তোমাকে আজ খুব বেশি মিস্ করছি।তুমি কি আমায় মিস্ করছো?বোকার মত প্রশ্ন করলাম তাই না?আমার মনে হচ্ছে প্রশ্নটি আমি বোকার মতই করলাম?জানো তুমি চলে যাওয়ার পর আমি সত্যি অনেক বোকা হয়ে গেছি।মার সর্বশেষ চিঠি পেয়েছিলাম ২০০৬এর ৯ই আগষ্ট।আমার জন্মদিন উপলক্ষে পাঠিয়েছিলে ৬পৃষ্টার সুদীর্ঘ চিঠি।চিঠির প্রতিটা লাইনে ছিল ভালবাসার কথা।তুমি চিঠিতে লিখেছিলে আমাকে ইন্ঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাও।আজ আমি ইন্ঞ্জিনিয়ার হতে চলেছি।এইতো আজ বাড়ি থেকে আলোচনা করে ফিরলাম কোথায় বিএসসি ইন্ঞ্জিনিয়ারিং পড়বো।বাড়ির সিদ্ধান্ত ডুয়েট এ পড়তে হবে।তাই কঠোর সংকশ্পবদ্ধ হয়ে রাংগামাটিতে ফিরলাম।আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি এক জন দক্ষ ইন্ঞ্জনিয়ার হয়ে তোমার সামনে দাড়াবো।আমি আমার প্রতিশ্রুতি রক্ষার জন্য অপ্রাণ চেষ্টা করে চলেছি।আমার পাঠানো উত্তরটা পেয়েছো কিনা জানিনা।আমাদের দুজনের স্বপ্নের কথা তোমার কি মনে আছে?আমার আজও মনে আছে।আমি হবো ইন্ঞ্জিনিয়ার আর তুমি হবে ডাক্তার।দুজনে মিলে পাশে দাড়াব স্বজাতির পাশে।আজ দেখো আমি প্রায় শেষ লক্ষ্যে পৌছে গেছি।জানিনা তুমি তোমার কথা রাখার চেষ্টা করছো কিনা।আজ ২০১১সালের ১০ই আগষ্ট এ ৪টি বছর তুমি আমাকে কোন চিঠি দাওনি।চিঠির কথা বললাম বলে অভাগ হচ্ছো না তো।দেখো অভাগ হওয়ার কিছু নেই।আমাদের প্রেমের যুগটা ছিল চিঠির যুগ।মনে পড়ে লুকিয়ে লুকিয়ে চিঠি লেখা আর চিঠি পড়ার মজা কতটুকু।আর আজ মোবাইলের যুগ।মুহূর্তে প্রেম হয় আবার মুহূর্তে ভেঙে যায়।আবার আজ কাল প্রেমিক প্রেমিকারা খুব সহজেই লিভ টু গেদার করে।আমি আজ কাল এ সব অপবিত্র ছলনা ময় প্রেমকে ঘৃণা করি।মনে পড়ে আমাদের প্রেম কত গভীর আর পবিত্র ছিলো।লিভ টু গেদার তো দূরের কথা একটা চুম্বন ও আমাদের মাঝে হয়নি।ভগবান জানেন আমাদের প্রেম শত ভাগ পবিত্র ছিল।আমরাতো ছোট বেলা থেকে একসাথে বড় হয়েছি।একসাথে খেলেছি,খেয়েছি,পড়েছি,স্কুলে গেছি।আমাদের প্রেমের অন্তরের সম্পর্কটা তো কোনদিন দৈহিক সম্পর্কে রুপ নেয়নি।অথচ আজকাল ছেলে মেয়েরা ১মাস প্রেম করার পর দেখা করে লিভ টু গেদার করে।তার কিছুদিন পড়েই এ প্রেমের সমাপ্তি ঘটে এটাই কি প্রেম?আমার এসব সহ্য হয়না।এগুলো মোটেই প্রেম নয়।এগুলো প্রেমের নামে অসভ্য লজ্জাকর কাজকর্ম করে।এরা প্রেমের অপমান করছে।আমি তাদের এ অসভ্যটা কিছুতেই মেনে নিতে পারিনা।তোমার কি মনে আছে এক মুনিষী বলেছিলেন"প্রেম করে যারা সফল হয়েছেন তারা বড়জোর বিয়ে করতে পেরেছেন।কিন্তু যারা সত্যিকার প্রেম করেও ব্যর্থ হয়েছেন তারা পড় বড় কবি সাহিত্যিক উপন্যাসিক হয়েছেন।"আজ তোমা তাই তোমাকে আজ খুব বেশি মিস্ করছি।তুমি কি আমায় মিস্ করছো?বোকার মত প্রশ্ন করলাম তাই না?আমার মনে হচ্ছে প্রশ্নটি আমি বোকার মতই করলাম?জানো তুমি চলে যাওয়ার পর আমি সত্যি অনেক বোকা হয়ে গেছি।
মন্তব্য করুন