রতি রাতের বিষণ্ণ বিদীর্ণ বর্ষণ
গভীরতায় পড়েনি মিছেমিছি হাত
শুধু জেগে থাকা রাত
বদ্ধ করুণ চার দেয়াল ভিতে
শাওয়ার জলের স্রোতস্বী প্রপাত।
ক্লান্তিতে মিশে হৃদি সত্ত্বা কাঁপন
আহ্ কী যে অবদমিত আস্ফালন
বোঝে না, বোঝে না সে কিছুই
রতি রাতের বিষণ্ণ বিদীর্ণ বর্ষণ।।
[পঞ্চাশ শব্দ তো হচ্ছে না, তাহলে কিভাবে কবিতাটা ছাপি। সমস্যা বই কি? পঞ্চাশ শব্দের নীচেও তো শিল্প সৃষ্টি হচ্ছে।]





হুমমম...
আচ্ছা।
জটিল কবিতা। আমাদের নীতিমালা শিথিল করা উচিত। তবে আপনি চাইলে কবিতা বড় করতে পারতেন, যেমন
স্বপ্নের হাত ধরে অনন্তের পথে
বিষণ্ণ বিদীর্ণ বর্ষণ ধারাজলে
স্বপ্ন ধোয়া জলের মুক্তা ছড়ানো
গালিচা পদ্ম পাতায়
নিদ্রাহরণীর সাথে মুখোমুখি...।
(পাকামী করলাম বলে মাইন্ড কইরেন না, ৫০ শব্দ হইছে)
যাক্ কেউ একজন আছেন, সাহায্য করতে। ধন্যবাদ।
পড়লাম।
পড়লাম
দেখলাম।
এই বিষয়ে আমাদের নীতিমালা শিথিল করা উচিত।
তাইতো বলি!
পড়লাম।
দেখলাম।
দেখলাম !! পড়লাম!! চললাম .... কমেন্ট খুঁজতে ...
আশা করেছিলাম কমেন্ট খুঁজে পেয়েছেন। এখনো দেখছি, খুঁজে পাননি।
মন্তব্য করুন