পরামর্শ প্রয়োজন-জরুরী
.
.
.
.
.
একটা ছোট্ট পাখি আমার টেবিলে ঘুমাচ্ছে। পাখিটা আমার অফিসের সিঁড়ি ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তাকে মাথায় পানি দেয়ার পর মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে। আবহাওয়া কতোটা খারাপ বুঝতে পারছি। অনেক বছর আগে এরকমই এক গরমে একটা অসুস্থ্য পাখিকে সুস্থ্য করে আকাশে উড়িয়ে দিয়েছিলাম। আশা করছি এই পাখিটাকেও সুস্থ্য করতে পারবো।
আপনাদের কোন পরামর্শ থাকলে জানান।
কোন আইডিয়া নাই আপু, সরি
পাখিটা সুস্থ্য হোক। কিভাবে যে হবে তা বুঝতে পারছি না। আমার বারান্দায় প্রতিদিন কত পাখি যে আসে! মন ভরে যায়।
একটা কথা মনে পড়লো,
ছোটোবেলায় শীতের দিনে কোনো মুরগীর বাচ্চা কাহিল বা শক্ত হৈয়া গেলে(খুব সম্ভবত মারা গেলে), আমরা কার যেনো পরামর্শে, ঐটারে কুলা দিয়া ঢাইকা, চুলার কাছাকাছি রাইখা, কুলার উপর চাপড় দিতে দিতে, "জিয়ো".."জিয়ো" টাইপ মণ্ত্র পড়তাম একটা.......
পাখিটা জীবিত থাকলে, বাতাস পূর্ণ ছায়াময় জায়গায় রাইখা, পানি খাওয়ানের চেষ্টা করা ছাড়া আপনের মনে হয় বেশি কিছু করার নাই....
কি পাখী ওটা? কাকের ছানা নাকি?
গরমে পাখিতো অসুস্থ হবার কথা না।
পাখীটার নাম জানিনা। চড়ুই পাখীর মতোই কিন্ত পাখা একটু বড়। অনেক উচুতে উড়ে। গরমের সময় এরকম অসুস্থ্য হয়, গরম ছাড়া অন্য কারনে হতে পারে। মাথায় পানি দিয়ে, একটু পানি খেয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যায়।
পাখিটাকে পানি খাওয়ানোর বেশ কিছুক্ষণ পর অফিস রুমে কতোক্ষণ চক্কর মারলো। আমি মিটিং করে ফিরে এসে দেখি সে মুক্ত বাতাসে উড়াল দিয়েছে।
ছোট বেলায় বাসার ভেতরে ঢুকে পড়ে বেকুব বনে যাওয়া এক পাখি এমন কাহিল হয়ে পড়েছিলো। কারন বের হবার জায়গা পাচ্ছিলো না, পাগলের মত উড়াউড়ি করে হাপাতে হাপাতে শ্যাষ।। খপ করে সেইটারে ধরে যেইনা বাইরে নিয়ে গেছি ওমনি হাতে ঠোকড় দিয়ে চমকে দিয়ে ব্যাটা হাওয়া। নচ্ছাড় পাখি....।
যাক!!!
যাক , উড়াল দিয়েছে ।
ফুরুৎ ফুরুৎ
ফুরুৎ ফুরুৎ
যাক উড়াল দিলো শেষ পর্যন্ত ।
পরামর্শ দেওনের আগেই দেখি উড়াল দিছে...
মন্তব্য করুন