ইউজার লগইন

পর্দা বদলে যায়

তুমি বলেছিলে মসজিদের পাশের গলি দিয়ে ঢুকতে হবে। তারপর নাক বরাবর হেটে যেতে হবে। গেলাম। থামতে হবে সেলুনের সামনে। থামলাম। তোমার কথা মতো এখন নারকেল গাছ ওয়ালা বাড়িটার তিনতলায় চোখ রাখতে হবে। বিশেষ করে যে জানালায় সাদাকালো পর্দা ঝুলছে। পর্দা সরিয়ে সেখানেই এসে তুমি দাড়াবে। কোচিং এ নোট পেপার বিনিময়ে যেটা আমার হাতে এসেছে, সেখানে এমন নির্দেশনাই দেয়া। নোট পেপারটা সংগে আছে। বারবার পড়ে নিলাম নির্দেশনা মানতে কোন ভুল হলো কিন? না শতভাগ মেনেই এখানে এসে দাড়িয়েছি। কিন্তু সাদা-কালো পর্দা কোথায়? রাস্তা থেকে যে দুটো জানালা চোখে পড়ে তিনতলায় সেখানে ঝুলছে নীল পর্দা। সাদা-কালো নেই। এমনকি এক তলা, দোতালাতেও পর্দার রং কোনটায় লাল, কোনটায় হলুদ। আমি ভুল করছি? এইরই মধ্যে লন্ড্রিতে আড্ডা দেয়া পাড়ার ছোকড়ারা জানতে চেয়েছে বার দুয়েক- আমি এখানে কি চাই, কাকে খুজি। পবন নামে এক বন্ধুকে খুজতে এসেছি। বলে ওদের কোন রকম বুঝ দেই। কিন্তু যেভাবে সামনের বাড়িটার দিকে উকি দিচ্ছি, তাতে আমার প্রতি ওদের নজর কড়া হচ্ছে। এর মধ্যে একটা ছেলে এসে তো বলেই গেল- কি মাইয়ার খোজে আসছো ছোট ভাই। হাত-পা নিয়ে সইরা পড়ো। বাগানের মালিই ফুল ছিড়বার পাড়েনা। আবার তুমি আইছো বাইরের থিকা ফুল ছিড়া লইয়া যাইতে! আমি কিছুই বুঝতে পারলাম না। একবার হেটে গলির মাথায় চলে গেলাম। ফিরে এলাম আবার। এখন লন্ড্রিতে ছেলে গুলো নাই। আমি একটু সাহস নিয়েই লন্ড্রির দোকানের উপরে উঠি। শোকেসে সাজানো কাপড়। আর যে গুলো আয়রনের অপেক্ষায় ফ্লোরে জুবুথুবু, সেদিকে চোখ ঘুরিয়ে আনি- যদি তোমার পরিচিত কোন ড্রেসের দেখা পাই! না কমন পড়লো না একটাও। এবার একটু সাহস নিয়েই আয়রন করছিলেন যিনি তার কাছে তোমার নাম নিয়ে জানতে চাই- চেনে কিনা? কিংবা এদিকে সত্যিই তোমার বাসা নাকি? উত্তর পেলাম- পিচ্চি আজ তুমি হইলা চার নম্বর। ঘাইমা গেছো বাড়ি যাও। আমি কিছু বুঝলাম কিছু বুঝলাম না। পরদিন তোমার সংগে কোচিং এ দেখা।আমি কোন কথা বললাম না। অপ্রয়োজনীয় একটা নোট পেপার হাতে এলো, তার পেছনে লেখা- স্যরি আম্মু পর্দা বদলে ফেলেছে!

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


স্যরি আম্মু পর্দা বদলে ফেলেছে!

চমৎকার টুইষ্ট ছিল শেষ পর্যন্ত আপনার লেখায়। লাইক ইট। সুপার্ব Laughing out loud

মনির হোসাইন's picture


'পিচ্চি আজ তুমি হইলা চার নম্বর।'

যাক চার নাম্বার bigsmile । আমি মনে করেছিলাম ১ নাম্বার bigsmile

মেঘের দেশে's picture


বাগানের মালিই ফুল ছিড়বার পাড়েনা। আবার তুমি আইছো বাইরের থিকা ফুল ছিড়া লইয়া যাইতে!

লীনা দিলরুবা's picture


পিচ্চি আজ তুমি হইলা চার নম্বর। ঘাইমা গেছো বাড়ি যাও।

হাহাহহাহাহা।
দারুণ লেখা।

একজন মায়াবতী's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

নাজ's picture


Tongue

জেবীন's picture


হায়! এম্নে করে কচিকালেই ধরা! Tongue

পিচ্চি আজ তুমি হইলা চার নম্বর। ঘাইমা গেছো বাড়ি যাও।

হাহাপেফা

মেসবাহ য়াযাদ's picture


আমোদ পাইলাম বস Big smile Laughing out loud Smile

মাহবুব সুমন's picture


Smile

১০

রশীদা আফরোজ's picture


পর্দা নিয়ে একটা গল্প মনে পড়ে গেল। বলতে ইচ্ছা করছে না। কারণ আপনি আদৌ মন্তব্যে চোখ রাখেন কি না বুঝতে পারছি না।
বরাবরের মতো চমৎকার লাগলো লেখাটা।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.