একটি স্বপ্নের মিত্যু
আমি একটি ছোট্ট শিশু যে কিনা ভুমিষ্ঠ হবার আগেই হারিয়ে যাই এই পৃথিবীর বুক থেকে। আচ্ছা আমার কি হয়েছিল? কি কারণে আমি এই পৃথিবীর বুকে আসতে পারলাম না? কেন আমার মায়ের-বাবার আদর, দাদা-দাদী,নানা-নানী, চাচা-চাচীদের স্নেহ থেকে বঞ্চিত হলাম? আমার না আসার অনেক গুলো কারন বল্রো ডাক্তার, ভেজাল খাদ্য, দুষিত আবহাওয়া, আমার মায়ের অজ্ঞতা, আমার নিজের কোন সমস্যা থাকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু, কেউ বলতে পারলো না সঠিক কারন। যাকগে সে কথা, আপাত আমার কোন কষ্ট নাই, কেউ যদি বলে, কেমন আছি? উত্তর হবে জানি না। কেউ যদি বলে, কোথায় আছি? উত্তর হবে বলবো না। ধুর কি বলছি এসব, আবোল-তাবোল। আচ্ছা আমার মা-বাবা কেমন আছে?...................
হঠাৎ বাইরের যে কেউ তাদের দেখলে কিছুই বুঝবে না। কিন্তু তারা নিজের সাথে, পরস্পর এর সাথে নিরন্তর অভিনয় করার চেষ্টা করে। পাহাড়ী ঝরনা যেভাবে অবিরাম ঝরে পড়ে......... আমার বাবা-মার বুকের গহিনে পাহাড়ী ঝরনার মতো ঝরে পড়ে তীব্র ব্যাথা-বেদনা, দু:খ, হতাশা । অবিরাম নি:শব্দ রক্তক্ষরণ। মাঝে মাঝেই চোখ ছলছল করে উঠে আমার মায়ের ।গভীর রাতে আমার মা তার অদম্য বোবা কান্নাকে আর আটকে রাখতে পারে না। বাবা শূণ্য চোখে তাকিয়ে থাকে নিকাষ কালো আধারের দিকে। সান্তনার ভাষা তার জানা নাই। গলার কাছে কি যেন আটকে থাকে, তবুও তীব্র চিৎকার বের হয়ে আসে কিন্তু সে চিৎকার এর কোন শব্দ হয়না। বুকের ভিতর গুমরে মরে। বাবা সপ্তাহে সপ্তাহে আমার কাছে আসে, মাও আসতে চায় কিন্তু বাবা সাথে নিয়ে আসে না ।কি হবে যন্ত্রণা বাড়িয়ে। আমার দাদী আসে মাঝে মাঝে, কাদে। চাচাও আসে চুপিচুপি। নানাও আসে নি:শব্দে।...............
অথচ, আগে আমার বাবা-মা কতই না স্বপ্ন দেখেছিল। কল্পনার রঙীন ভেলায় ভেসেছিল। এখন সব শূণ্য-অসীম। শুধুই স্মৃতি।
ভালো থাকুক সবাই। ভুলে যাক।। শান্ত হোক মন।।।
এটা নিছক একটা মামুলি ঘটনা। মন্ত্বব্য নি:প্রয়োজন।।
আসলেই মন্তব্য নিষ্প্রয়োজন
উচ্ছল, এবিতে স্বাগতম।
বানানে মনোযোগী হন প্লিজ। শিরোনামেই তো মৃত্যুর মৃত্যু ঘটিয়ে দিলেন
দারুণ লিখেছেন ব্রাদার! কিছু কিছু জায়গায় ভয়াবহ রকম টাচি হয়েছে।
rri=ঋ
mrri ৃ কেবল ঋ-কার দেখায়। তখন ঋ-কারের পেছনে গিয়ে m লিখেন আবার!
যার নাম উচ্ছল তার এত বেদনা কেন।
এবিতে স্বাগতম।
স্বাগতম । সন্তানহারা বাবা-মায়ের জন্য সমবেদনা । অন্তত দু'টো বানান ঠিক করুনঃ ঊচ্ছল হবেনা, সঠিক বানানটি কিন্তু উচ্ছল । শিরোনামে মিত্যুকে অবশ্যই মৃত্যু করতে হবে ।
(বানানের বিষয়টা ছাড়া) অসাধারণ লেখা
অসাধারণ লেখা
স্বাগতম এবিতে
এ বি তে স্বাগতম। উচ্ছল এক্টা লেখা দেন। বেদনায় ভারাক্রান্ত মন আনন্দে ভরুক এই প্রার্থনা।
সবাইকে ধন্যবাদ।
এইমাত্র আমার স্ত্রীকে পড়ে শুনালাম । পড়তে যেয়ে বারবার গলা বুজে আসছিল, ঝাপসা হয়ে আসছিল দৃষ্টি, কণ্ঠস্বর যাচ্ছিল রুদ্ধ হয়ে । তবুও সবটুকু তাকে শুনালাম । পড়া শেষ হল যখন, তখন আমি রীতিমত কাঁদছি । কাঁদছি সেই শিশুটির জন্য যে আসতে চেয়েছিল কিন্তু আসতে পারেনি, কাঁদছি সেই শিশুটির বাবা-মায়ের কষ্টে, যারা তাকে চেয়েও পায়নি । অসীম শক্তিধর বিধাতা তার সেরা ও প্রিয় সৃষ্টিকে কেন এমন কষ্ট দেয় ?
প্রিয় নাজমুল হুদা ভাই/স্যার ( সম্বোধন টা কি হবে বুঝতে পারছিনা, ভুল হলে ক্ষমা করবেন), আমাদের জন্য দোয়া করবেন।
স্যার সম্বোধন শুনতে শুনতে কান পঁচে গেছে, ওই ডাকে কোন দরদ নেই, হয়তো কিছুটা তোষামুদি থাকতে পারে । 'ভাই' শুনতে ও বলতে যে আরাম তা আর কিছুতে নেই । যতবারই শুনিনা কেন শান্তি লাগে । উচ্ছল হয়ে উঠুন, কষ্টকে জয় করে জীবনকে হাসি আর আনন্দ দিয়ে ভরে তুলতে অভ্যস্ত হয়ে উঠুন ।
মন্তব্য করুন