ইউজার লগইন

আমি কোথায়?

আমার এখন চুল ছিড়তে ইচ্ছা হচ্ছে। এরকম হবার কথা ছিল না। ঘুরাঘুরি করতে এসে মন খারাপ, সচারচর তেমন হয় না। তবে গত কয়েক দিন ধরে রাগে মাথার চুল ছিড়ছি। কেন?

আমি এখন ভারতে আর আমার সফর সাথি সব সাদা মাল। ট্রাফিক জাম, পলিউশন, ইন-ফ্রা-structure ইত্যাদি নিয়ে এদের কমপ্লেইন শুনতে শুনতে খান জালাপালা। তার উপরে খাবার বলতে বেশিরভাগ সবজি। ঢং করে বলতে গেলে - all vegi item....

ভারতে ঘুরতে এসে মন খারাপ এটা বলার জন্য লিখতে বসি নি। মেজাজ খারাপ হবার পর মনে হলো আমার একলাকের SWI ডোস্তদের কথা। যাদের সাথে ভ্রমন খানাপিনা নিয়ে অনেক গাল গল্প হত। CIA এর মাধ্যমে জানলাম তারা নাকি এখন এই ব্লগে। সত্যি নাকি?

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

বাতিঘর's picture


মন খারাপ কইরেন না মিয়াভাই। দেখেন হয়ত আপনার বন্ধুদের পেয়ে যাবেন এখানে। ভ্রমণের বাকীটা সময় আনন্দের হোক, শুভ কামনা। বন্ধুতে আপনাকে সুস্বাগতম Party Big Hug

নুশেরা's picture


বাফড়া, রন্টি আছে (আমাকেও দেখলেন)। কথা হলো আপনি কি তাদের পুরনো বান্ধব, সেই খানাখাদ্য-তুষার? Smile

স্বাগতম বস। গালগল্প হোক তবে। একালের ইবনে বতুতা, সৈয়দ মুজতবা আলীর ভাবশিষ্যকে চিনুক অন্যরাও।

তুষার's picture


আপনি বাইচা আছেন?

অরিত্র's picture


আলুছানা চলুক। খানাখাদ্য না পাই ঘ্রানটা নিতে দোষ কোথায়?

স্বাগতম আমরা বন্ধুতে

সাহাদাত উদরাজী's picture


স্বাগতম।

মীর's picture


আলুছানা চলুক। খানাখাদ্য না পাই ঘ্রানটা নিতে দোষ কোথায়?

স্বাগতম আমরা বন্ধুতে

(কপিপেস্ট: অরিত্রদা')

বাফড়া's picture


লিখতে রাহো Laughing out loud... আর খানা-খাজানা পোসট চালাতে রাহো Smile...

বাইদাওয়ে, এবিতে রেজি করার পয়লা মাসে অনতত ১২ টা পোসট দেয়া লাগে জানা আছে তো??

Good to c u , mate... Welcome back Smile

তুষার's picture


গুরু তোমার খবর কি? কতদিন আতেল-বাত করি না তোমার সাথে গুরু

তুষার's picture


গুরু তুমি বলেছিলে আহা ...

বোম্বাই এয়ারপোর্টে বসে আছি। তিন ঘন্টা পর ট্রেন। কিছুই করার না। মনে করলাম বোম্বাই-বোম্বেটে টাইপ কিছু লিখি। বিষয় হলো লিখার জন্যে মাথার ঘিলু আর বাংলা টাইপের জন্যে বানান-এর দৌড় কোনটাই নাই। তাই মনে হল কমেন্টের আনসার দেই।

আপনি কেমন আছেন। জা-বিন (ডাস্ট) কইলো আপনি নাকি এই ব্লগে সেলিব্রাল সেলিব্রিটি? বিষয় কি?

১০

তানবীরা's picture


Big smile

১১

মেসবাহ য়াযাদ's picture


Applause
ওয়েলকু টু এবি

১২

চাঙ্কু's picture


বতুতা ভাই নিকি ?
CIA জিনিশডা কিতা ? Central Intelligence Amrabondhu নিকি ? Tongue

১৩

তুষার's picture


মালা-আই-শিয়ার চানকু এহন কেনা-ডায় না?

১৪

শাওন৩৫০৪'s picture


মারহাবা, এবিতে স্বাগতম।

১৫

শাপলা's picture


এককালে বতুতার লেখার নিয়মিত পাঠক আমিও ছিলাম।

@চানতেক তোর খবর কি? বহুদিন তোর খোঁজ পাইনা। জোরে একটা আওয়াজ দিস তো!

১৬

তুষার's picture


আপনি কোন শাপলা - সবজি শাপলা নাকি ফুল শাপলা?

১৭

চাঙ্কু's picture


জাতীয় ফুলাপা @ চান্তেক কিতা ? Tongue
আর জাপানে নাকি বেশী বেশী ভূমিকম্প হয়, আমি বেশী জোরে আওয়াজ দিলেতো পুরা জাপাডাই ভাইঙ্গা পড়পে Tongue

১৮

তুষার's picture


চানকু --- আপনি এই খানেও। খবরদার আপনার চুলাকানি উদ্রেক আফসুস বাংলা এইখানে ইশট্রাট কইরেন না।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.