ঘৃণা
অনেকে বলেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কোন দরকারই ছিল না। বাংলাদেশের স্বাধীনতা তথা পাকিস্তানের বিভাজন শুধু মাত্র স্নায়ুযুদ্ধকালীন বিশ্বরাজনীতির একটা উদাহরণ। এই বক্তব্যের পিছনে তাদের যুক্তিও থাকে, এবং আমি নিজেই বুঝি, তাদের সব যুক্তি ফুঁ দিয়ে উড়িয়ে দেবার মতন নয়।
কিন্তু, বিশ্বরাজনীতির মতন নোংরা আর প্যাঁচালো বিষয়কে মনে আনতে চাই না। পৃথিবীর শুরু থেকে সব সৃষ্টিই যুদ্ধের মাঝে দিয়ে গেছে, যাচ্ছে। সারভাইভাল অফ দ্য ফিটেস্ট এর ধারনাকে পাকা পোক্ত করেছে। সেই সূত্র ধরেই বিংশ শতাব্দির শুরু থেকে এখন পর্যন্ত যুদ্ধ চলে আসছে। যুদ্ধ হচ্ছেই। এবং হবেই। যুদ্ধ বন্ধ করার জন্যে হলেও যুদ্ধ করতে হবে।
এরকমই একটা যুদ্ধই হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।
এই যুদ্ধ আমাকে একটা স্বাধীন দেশে জন্ম নেওয়ার সুযোগ দিয়েছে।
এই যুদ্ধ আমার কাছে এই জন্যেই আবেদনময়। কারো কারো যুক্তি মেনে নিলে হয়তো আমি নিশ্চিত হবো যে পাকিস্তানও একটা স্বাধীন দেশ ছিল। কিন্তু আমার মনে খচ খচ করবে কিছু প্রশ্ন। মর্মান্তিক সেই সব বৈষম্যগুলোর কথামনে পড়বে। মনে পড়বে লাখ লাখ মানুষকে যে তারা মেরে ফেলে দিয়ে গেছে তাদের কথা।
কম মানুষ তারা মারে নি। কম ক্ষতি তারা করে নি। বিশ্বরাজনীতির প্যাঁচে পড়ে দেশ ভেঙ্গে যাচ্ছে ভেবে যারা নিজের দেশের মানুষকে এইভাবে মেরে ফেলে দিতে পারে, তাদেরকে আমি ঘৃণা করি।
আমি পাকিস্তানকে ঘৃণা করি।
খেলার মাঝে নাকি আর কিছু টেনে আনতে হয় না। কিন্তু যেই ক্রিকেটদলটার নাম পাকিস্তান, তাকে আমি সহ্য করি কীভাবে?
"আমি পাকিস্তানকে ঘৃণা করি।
খেলার মাঝে নাকি আর কিছু টেনে আনতে হয় না। কিন্তু যেই ক্রিকেটদলটার নাম পাকিস্তান, তাকে আমি সহ্য করি কীভাবে?আমি পাকিস্তানকে ঘৃণা করি।"
স্টারের জন্য আপনাকে ধন্যবাদ, আপু।
ফেসবুকে এক বন্ধুর স্ট্যাটাস
আমিও ঠিক তা ই করতে চাই। আর তাই করি!!
"বাংলাদেশের স্বাধীনতা তথা পাকিস্তানের বিভাজন শুধু মাত্র স্নায়ুযুদ্ধকালীন বিশ্বরাজনীতির একটা উদাহরণ।
মানতে রাজী না । এটা স্নায়ুযুদ্ধকালীন বিশ্বরাজনীতির উদাহরণ ছিলনা, এটা উদাহরণ ছিল পাঞ্জাবী হায়েনাদের অত্যাধিক লুলুপতার, বর্বরতার, কাপুরুষতার । যারা মনে করে স্বাধীন বাংলা দেশের প্রয়োজন ছিলনা " তাহারা কাহার জন্ম নির্ণয় নাজানি । আমি পাকিদের থেকে এদেরকে বেশি ঘৃণা করি ।
"বাংলাদেশের স্বাধীনতা তথা পাকিস্তানের বিভাজন শুধু মাত্র স্নায়ুযুদ্ধকালীন বিশ্বরাজনীতির একটা উদাহরণ।
মানতে রাজী না । এটা স্নায়ুযুদ্ধকালীন বিশ্বরাজনীতির উদাহরণ ছিলনা, এটা উদাহরণ ছিল পাঞ্জাবী হায়েনাদের অত্যাধিক লুলুপতার, বর্বরতার, কাপুরুষতার । যারা মনে করে স্বাধীন বাংলা দেশের প্রয়োজন ছিলনা " তাহারা কাহার জন্ম নির্ণয় নাজানি । আমি পাকিদের থেকে এদেরকে বেশি ঘৃণা করি ।
রাজনীতির অ আ ক খ শিখতে গিয়ে যা যা দেখছি আর শিখছি তাতে আমি শঙ্কিত।
যারা দেশীয় পারপিট্রেটর তাদের কে ঘৃণা করাও উচিত না, কেননা তারা ঘৃণার যোগ্যও নয়।
কিন্তু এরকম ধারনা অনেক বোদ্ধাদেরই রয়েছে, একে অস্বীকার করার উপায় আমার নেই। তাদেরকে পূর্ণ সমর্থনও আমি দেই না, কেননা, এই বিষয়ে আমি আমার ব্যক্তিগত চিন্তা আর চেতনার উপর পুরোপুরি ভরসা করি।
রাজনৈতিক প্রেক্ষাপট আবেগের থেকে একটু বেশিই প্র্যাক্টিকাল। কাজে কাজেই যে যার মতন করে ভাবতেই পারে। আপনিও সাচ্ছন্দ্যে তাদের বর্ণনায় আব্দুল হাকীমের কবিতার লাইন আবৃত্তি করতে পারেন।
আপনার মন্তব্যের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ইতোমধ্যেই আপনার কবিতার ভক্ত হয়ে গেছি।
আবেগের নয়, বাস্তবতার প্রেক্ষাপটেই বাংলা দেশের জন্ম । তার আগের পাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপট ও তাই । সে সময়ে ও বিখ্যাতদের কেউ কেউ স্বীকার করেনি । মৌলানা আজাদ তাদের অন্যতম যদিও ভুল বুঝতে তার খুব একটা দেরী ও হয়নি । তার কৃত ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি সম্ভব হলে পড়ে দেখবেন । ইতিহাসের ধারাবাহিতা যারা স্বীকার করেনা তারা সত্যকে অস্বীকার করে ।
আর লেখালেখির ব্যাপারে আমি আনাড়ী । আপনাদের ভাল লাগাই আমার সব কিছু । ধন্যবাদ !
বইটা অবশ্যি অবশ্যি পড়বো।
ওয়ার্ল্ডকাপে বাংলাদেশ না ওঠায় কোয়ার্টার ফাইনালের টিকিট হালাল করার জন্য গেছিলাম স্টেডিয়াম ঘন্টাখানেকের জন্য। আমার চারপাশে বাঙলা-পাকীদের আস্ফালন দেইখা মনে হইতেছিল স্টেডিয়ামের ছাঁদ থিকা লাফ দেই।
পাকিদের নিয়ে কিছু বলা মানেই সময় নষ্ট ।
সহমত। কিন্তু সময় নষ্টের ভয় পেলে আমাদের আসলে কিছুই বলা হবে না, কারন যা কিছু নিয়েই আমরা বলি না কেন তাঁর বেশীর ভাগই আজাইরা।
একশবার, হাজারবার, লাখো বার, কোটী বার।।
সূর্যের চেয়ে বালি গরম
পাকি নয় বাং পাকিদের
দেয়া হোক বেশি শরম।
ঠিকজজ!
সূর্যের চেয়ে বালি গরম
পাকি নয় বাং পাকিদের
দেয়া হোক বেশি শরম।
ঠিকজজ (কপিড ভার্সন)
মন্তব্য করুন