ইউজার লগইন

আমার তাঁতীজীবন

সামু ব্লগে মাসুম ভাইয়ের কোন লেখাটা প্রথম পড়ছি ঠিক মনে পড়তেছে না। তবে ‌আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন -এই লেখাটা পইড়া পাংখা (রাপুখাপাং না কিন্তু!) হইছিলাম মনে আছে। ঐটা পড়ার পর পরই আরও কিছু মাসুমীয় রসগ্রহণ শেষে ঐদিনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম ফেসবুক মারফত। অ্যাকসেপ্টও হইল যথাসময়ে। এরপর কয়দিন খেয়াল করলাম সামুতে উনার নতুন লেখা নাই, ঘটনা কি! ফেসবুক লিংক মারফত খবর হইল, না উনি আছেন, তবে সামুতে না আমরা বন্ধুতে। এইটা আরেকখান নতুন ব্লগ। আর সেইখানে সামুতে অনুপস্থিত সেলেব্রেটি আরও কিছু ব্লগারও সসম্মানে বর্তমান। তো আমিও আমার ব্লগরিডিং কারিকুলামে নতুন সাবজেক্ট সেট করলাম। মাঝে মাঝে আইসা ঢু মারা শুরু করলাম। এমনেই দিন কাইটা যাইবো ভাবছিলাম.......যতক্ষণ পর্যন্ত না আবিস্কার করলাম ব্লগে অতিথি হইয়াও কমেন্টানো যায়!!! Shock Shock

কাজেই শুরু করলাম কমেন্টানো। যা পড়ি তার নিচেই একটা মূল্যবান (!) মন্তব্য রাইখা যাওয়ার চেষ্টা প্রাণপণে সম্বরণ কইরা (মডুদের বিরাগভাজন যাতে না হই) মাঝে মধ্যে দু'একখান মন্তব্য ঝাড়তাম আর বইসা থাকতাম প্রকাশের আশায়। এভাবেই চলতেছিল আমার নতুন তাঁতীজীবন.........যতক্ষণ পর্যন্ত না আমি উদরাজী ভাইয়ের হালকা ঝাড়ি খাইলাম!!! Sad Sad

উদরাজী ভাইয়ের ঝাড়ি হজম কইরা শুক্কুর বার জুমার নামাজ না পইড়া বিসমিল্লাহ বইলা রেজিস্ট্রেশনের ফরম ফিলআপ করলাম। এইবার অপেক্ষা। একরাইত বইসা রইলাম। আমারে আর মেম্বার বানায় না। আমি তো মনে মনে বেজায় খুশ। যা ব্যাটা, তোর এইখানে লেখার কোন যোগ্যতা নাই, মহান মডুরা এর মধ্যে বুইঝা গেছে। কিন্তু পরের দিন দুপুরে আমার আবেদনের ফল বাইরাইলো। আমি মেম্বার ইলেকশনে পাস করছি। এইবার আমি ব্লগার হয়া যামু। কত কিছু লেখার আছে! ধর্ম, রাজনীতি, খেলা, গণমাধ্যম, বিজ্ঞান, অনুবাদ, কৃষি, শিল্প - সব বিষয়ে লেইখা ভরাই ফেলবো। কিন্তু হায়.........নিবন্ধনের গরু কিইনা আমি কি বিপদে পড়লাম!!! Puzzled Puzzled

আমার কলম থুক্কু কিবোর্ডের বোতাম ভাঙে তো লেখা বাইরাই না (কিবোর্ডের বোতাম একবার সত্য সত্য ভাঙছিলো, সেইটা অন্য গল্প)। এখন আমি কী করি! আমার এত সাধের ব্লগিং জীবন এত তাড়াতাড়ি শেষ হইয়া যাবে! যে ফুল না ফুটিতেই.......... Broken Heart Broken Heart

তো শুরু করলাম খোঁজ - দ্য সার্চ। টপিক সিলেক্ট করলাম - কমিউনিটি ব্লগিং ভার্সেস ফোরামিং। আমার মনে হইছে বাংলাদেশী কমিউনিটি ব্লগগুলি শেষ বিচারে আসলে একধরনের ফোরাম। গুগলে দিলাম ক্লিক। উইকি, হাফিংটন পোস্ট, গিজমোডো, মাশাবেল, টিএমজে, সামহয়্যারইন, সচলায়তন, আমারব্লগ, প্রথমআলো ব্লগ, নাগরিক, বাংলা ফোরাম, টেকটিউনস, প্রজন্ম ফোরাম, আমাদের ফোরাম, আমাদের গান......বাদ দিলাম না কিছুই। একবার অ্যালেক্সাতেও ঘুরে আসলাম। দেখলাম আমরাবন্ধুর পজিশন বাংলাদেশী সাইটগুলির মধ্যে ৭৩৮তম (আজকে ৯০৬, কারণ আজকে আমি ঢুকি নাই সকাল থেকে)! অনেক পিছনে পইড়া আছে এইটা, যেখানে সামুর অবস্থান ১০ (আজকে ৯)। কিন্তু হায়........ডেটা কালেকশনই সার। Nail Biting Nail Biting

টোটাল আউটপুট জিরো। ভাবলাম, ধুর ছাই, এর চাইতে বন্ধু তাজুলের কথা লিখি। তার কথা যদি ঠিকভাবে লিখতে পারি, পাবলিক হেভি খাইবো। অথবা গত রাইতে মাথায় আসা বিরাট (!) দার্শনিক চিন্তার কথাটা লিখি অথবা ৫ম শ্রেণীতে লেখা অত্যুত্তম ঈশ্বরসংক্রান্ত কবিতাটা কপি-পেস্ট কইরা দেই। লোকে আমার দার্শনিক মনের পরিচয় পাইয়া ধন্য হইয়া যাবে। Day Dreaming Day Dreaming আফসোস......কিছুতেই কিছু হয়না। শনিবার বিকাল গড়াইয়া রাত হইয়া রবিবার ভোর হয়। রবিবার দুপুরের পর সন্ধ্যা নামে। হাজার গুতানোর ফলেও আমার কিবোর্ড হইতে কিছুই উৎপন্ন হয়না। At Wits End At Wits End At Wits End

তাই উপস্থিত ভদ্রসমাজ, যে মডুগণ আমারে এবি ইউনিয়ন পরিষদের মেম্বর বানাইছে আপনারা তাগো বিচার করেন। যে লোক কোনকালে কিছু লেখে নাই তারে ব্লগিং করার অনুমতি প্রদানের মাধ্যমে একটা এঁড়ে গরু ধরাইয়া দেওয়ার উচিত শাস্তি আপনারা নির্ধারণ করেন।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

ভাঙ্গা পেন্সিল's picture


লেখা অতি সহজ। শুরু করবেন ছোট খাট লেখা দিয়া। স্মৃতি নিয়ে লেখবেন। আলগা কিছু বানাবেন না, ছোট ছোট বাক্য দিয়ে লেখবেন। দেখবেন আমার চাইতে ভাল লেখতেছেন Wink আমি যেহেতু এর মধ্যে দশ-বারোখান লিখে ফেলছি এখানে, আপনি কয়েকশ লেখে ফেলতে পারবেন Tongue

স্মৃতি নিয়ে লেখার চাইতেও সহজ টপিক আছে। অনুবাদ। আপনার পছন্দ মতো কোনো টপিকে গুগুল মাইরা গুছায় নিবেন, তারপর ক্লাস এইটের ট্রান্সলেশন বই হাতে নিয়া বইসা পড়বেন। খুব সহজ Big smile

আসিফ (অতিথি)'s picture


ধন্যবাদ,
বাফড়া ভাইয়ের লেখাটা চোখে পড়লো। লোকজন যদি বলে ওটার মত করে লেখার চেষ্টা করেছি, আমি তাদের দোষ দিব না Tongue Tongue

লেখাটা আর একটু ছো্ট হলে মনে হয় ভালো হত Thinking

লীনা দিলরুবা's picture


ভাঙ্গার উপদেশগুলো কিন্তু ম্রাত্মক Big smile
আপনার লেখা তথোধিক ম্রাত্মক Crazy
পোস্ট এবং কমেন্টের এই ম্রাত্মক অবস্থানের ব্লগে কমেন্ট করতে পারছি এইটাই বেশি Tongue

লীনা দিলরুবা's picture


*ততোধিক হবে Sad

আসিফ's picture


কমেন্ট পড়ে আমি ঋণাত্মক হয়ে গেলাম :\

ধন্যবাদ।

সাহাদাত উদরাজী's picture


'ওয়েল কু' আসিফ। শব্দটার অর্থ জানে আমাদের মেজবাহ যায়াদ। আমি জানি না।
বিবাহিত না অবিবাহিত! বাদশা ভাইয়ের 'আমরাবন্ধু বিশ্বকাপ ফাইনাল ম্যাচ : নেমে পড়ুন!!!' এ চলে আসুন! টাইম নাই।

আসিফ's picture


ধন্যবাদ উদরাজী ভাই।

আমি এখনো অবি.... আশায় আছি।

একলব্যের পুনর্জন্ম's picture


এমত কিছুদিন লিখিতে থাকিলে মাসুম সেকেন্ড হৈয়া যাইবেন আশা করি Wink

আর গুরুতর প্রশ্নটির জবাব হৈলো , মেম্বর বানাইতে পয়সা লাগে না তয় গরু কিনতে লাগে - গরুর পয়সাটা মডুরে আপনে দিবেন ? Tongue

আসিফ's picture


ধন্যবাদ আপু।

গরু কিনতে বেশি টাকা খরচ হবার কথা না। এখানে কার আত্মীয় যেন গরু কেনাবেচা করেন ? Wink

১০

সাহাদাত উদরাজী's picture


আরিফ, গরু লাগলে বলবেন! ভাল ইন্ডিয়ান আছে।
আপনাদের মনে রাখা উচিত - গরু ব্যবসা ভাল ব্যবসা।

১১

সাহাদাত উদরাজী's picture


আরিফ নয়, হবে আসিফ। সরি।

১২

মেসবাহ য়াযাদ's picture


আমার পরিচিত আপনি হচ্ছেন ৬৭ তম আসিফ... Wink
ওয়েলকু ভ্রাতঃ Big smile

১৩

আসিফ's picture


ধন্যবাদ মেসবাহ ভাই। তবে শুরুতেই কু'ডাক দিলেন! Smile

আমি ফেসবুকে আমার পুরো নামের বিভিন্ন বিন্যাস-সমাবেশ করে একটা সার্চ দিয়েছিলাম, পরে গণহারে বন্ধুত্বের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। যতটুকু মনে পড়ে মোট ১৭৯ জন ছিল। ৩০ জনের মত সাড়া দিয়েছিল।

১৪

বাফড়া's picture


মেসবাহ ভাই কিছুদিন কুমিল্লায় ছিল.। ঐখান থিকা কু-ডাক দেয়ার অভ্যাস পাইছে Smile..।

১৫

টুটুল's picture


অভিনন্দন তাতিঁ আসিফকে Wink
স্বাগমত জানাই এবিতে
এইবার হাত খুলে লিখে যান... আর ভাঙ্গার থিউরি ভাবার মত

১৬

সাহাদাত উদরাজী's picture


দুলাভাই, আপনার কারনে লুকে আমাকে কি যেন বলতে চায়। আপনারে আমি দেইখ্যা লমু।

১৭

আসিফ's picture


ধন্যবাদ টুটুল ভাই।

সামু ব্লগে মাকে নিয়ে আপনার লেখাটা আমার ভীষণ মন ছুয়ে গিয়েছিলো, এ সুযোগে জানিয়ে রাখলাম।

১৮

টুটুল's picture


কি বলেন... আপ্নে সামুর থিক্কা আমারে খুইজা বাইর করছেন? আমার এই নিকের সাথে সামুর নিকের তো মিল নাই.. পাইলেন ক্যাম্নে?

১৯

নুশেরা's picture


জুতমতো ধরছেন টুটুলদা! আসিফ কোন পুরান পাপী নাকি? Tongue

২০

আসিফ's picture


আপনার জ্ঞাতার্থে জানাইতে চাই কারো যদি ধৈর্য আর অফুরন্ত সময় থাকে, তবে সে কোন কমিউনিটি ব্লগের পছন্দের কয়েকজন লেখকের সব লেখাই মন্তব্যসহ পড়ে ফেলতে পারে Smile

এতে করে প্রত্যু যে আসলে টুট্লা কিংবা মুক্লা, কাঁক্না, কাঁনু গ্রুপ ইত্যাদি নামকরণের সঙ্গে পরিচিত হয়ে যাওয়াটাই স্বাভাবিক।
বসুন্ধরা সিটির গেটে কি যেন একটা হয়েছিল, কিংবা কার কলিগের সঙ্গে কি হতে গিয়েও হলো না, রাগে-দুঃখে সে কলিগ কি যেন করেছে সেটাও জানা তেমন মুশকিলের কাজ নয়।

এইবার মনে হয় বিষয়টা একটু ক্লিয়ার হবে।

২১

মুক্ত বয়ান's picture


এইটা একটা বাঁধাই করে রাখার মতন মন্তব্য হইছে।
লাইকর্লাম। Smile

২২

মেসবাহ য়াযাদ's picture


হ রে মুক্ত, আসিফের মন্তব্যটা ফাটাফাটি হৈছে... কার কলিগের লগে টুট্লার কী জানি কী হৈছে... আমি কিছু কমু না... Wink

২৩

জ্যোতি's picture


আসিফকে এ বি তে স্বাগতম। হাত পা খুলে লিখেন।গরু জবাই করে মেজবানি করেন।
লেখা পইড়া চ্রম ভালা লাগছে।

২৪

আসিফ's picture


ধন্যবাদ আপু।

লেখা চ্রম ভালো লাগলে সেটা আপনার ভ্রম Tongue

২৫

-bokhaTe-'s picture


"sohoj e shavabik..sohoj e sundor".. asif bhai, likhTe thaken, bhalo lagtese porte.. amra jodi evabe likhte parTam..

aro porar proTtashay r shovukamona

bhalo thaka howk .

.r.

২৬

আসিফ's picture


জানি আপনার এ মন্তব্য লেখার মান দেখে নয়, বন্ধুত্বের খাতিরে করা। তবু কষ্ট করে পড়েছেন সেজন্য ধন্যবাদ।

ইংরেজিতে কেন?! অভ্র কোথায়!

২৭

শওকত মাসুম's picture


বাহ। স্বাগতম। হাত খুলে লিখতে থাকেন।
আবার দেখি লেখায় আমার নামও আছে। আবারও তাইলে স্বাগতম।

২৮

আসিফ's picture


ডাবল ধন্যবাদ মাসুম ভাইকে।

হাত খুলতে হবে? Thinking

২৯

বাফড়া's picture


মাঝখানে বাংলাদেশে আসিফ নামে এক পুলার আবির্ভাব ঘটছিল.. হের নামও কিন্তুক আসিফ.। মানে সে খালি আসিফ নামেই পরিচিত... আগে পিছে কিছু নাই.। বিগ্যান বক্তৃতা দিয়া বেড়াইত.। তাও আবার টিকেট কাইটা সেইটা শোনা লাগত.। মানুষ শুনতো-ও..

হের এইরাম প্রফেশান দেইখা আমিতো টাসকি.। হালায় বিশাল মজা তো.. এইরম একটা প্রফেশানের কথা কল্পনা করতে পারছে (তাও আবার বাংলাদেশে; তাও আবার বিগ্যান কেন্দ্রিক) এইটার জন্যই তারে কাবিল বইলা ঘোষনা দেয়া যায় Smile... প্র-আলো না যেন ভোরের কাগজে তরা বক্তিমা গুলা ছাপাইতো মাঝে মাঝে Smile.। ঐগুলা পইড়া ভাইয়ের ব্যাপারে জানছিলাম Smile... আপনের নামেও আগে-পিছে কিছু নাই খালি আসিফ দেইখা হের কথা মনে পড়লো Smile

==

যাউগ্গা আপনেও খালি আসিফ লিখতে থাকেন.। যা ইচ্ছা লিখেন.. এবিতে ঘুরতে আসা বেশীরভাগই আও-ফাও পাবলিক(খালি আপনে আর আমি ছাড়া Smile ).. এদেরে যা খিলাইবেন তা-ই খাইব Smile.. বড়ই দিল-খোলা পাবলিক...

োয়েলকাম টু এবি Smile

৩০

আসিফ (অতিথি)'s picture


আপনি যার কথা বলছেন, তিনি সমকালে কালস্রোত পাতায় নিয়মিত লেখেন। আর হ্যাঁ, আমার যত মিতা আছে বাংলাদেশে, তাকেই আমি সবচেয়ে ভালো পাই (গায়ক আসিফ আর শুটার আসিফ এর কথা মাথায় রেখেই বলছি)। দেশে বিজ্ঞান জনপ্রিয়করণে তার বক্তৃতার কিছু অবদান অবশ্যই আছে

আমার নামের আগে-পিছে অবশ্যই কিছু না কিছু আছে। কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম হলেও হতে পারে ভেবে পুরো নামটা দিলাম না।

বাফড়ার লেখার পাংখা তো হইয়া আছি আগেই। স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ জানাইয়া তারে খাটো করবো না ভাবছি।

৩১

মেসবাহ য়াযাদ's picture


আমার নামের আগে-পিছে অবশ্যই কিছু না কিছু আছে। কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম হলেও হতে পারে ভেবে পুরো নামটা দিলাম না।

আপনের এই মন্তব্যটা সন্দেহ জনক। ঠিকঠাক নাম পরিচয় কৈবেন ? নাকী করসফায়ারে ফালানোর ব্যবস্থা করুম ??

৩২

নুশেরা's picture


অবশেষে!
তাঁতী কী বুনছেন? শাড়িটাড়ি হ্ইলে ক্লায়েন্ট কম না Big smile

৩৩

আসিফ's picture


তাঁতীর হাতে গরুর দড়ি। গরু সামলাইতে কুল পাইতেছে না, মাকু চালাবে কেমনে? Puzzled Puzzled

ধন্যবাদ আপু।

৩৪

হাসান রায়হান's picture


স্বাগতম।

৩৫

সাহাদাত উদরাজী's picture


ওস্তাদ, এখানে একজন ইংলিসে বাংলা লিখছে!
কিছু কন।

৩৬

মীর's picture


ঢাকায় থাকি, চাকরি করি, মুভি দেখতে/বই পড়তে/খেলা দেখতে পছন্দ করি, ভন্ডামি/অসততা অপছন্দ করি, কিছুটা অন্তর্মুখী, সহনশীল মনোভাবসম্পন্ন, কখনোই লেখালেখি করিনি ..

চিয়ার্স Beer

৩৭

শাপলা's picture


যাক আমি ভাবছিলাম,আমি একাই লিখতে পারি না। তাক্স মাঝে মধ্যে সাহস দেখাই।ঈমানে কইলাম, আপনি আমাভ চেয়ে অনেক ভালো লিখেছেন এবঙ লিখবেন।
ওয়েল কু।

৩৮

তানবীরা's picture


লেখা পড়তে ভালো লাগলো। স্বাগতম

৩৯

সাঈদ's picture


গায়ক আসিফ কি না , এই ডরে ঢুকি নাই । Steve ভাবলাম গান বাদ দিয়া লেখা লেখি শুরু করলো নাকি।

যাউগ্যা , হাত মা মাথা মুথা সব খুলে লিখতে থাকেন, শুধু গায়ে কাপড় চোপড় থাকলেই হইলো।

৪০

-bokhaTe-'s picture


avro nai, sob gulo bangla posT er majhe amar banglish posT amake lojjay fele dilo, dheki avro use korar try korbo joTo druTo somvob. r pora ta kono khatire na, shilper jonno bondhuTto ekTa bilashiTa..

bhalo thaka howk..

৪১

সাহাদাত উদরাজী's picture


এক দিনে অভ্র দিয়ে বাংলা লিখতে পারবেন।
যা টাইপ করছেন তাই করবেন, মাঝে থাকবে অভ্র (আমাগো মেহদী ভাই!)

কেন হেল্প লাগলে বলুন। আমরা আছি।

৪২

-bokhaTe-'s picture


udarjee bhai/bon- avro koi pabo ei help koren age. r jara posT dhekchen ba porchen tahader moddhe jodi modaraTor theke thaken- ami "bokhaTe" num ei ekti nick onek age theke apply kore rekechi , kinTu aj porjonto activation link pelam na- khola janalay keno ai rokom passport-visa lagbe ?

bhalo thaka howk.

৪৩

ভাঙ্গা পেন্সিল's picture


http://www.omicronlab.com/avro-keyboard-download.html

৪৪

আসিফ's picture


শাপলা আপু, তানবীরা আপু, হাসান রায়হান ভাই, মীর ভাই, সাঈদ ভাই - ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আলাদা করে না দিয়ে এক মন্তব্যে সকল ধন্যবাদ যুক্ত করে দিলাম। নতুন মন্তব্যের সংখ্যা কমালাম আর কি!

৪৫

তানবীরা's picture


না সবার সাথে দিলে হবে না, আমাকে আলাদা করে দিতে হবে Big smile

৪৬

আসিফ's picture


না না, আপনাকে আলাদাভাবে দিলে অন্যরা মাইন্ড খাইতে পারে Wink Wink

৪৭

মুক্ত বয়ান's picture


উইকি, হাফিংটন পোস্ট, গিজমোডো, মাশাবেল, টিএমজে, সামহয়্যারইন, সচলায়তন, আমারব্লগ, প্রথমআলো ব্লগ, নাগরিক, বাংলা ফোরাম, টেকটিউনস, প্রজন্ম ফোরাম, আমাদের ফোরাম, আমাদের গান
আল্লাহ'র দুনিয়ায় কত যে ওয়েবসাইট আছে!! আপনার কল্যাণে বেশ কয়েকটার নাম জানা হইল। Smile
ধইন্যা!!! Tongue Tongue
এবি'তে স্বাগতম। Smile

৪৮

রাফি's picture


স্ব্যাগেতুম।

৪৯

আসিফ's picture


থ্যান্কুম@রাফি এবং মুক্ত বয়ান

৫০

মামুন হক's picture


লেখাটা ছাল-চামড়াসুদ্ধ ভালু পাইলাম। বেশ মজা লাগলো আপনার স্টাইল। এখন দুমদাম করে আরও কয়েকটা জাতীয় জনগুরুত্বসম্পন্ন ব্লগ পয়দা করে ফেলেন Smile

৫১

পান্থ রহমান রেজা's picture


তাঁতীজীবন শিরোনামটা দেইখ্যা ভচকাইয়া গেছিলাম। জন্মসূত্রে আমি তাঁতী পরিবারের ছেলে। তাঁতও বুনানো পারি (এতোদিনে ভুলে গেছি হয়তোবা)। এইটা নিয়ে লেখার একমাত্র অধিকার তো আমার। পরে, পুরোটা পড়ে দেখি ঠিক আছে। আমার টপিক হাইজ্যাক হয় নাই। থ্যাঙ্কু!

৫২

-bokhaTe-'s picture


ভাং্গা পেন্সিল কে অনেক ধন্যবাদ লিং্ক টি দেবার জন্য ;

অনেকদিন পর. . . . বহুদিন পর বাঙলা টাইপ করছি, ভুল-ত্রুটি ক্ষমা করবেন.

এবং একই সাথে এটা একটি টেষ্টিং পোষ্ট ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.