একলা রাতের গান
ছবিটা দেখেছিলাম না হলেও বছর দশেক আগে, সনি টিভিতে। জুয়েল থিফ না রিটার্ন অফ জুয়েল থিফ এ ধরনের একটা সংশয় ছিল মনে। গানটা ইউটিউব থেকে নামাতে গিয়ে নিশ্চিত হলাম জুয়েল থিফ। ঐ সময়ের প্রচলিত গানগুলোর চেয়ে একেবারে ভিন্নরকমের সুর আর গায়কী। যদিও ক্রেডিট লাইনে সুরকার হিসাবে শচীন দেব বর্মণ এর নাম আছে তবুও ধারণা করা হয় এ গানটার সুর আসলে তাঁর সুযোগ্য সন্তান রাহুল দেব বর্মণ এর, যিনি পঞ্চমদা নামেই সমধিক পরিচিত। গীতিকার ছিলেন মজরুহ সুলতানপুরী আর গেয়েছেন আশা ভোসলে। যখন প্রথম শুনি, প্রথমেই মনে হয়েছিলো কী গান!!! আজ আবার শুনলাম, আবার মনে হল- কী গান!!! গানের মাধ্যমে সেনসুয়ালাইজেশন (বাংলাটা কি হবে?!) তৈরি করা, সহজ নয় নিশ্চয়! কোথায় যেন পড়লাম এ গানটা তার সময়ের চেয়ে বিশ বছর এগিয়ে ছিল - সুরে, অর্কেস্ট্রেশনে।
গানটার চিত্রায়নে আছেন দেব আনন্দ আর তনুজা, যিনি এ ছবির জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। সময় বিবেচনা করলে কোরিওগ্রাফী ভালই। তনুজাকে দেখে কে ভাববে তিনি বর্তমানে প্রায় অবসরে যাওয়া অভিনেত্রী কাজলের মা!! যাই হোক, অভিনেত্রী হিসাবে তিনি মধ্যম মানের, না তারও নিচে সে বিবেচনায় না গিয়ে গানটা উপভোগ করা যায়।
কথা:
রাত আকেলি হ্যায়, বুঝ গ্যায়ে দিয়ে
আকে মেরে পাস, কাঁনো মে মেরে
যো ভি চাহে কাহিয়ে, যো ভি চাহে কাহিয়ে।।
তুম আজ মেরে লিয়ে রুক যাও, রুত ভি হ্যায় ফুরসত ভি হ্যায়
তুমহে না হো না সাহি, মুঝে তুমসে মুহাব্বাত হ্যায় ।।
মুহাব্বাত কি ইজাজত হ্যায়, তু চুপ কিঁউ রাহিয়ে
যো ভি চাহে কাহিয়ে...
সাওয়াল বানি হুই দাবি দাবি উলঝান সিনোঁ মে হ্যায়
জওয়াব দেনা থা, তো ডুবে হো পাসিনোঁ মে
থানি হ্যায় দো হাসিনো মে, তু চুপ কিউঁ রাহিয়ে
যো ভি চাহে কাহিয়ে......
ভিডিওটা পাওয়া যাবে এখানে।
প্রথম পোষ্টের জন্য অভিনন্দন ভাইটি ধুমাইয়া লেখতে থাকুন।
গানটা এট্টু শুনলাম, ব্যাপক গান রে ভাই ধন্যবাদ শেয়ারের জন্য। ভালো থাকা হোক।
বস পোস্টটা প্রথম পাতায় নয় কেন? গানটাতো দারুণ ছিল।
আপ্নে খুব বেশি সময় দ্যান না, কিন্তুক আপ্নারে মিস্করি।
এইটা ড্রাফট ছিলো।
চেলসি নিয়া একটা পুস্ট দিমু ভাবছিলাম, মাগার চেলসি ড্র করছিলো অ্যাস্টন ভিলার লগে। মেজাজ খারাপ হওয়ার কারনে এটা নিজের ব্লগে রাখছি আর পোস্টের মান নিয়া একটা সংশয় তো ছিলই।
টাশকি খাওয়ার মতুই ঘটনাদি!!! আরে আজবববববব গতকালই দেখছি আপনার এই একটা পোষ্ট তাইনা মন্তব্যে ঐ কথা কইছিলাম এইটাদি আপনের ৩নম্বর পুষ্ট...গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতাসি রে বাপপপপপপপপপ নাদানের মন্তব্য মুছে ফেলা হউক। হুদাই ... পুলিশ ডাকলাম তারাই তদন্ত কইরা কউক ঘটনা পেজগী খাইলো কেম্নে
এইটা চাইর নম্বর!
অনেক ধইন্যবাদ কমেন্ট করার লিগা, কিন্তু খুজ পাইলেন কেমনে!! এইটা তো প্রথম পাতায় দেই নাই।
মন্তব্য করুন