'আনুকা'র পক্ষ থেকে আমরাবন্ধুর সবাইকে শুভেচ্ছা
'আনুকা' গ্রুপের পক্ষ থেকে আমরাবন্ধুর সবাইকে শুভেচ্ছা ও কুঁইয়রের স্বাদ জানাই। 
আমরাবন্ধুর উৎকর্ষতা জন্য 'আনুকা' গ্রুপ গঠন করা হলো। গ্রুপে নির্দিষ্ট পদ নেই। সবাই সমান। আনুকা এসেছে আ-শরাফ, কা-কন, ও নু-শেরা নামাংশ থেকে। শ্রুতিমধুরতার জন্য কানুআ, আকানু ইত্যাদি না গ্রহণ করে আনুকা নামকরণ করা হয়েছে।
গ্রুপের কিছু কাজ:
*নবীন ব্লগারদের ব্লগিঙ বিষয়ে সাহায্য করা।
*আমারবন্ধু'র কারিগরী সমস্যা চিহ্নিত করা ও ব্যবহারিক উৎকর্ষতা বাড়াতে পরামর্শ দান।
[নিত্যনতুন কর্মমালা যোগ করা হবে। আপাতত এটুকু]
===================================
মুক্তহাতে লিখি বাঙলা, অন্যবাস্তবে আঁকি দেশছবি
আমরাবন্ধুতে বাঙলাদেশের খুদে একটি প্রতিচ্ছবি
এসো ইচ্ছেখুশি সাজাই নিজপাতা
সাথে আছে 'আনুকা'র বন্ধুবারতা
===================================
সহবন্ধুরা সাথে থাকুন।





ধিক্কার জানাই কানু গ্রুপ ছিনতাই এর ঘৃন্য অপচেষ্টাকে
কমরেড, আমাদের সাথে থাকুন। ইতিহাস বিজয়ীরা লেখে।
ধুর আমি কুন্কালে আপ্নের কমরেড আছিলাম ; আজাইরা প্যাচাল বন করেন; লোকজন যখন ডব্লিউডব্লিউডব্লিউডটহেমায়েতপুরডটপাবনা পাঠায় দিব তখন প্যাচাল পাইরেন
মহামতী, স্বপ্নের কথা ভুলে যেও না। সাথে থাকার জন্য ধন্যু ধন্যু।
ওই গেলি না মডু ডাকুম!!!!
মহামান্য, আমি "তোমাদেরই লোক।" নতুন করে ডাক দেয়ার দরকার নেই, পাশে আছি।
আবার নিজের পোস্ট নিজে লাইকাইছো...
ছিহ্ আ ছিহ্
আপু আসলেই এ নিজে নিজে লাইকায় নাকি
তুমি অনেক চালাক। নিজে চুরি করে গৃহস্থকে বলো চোর ধরতে!
বন্ধুগণ
আপনারা জানের পাড়ায় পাড়ায় আ-এর ন্যায় কিছু আপদ যুগে যুগে কালে কালে বিচরণ করে আসছে। এরা দেয়ালে ইষ্টকখণ্ড দিয়ে বিশাল হরফে লিখে রাখে আবুল+হাছিনা তোমাকে ছাড়া আমি বাঁচিনা। অথচ সেই হাছিনা আবুলকে পুছিয়াও দেখেনা।
সেই একই কাহিনী এইখানেও ঘটিয়াছে। কানু গ্রুপের সহিত এই আনুকা বা আকানুর কোন সম্পর্ক নাই।
আমাদের কোথাও কোন শাখা নেই।- কানু গ্রুপ
সত্য ও বাস্তব মেনে নেয়ার দৃঢ় সাহস দরকার। কথার প্যাঁচে বন্ধুরা বিভ্রান্ত হবে না।
প্রিয় কানুগ্রুপ,
আমি কি এই গ্রুপে একটি সাধারন সদস্য পদ পেতে পারি?
বিণীতা,
এই অধমা
দিদি, আপনি অন্তত আমার পাশে এসে দাঁড়ান। অবশ্যই 'আনুকা' গ্রুপে যে কেউ সদস্য হতে পারে, বলা মাত্র হয়ে যায়! আপনাকে পেয়ে আনন্দিত হলাম।
ইস্ক্রিনশট নিয়া রাখলাম। কখন কী হয় বলা যায় না!
আব্বে, কেউ নাই?
প্রিয় ব্লগবাসি ভাই ও বোনেরা, দুলাভাই ও ভাবিরা, আঙ্কেল ও আন্টিগন, নানা ও নানীরা,
গতকল্য বিখ্যাত ব্লগার মুকুল এর
ভেতর-বাহির ( দ্বিতীয় পর্ব) -- http://www.amrabondhu.com/mamunmaziz/337#comment-7684 -- পোস্টে আমি কাঁকন সর্বপ্রথম প্রস্তাব উত্থাপন করি একটি দিবসের:
কাঁকন | ফেব্রুয়ারী ২, ২০১০ - ৪:২১ পূর্বাহ্ন
আপু কালকের ঐতিহাসিক দিনে আমাদের দুইজনের অবদান স্বরন রাখার নিমিত্তে একটা
বিশেষ দিবস ঘোষনার জন্য আমরাবন্ধুর কর্তৃপক্ষ বরাবর আবেদন জানাইলাম
সুখ্যাত ব্লগার নুশেরাপু (যদিও তারে আমার আন্টি ডাকা উচিৎ) সেই প্রস্তাবের দিকনির্দেশনা দেন এবং কানু গ্রুপের ঘোষনা পত্র পাঠ করেন:
নুশেরা | ফেব্রুয়ারী ২, ২০১০ - ৪:৩৮ পূর্বাহ্ন
ব্যাপার্স না। আমরাবন্ধুর ব্লগদিবস বছরের ৩৬৫ দিনই হবে। ১লা ফেব্রুয়ারী
কাঁকন, নুশেরার নামের আদ্যক্ষর দিয়া কানু-দিবস পালন করা যাইতে পারে।
তারপর প্রখ্যাত ব্লগার আমরাবন্ধুর প্রথম পোষ্টক প্রতুদা কানুগ্রুপকে স্বিকৃতি দেন (http://www.amrabondhu.com/tutul/338
পিকনিক:: আগামিকল্য অনুষ্ঠিতব্য পিকনিক
বাতিল করা হলো
-- )এবং কানুগ্রুপের অনুপস্থিতিতে ব্লগ পিকনিক বাতিল করার কথাও ভাবেন কিন্তু কানু গ্রুপ হীন - স্বার্থপর নয় তারা পিকনিকে অনুপস্থিত থাকিয়াও পিকনিকের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে; কোন কোন ফল দিয়া আঘাত করলে ফলাঘাত বেশি কার্যকর হবে এই বিষয়ে গুরুত্বপূর্ন মতামত দিয়া নুশেরান্টি থুক্কু আপু কানু গ্রুপের পক্ষ থিকা উপদেষ্টার দায়িত্ব পালন করেন:
পিকনিক:: আগামিকল্য অনুষ্ঠিতব্য পিকনিক
বাতিল করা হলো
লিখেছেন: টুটুল | ফেব্রুয়ারী ২, ২০১০ - ১২:৪৪ অপরাহ্ন
বন্ধুরা...
অত্যন্ত দু:খের সহিত জানাচ্ছি যাচ্ছে যে, আগামিকালের পিকনিক বাতিল বলে
ঘোষনা করা হয়েছে। আপনারা যারা চাঁদা প্রদান করিয়া গোঁফে তা দিচ্ছেন তাদের
এখন বসে বসে গোঁফ ছির্তে অনুরোধ জানানো গেল। যাদের গোঁফ নাই তারা কি করপে
তাহা ‘কানু’ গ্রুপ অতি শিঘ্রই জানিয়ে দিবে।
আজ সকালে এসে দেখি
'আনুকা'র পক্ষ থেকে আমরাবন্ধুর সবাইকে
শুভেচ্ছা
-- আনুকা গ্রুপের ব্যাপারে আমার কোন আপত্তি নেই আনুকা কেন মেনকা রম্ভা গ্রুপ খুললেও আপত্তি নেই কিন্তু এর সাথে কানু গ্রুপের সংস্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে যেটা ডাহা মিথ্যে ; কানু গ্রুপ কানু গ্রুপ ই আছে তা আ এর সাথে মার্জ হয়ে আনুকা হয়নি; তাই বন্ধুরা নকল হতে সাবধান; আসল কানু গ্রুপের সাথে থাকুন; আনুকা গ্রুপ কে ধিক্কার জানান।।
ফাউল ক্যাঁচাল করবেন না! মানুষ এখন অনেক সচেতন।
golla, Ektu Amar oi post-ta te jao. ekta kotha boli.
আবার শুরু হইলো কাইজ্জ্যা?
মহাত্ন, দেখুন মানুষ কতো নির্লজ্জ হতে পারে! আমি না হয় একটু চুপচাপ থাকি, তাই বলে অন্যায় মেনে নিতে পারি না!
আশবাফ বেচারা! এতো কান্ডাকাটি কইরাও কানু গুরুপে যোগ দিতারলনা। এক কাজ করতারেন আসবাফ, গ্রুপে নেয় নাই তো কি হোইষছে কানু গুরুপের আরভি হয়া যান।
কচুদা, আরভি কী জিনিস? আপনাকে 'আনুকা' গ্রুপের ফটোগ্রাফারের দায়িত্ব দেয়া হলো!
দেখি কে জেতে
কমরেড, আপনাকে পাশে পেয়ে ভালো লাগল।
হা হা হা হা হা হা হা কমেন্টগুলায় ব্যাপক মজা পাওয়া গেল।
কমরেড রাকিব, উপস্থিতি ও উৎসাহ দিয়ে 'আনুকা' গ্রুপকে দৃঢ় করার জন্য ধন্যবাদ জানাই।
আপনাদের খুনসুটি দেখতে দারুণ লাগছিলো। চালিয়ে যান।
ভ্রাতা, এটি খুনসুটি নয়। আমরা চির অনির্বাণ থাকব, আমাদের সাথে চলার জন্য কৃতজ্ঞতা জানাই।
Normal
0
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Times New Roman";}
Avcbvi Ae¯’v †hb Avkivdz‡ji gZ
bv nq , Rxe‡b GKevi †mÂzix K‡i
†mB †h djc
জমিদার কি কইতে চায়
বকেয়া খাজনার নুটিশ দিছে আশরাফরে
আইয়া সারতারেনা, গুরুপ কৈরালছে....ওরে বুকা মানব.....এ জীবনে তুমার আর মানুষ হওয়া হৈলো না....
কমরেড বিলাই, আমাদের সাথে থাকুন। বিপ্লব অনিবার্য!
আনুকা গ্রুপ (আমা) র সংগ্রামী সভাপতি আশরাফ মাহমুদকে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন
হা হা। নানা আপনাকে আমাদের উপদেষ্টা বানানো হলো। আপনার দোয়ায় আমরা আশা করি আনুকা গ্রুপকে সমৃদ্ধ করতে পারব।
মন্তব্য করুন