দেখতে দেখতে এক বচ্ছর হয়ে গেল...
) 
========================
এইতো সেদিন...এখনো মনে হয় সেদিনই আমরাবন্ধু ব্লগে নিবন্ধন করেছি। দেখতে দেখতে এক বৎসর হয়ে গেল! 
আহা! কী সব দিন ছিল। সেইসব মায়ামুখী ব্লগার, সেইসব স্মৃতি। আজ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
অনেকের সাথে একান্ত সময় কেটেছে, কারো সাথে টুকটাক গুঁতোগুঁতি-ও হয়েছে বটে (অবশ্য এটা আমাদের ভার্চুয়াল জীবনেরই অংশ)। সবাই নিজগুণে ক্ষমা করে দিয়েন।
আবারো সবাইকে এক বছর পূর্তির (কিংবা ফূর্তির) শুভেচ্ছা।
========================





আপনাকে অভিনন্দন ভাইয়া! ইশশশ আপনার এ-ক ব-ছ-র হয়ে গেছে!!! আমি মাত্র এই সেদিন এসেছি
আল্লা আমার যে কবে এক বছর হবে আর এরকম পোস্ট দিতে পারবো
===========================================
এই ব্যাটা, থার্সডে নাইটেই বোতল শেষ করে ফেলছো???
এক বছর উপলক্ষে আজ মনটা ভালো আছে। যাও, দোয়ার করে দিলাম। খুব শীঘ্রই তুমি বর্ষপূর্তির পোস্ট দিতে পারবে।

=================
একটা পানির বোতল তো সবসময় হাতের কাছে থাকে! পানি খাইতে পারুম না?
আপনার মতন প্রাগৌতিহাসিক ব্লগারকে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে; আগে আপনি কত সুন্দর আড্ডা পোস্ট দিতেন এবং পচাতি খেতেন; এখন আর দেন না কেন? পুরোনো ব্লগারদের পোস্টে আপনাকে পচানোটা খুঊঊব মিসকরি ভাইয়া।
অভিনন্দন; এভাবে আপনি শতবর্ষ পোস্ট ও দিয়েফেলতে পারবেন
এটা বয়েসের লক্ষণ। বয়সকালে এইসব করলে লোকজন বুড়াভাম বলবে! আমি আবার মেয়েদের কথা ফেলতে পারি না, দিমু একটা।
আশরাফ মাহমুদ | মার্চ ৫, ২০১০ - ৭:২৯ পূর্বাহ্ন আমি আবার মেয়েদের কথা ফেলতে পারি না, -- ভাইয়া এক বৎসর আগে নকি কেউ এধরনের মন্তব্য করলে তাকে দুষ্টু ব্লগার রা লুল বলতো, সত্যি নাকি?
ধুর আপনা লোকের কাছে এইসব কথা লুলামি বলে না। তুমি নয়া ব্লগার, এখনো লুলামির সংজ্ঞাই জানো না।
কাক্না তুমি লাইক্কর্ছো এই পোস্ট?
আমি নিয়মিত বাঙালী দোকান থিকা রুচী চানাচুর খাই আপু; চাইলে এখন লাইক্কইরা প্রমান করতে পারি আগে লাইক্করিনাই
করো।
হুমমম। এক বছর পার করছে কিন্তু অভ্যাসটা ছাড়তে পারেনাই। এবি'র আনঅফিসিয়াল হ্যাকার ভাঙ্গারে বলতে হবে কে কে পোস্ট লাইক্কর্ছে সেইটা বাইর করার কোন তরিকা থাকলে যেন আমগোরে জানায়।
খোদার কসম আমি নিজের পোস্ট নিজে রেটিং দিই না। পারলে ইস্ক্রিনশট দিমু।
=====================
নুবু হইল গিয়ে সুঁইয়ের মতো। ঝামেলা বাঁধায়ে মজা দেখে।
একজন প্রবীণ ব্লগার হিসেবে একটা উপদেশ রইল: অযথা সন্দেহবাতিকতা খুব ভালো জিনিস না।
ফটোশপের কাজ খুবি ভালো হয়েছে ভাইয়া; আপনার এই ফিল্ডের প্রতিভার কথা জান্তাম ই না; আপনি তো বহুমূখী(বানান ঠিক হইছে?) প্রতিভা
খাঁড়ু, তুমি-ও আমারে চিপায় ফালালে মজা করতেছ। এইসব আমাকে দেখতে হচ্ছে।
(
ফটোগ্রাফি আর ফটোশপ দুইটাতেই আশরাফ সিদ্ধহস্ত বোঝা গেলো
@ নুবু
আসলে ফটোশপ শিখতে হবে। দরকার আছে। গ্যাঁদার বাপরে বলেন আমারে শিখাইতে।
তোমার কাজ দেখেই বুঝা যায় তুমি প্রফেসর কনফিউশান কন্টিনিউয়াস ফটোশপ অ্যান্ড স্ক্রিনশট স্কুলের গ্র্যাজুয়েট
ধুর, তার কাছে গেলে তো কনফিউজড হয়ে যাব (আপনার ভাষ্যমতে
)। গ্যাঁদার বাপ আপনা লোক, আমি তার কাছে শিখতে চাই। গ্যাঁদার কাছে ছবি আঁকা শিখব, তার বাপের কাছে ফটোশপ। আর বুবুর কাছে গান গাওয়া। আহা কী আনন্দ আকাশে পাতালে!
) 
আমারো এইটাই মনে হইছিলো আপু
খাড়ু কে ভাইয়া যেই হোক আপনাকে চিপায় ফেলা তার একদম উচিৎ হয় নি; তাকে ধিক্কার জানাই; ভাইয়া আপনি ফটোশপের কাজ কোত্থেকে শিখেছেন? আমাকে শেখাবেন ভাইয়া.....
আগেই তো বল্লাম যে আমি মেয়েদের না বলতে পারি না।
অবশ্যই শিখাব; জ্ঞান তো বিতরণের জন্যই। তবে আগে নিজে শিখে নিই। আশা করছি আগামী পাঁচ বছরের মাঝে শিখে ফেলতে পারব।
প্রমাণ দিলাম।
পাগলে কি না কয় - আশ্রাফে কি না পোস্টায়
টাইম টাই লস
নামের বানান খেয়াল কৈরা।
বুঝলাম আপনি পরশ্রীকাতর ব্লগার।
ওহ রিয়েলি স্যরি চাচা । আসবাব এর জায়গায় আশ্রাফ লিখে ফেলেছি । গোড়ালির বয়সী ভেবে মাফ করে দিবেন পিলিজ ।
বুঝলাম। আপনি ত্যাদড় আছেন এক্টু। ব্যাপার্না, আম্রা ঠিক কইরা লুম।
আপু আপনি প্রাগৌতিহাসিক আশ্রাফ ভাইআআআআ কে আশ্রাফ বলছেন আপনার কি দুইবছর পূর্তি হয়ে গেছে ?
উনি এই মাত্র বোতল শেষ করে উঠলেন।
Its modernism . কব্বরে পা দিলেও নাম ধইরা কওন যায় ।
হ, আপনে তো আবার আধুনিক।
নিমকহারাম লোকজন। কেউ এখন পর্যন্ত শুভেচ্ছা জানালো না।
আমিকিন্তু ভাইয়া আমারপ্রথম কমেন্টে অভিনন্দন জানিয়েছি ওটা শুভেচ্ছার সমার্থক ধরে নেবেন
তুমি খুব ভালো মেয়ে। তোমার ইমেইল ঠিকানাটা কি পাওয়া যাবে?
হেপ্পি বর্ষপূর্তি!!
তয়, বুঝলাম না, মডুরা বর্ষপূর্তি পোস্ট দেয় না, আপনের বছর পুরায়ে গেল ক্যামনে!!!
আমি হইলাম গিয়ে আসল মডু।
আপনার কোন আবদার থাকলে গোপনে জানায়েন, ঠিক হইয়া যাইব।
মাঝে মাঝে মন্তব্য করলে কয়, "মন্তব্যের ঘর ফাঁকা আছে।" এইটা ঠিক কইরেন!!!

ভাইজান, আপনি মডু আর ডেভু এর মাঝে পার্থক্য কী সেটা জানেন না।
আমি পোস্ট মডারেট করি, পোস্ট ঠিক করি না। 
অভিনন্দন।
প্রায় ২ বছর পর আপনার ব্যান ওঠালো তাহলে? আপনার বউ কেমন আছে?
নানা ভাইয়া কে লুলামির জন্য ব্যান করেছিলো?
ভাইয়া ভাবীকেও ব্লগে নিয়েআসুন
ব্যানতো লুলামির জন্য তোমাকেও করসিলো। তুমি ঠিক ছাড়া পেলা। মডুও মনে হয় লুল
নানার বুড়া বয়সে স্মৃতিবিভ্রাট হইতেসে
কানুগ্রুপের নামে অপপ্রচার ছড়ানোর জন্য আপনাকেও তো একবছর ওয়াচে রাখছিলো
তাও তো দেখেন আপু এতটুকু শোধরায় নাই নিরাপদ হয়েই নতুন উদ্যমে শুরু করেদিসে
স্ক্রিন শট এলার্্ট
এরা ফিউশনের সাথে থাকতে থাকতে এখন ইস্ক্রিনশটের ভয় দেখায়। নানা, দেখলেন কত বড় খবরদারি!
কাঁকনা, তোমার উনারে ব্লগে আনো। তারপর শুধু ভাবী না, ননদ-ভাসুর সব আসবে।
নবাগতরা না জানলে কি হবে, অভিজ্ঞ ব্লগাররা ঠিকই অতীতের আসল ঘটনা ফাঁস করে দিচ্ছে, সামলে আশরাফ
যত ঘড়যন্ত্রের মূল হলে তুমি। ওয়েট এ্যান্ড সী। তোমারে পচানির ব্যবস্থা করছি।
খাইছে। ঘড়যন্ত্র = ষড়যন্ত্র।
)
নানা, আপনি সাথে আছেন। দেখবেন একদিন আনুকা গ্রুপের এই দুই পাপিষ্ঠারে বশে আনতে পারব।
(
==============
বউের কথা বলে খোঁটা দিলেন নাকি? খোঁটা কিন্তু আপনার উপরই পড়ে, এতদিন হয়ে গেল নাতির জন্য একখানা মেয়ে দেখতে পারলেন না।
খেয়ে ঘুম দিব, এরকম ভাবনা ছিল। সে সুযোগে লোকজন এইসব শুরু করছে, বলি মুরব্বী হইছি বলে আগের মতো বকাবকি করি না বলে লাই পেয়েছ নাকি?
বুড়া মানুষ। এখন ঘুমান।
আমরা বন্ধু ব্লগে আপনার (কততম?) বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে পেরে খুউব ভালো লাগতেছ। গত সপ্তাহে এবিতে যোগ দিয়ে আজ নিজেও ইতিহাসের অংশ হয় গেলাম। বিষয়টা ভাবতেই বার বার শহরিত হচ্ছি। ইশশ ভাইয়া আপনাদের দিক নির্দেশনায় বাঙলা ব্লগ আজ ... ... ভুইলা গেছি
টুটুল ভাই, দেশে কি তেলের দাম কম? তেলটা বেশি হয়ে গেল না?
বাঙালীর কাছে টাকা কোন বাপার্না
... আর তেলের কোন সাইড ইফেক্ট নাই 
ইয়ে টুটুল ভাই, আপনার টাকার থলে বহন করার জন্য কুলি লাগবে?
সরিষার তেল আছে? আনুকা গ্রুপের দুই পাপিষ্ঠারে বশে আনতে হবে। 
চিলির ভূমিকম্পে নাকি পৃথিবীর এক্সিস ঘুইরা দিনের সময়কাল কয় মাইক্রো সেকেন্ড কইমা গেছে আর আশরাফের আবিষ্কারে ৪ সপ্তাহ ৪ দিনে এক বৎসর হয়
আরে ধুর, আমার কাছে অংক শিখবে কেন? আমার কাছে শিখবে গণিত, ক্যালকুলাস- তাহলেই তো ৪ সপ্তাহ ২ দিনের মিলিয়ে এক বছর করার পন্থা জানবে।
এপূর কাব্য ম্যাথ পুষ্ট খান দেখেন নাই?!!!
সবাই দেখি অঙ্কের সাবমেরিন হয়া যাইতাছে!!!
আমি বলগে নতুন... লাইক করতে হয় কিভাবে ভাইয়া একঠূ ভলবেন কি? আফনার পোশঠ আমার কুব বালো লেগেচে । আমি লাঈক খরতে ছাই!
আপনি আগে ব্লগ-উপযোগী কথা বলা শিখেন।
এই ব্যাটা, থার্সডে নাইটেই বোতল শেষ করে ফেলছো???
খেক খেক!
পানির অপর নাম জীবন। পানির বোতলের অপর নাম ভালো পোস্ট।
অংকের গলিঘুঁপচিতে আনাগোনা করতে করতে দেশ এগিয়ে যাচ্ছে..........ভাবতে ভালই লাগে....
আপনার মতো মনোযোগী নাগরিক দরকার।
সুন্দর পোস্ট ,মানুষজন যে ক্যান ফাইজলামি কর্তেসে বুঝলাম্না ...
।
আপনি খুব সচেতন মানুষ। ধন্যু।
স্যারে কি সব ব্লগে কাব্য পোস্টান আর এদিকে আইয়া আব জাব দেন !
এই আশ্রাফ রে কেউ এইখান থেকে তাড়ান
X(
সব ব্লগেই কমবেশি দিই। সবার লগে খাতির রাখা ভালো।
যাক এতদিনে টাইম মেশিনের সন্ধান পাইলাম...আসবাব ভাই নিজের নামে এইটা পেটেন্ট কইরা রাখেন। এই সুযোগে কুনো একদিন ব্লগে ৫০০ বৎসর পূর্তির পোষ্টটা দিয়াই দিমু ইনশাল্লাহ্।
ভাইজান কি চেনাজানা কেউ? নাম নিয়ে মস্করা করা ঠিক না।
ভালো বুদ্ধি, এটা নিয়ে একটা সাইফাই লিখে ফেলেন। 
ভুইলা গেলেন যে "আমরা বন্ধু"!!!
একটা সামুরাই তলোয়ার হাতের কাছে পাইয়া গেলেই...সাইফাই...
হা হা। শুরু করে দেন।
অভি কমেন্ট টা এখানে পেস্ট করে দিলাম ।
--
হেত্নাভাসিত - এই শব্দ টা নিয়ে যে মজা লাগছে না , কথাটা মিথ্যা না । প্যারাডক্স / ফ্যালাসি এর বাংলা আমি জানতাম না
---
আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বাংলার অনেক কিছুই এই চক্রে চলে আসে কিনা - সে ব্যাপারে আমরা কি বিচার করবো ? - এটা আপনার কাছে প্রশ্ন না , নিজের কাছেও ।
--
অট - এইবার আমরা দুইজন ই সিরিয়াস ।
ফ্যালাসির বা প্যারাডকসের ভালো বাঙলা আমি-ও জানতাম না। মাঝে কিছুদিন যুক্তিবিদ্যার উপর হালকা পড়াশোনা করেছি- সে সময় কিছু শব্দ বা ব্যাপার বাঙলাতে বুঝতে চাচ্ছিলাম (আমি একটি বাঙলা শব্দ দেখে বিষয়টা আবছা ধারণা করতে পারি, অন্য ভাষায় সেটা অনেক সময় পারি না)। সেকারণে ঘাঁটাঘাঁটি শুরু করি; এছাড়া অনেকের লেখায় শব্দগুলো এসেছে। তখন ধরতে না পারলে-ও পরে বুঝলাম যে ঘটনা কী।
যাইহোক, ফ্যালাসির নানা বঙ্গানুবাদ বিদ্যমান- কুযুক্তি, যুক্তির নষ্টামি, হেত্বাভাস (রবীবাবু সম্ভবত ব্যবহার করতেন) ইত্যাদি। আর প্যারাডকসের ভালো অনুবাদ 'হেঁয়ালি' ধরে নেয়া হয়েছে (হেয়ালি না কিন্তু!)।
=========================
"বাংলার অনেক কিছুই এই চক্রে চলে আসে কিনা - সে ব্যাপারে আমরা কি বিচার করবো?"
আপনার এই লাইনটা পুরোপুরি বুঝি নি। কোন চক্রের কথা বলছেন? হেত্বাভাসের চক্র? এর সাথে শিল্পকলা ও বিজ্ঞানের বিষয়টা?
=====================
আমি বরাবরই সিরিয়াস ও মজারু- যে যেভাবে নেয়।
১ বছর পূর্তি উপ্লক্ষ্যে পার্টি দিচ্ছেন কবে ?
সেকি, পার্টি তো গতকালই হয়ে গেছে! দেখছেন না লোকজন ক্লান্ত হয়ে আজকে অফ আছে।
ভাইজানের পোষ্ট পইড়া মনে হইছিলো যে মাথার স্ক্রু বোধ হয় হারায়া গেছে। এখন দেখি কমেন্ট পড়তে গিয়া আমার মাথার স্ক্রু নড়াচড়া করতাছে।
হা হা। বেলীপা, প্ল্যাম্বাররে খবর দিই?
বর্ষপুর্তি!! দুইদিন আগেও মনে করছি মাস পুর্তি!!!!
দিন কত তাড়াতাড়ি যায়, মানুষ তবু বুড়া হয় না কেনু???
চামে নীড় ভাইয়া কি নিজেরে তরুণ বলতে চাইলেন?
অভিনন্দন!
মেলাদিন পর সেই পরিচিত প্রো.পিক দেখলাম!
দেখতে দেখতে কবে চুল নইড়া দাঁত পইড়া যাবে টের পাবে না গো টের পাবে না
দিদি কি অভিশাপ দিলেন, নাকি অভিশাপ দেয়ার চেষ্টা করলেন?
চুল নইড়া না চুল পাইকা?
মন্তব্য করুন