একটি আত্মরতিমূলক পোস্ত
গান: অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
===================
বিকেলের আনাগোনা একটি পথে হারায়
অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
চাপা স্বভাবে কমল নীরবে কী বলা যায়
জানাতে গেলে-ও না জানার দোলায়
ঝুলে থাকি ভ্রান্তি নিয়ে কেয়াবনে পথ হারানো
অন্য খোঁপায় তবে বিকেল না হয় মনমাড়ানো
একটি তারা ঘুমিয়ে পড়বে একা
একটি তারা তার চোখের পাহারা
একটি চাঁদ লুটিয়ে আসবে বাঁকা
একটি চাঁদ বিহারে জোছনাধারা
হাত চলকে টেবিলে কফি পড়ে গেল খানিক
ঠোঁট চলকে কয়েকটি চুম্বন
শুধু বিকেলটুকু তোমার তারে বাঁধা অনেক
খোঁপা ও বিকেল যেন তারগ্রহণ
১২/১/২০১০
=================
সচলে প্রকাশ করেছিলাম সপ্তাহ দুয়েক আগে। প্রথমে মাহবুব মুর্শেদ ভাই ও পরে রাহিন হায়দার সুরারোপে আগ্রহ প্রকাশ করেন।
আমি ভেবেছিলাম মজা করার জন্য বলা। পরে রাহিন ভাইয়ের সাথে বার্তা চালাচালিতে সত্যি হয়ে উঠে।
গান লেখা, রাহিন ভাইকে একটা গুঁতো দেয়া ছাড়া বিশেষ কৃতিত্ব নেই আমার! সুর, সংগীত ও গেয়েছে সে নিজেই।
পরে সামুতে প্রকাশিত হয়। অনেকে শুনতে আগ্রহী ছিলেন। আমার গলা আখাস্তা, তাই আশায় ছিলাম কেউ বললে হয়ত....সেদিন রাহিন ভাই জানালেন যে কাজ শেষ।
শুনতে এখানে গুঁতো দিন।http://www.esnips.com/doc/a850cbb6-6e7f-40a4-9fb6-cabe567bb2cc/Aohong-%5BDemo%5D Get this widget | Track details | eSnips Social DNA
সুর, সংগীত ও শিল্পী: রাহিন হায়দার
আগ্রহী ব্যক্তিরা এই পোস্টটি ও এখানে টু মারতে পারেন। স্মরণীয় যে এটি ডেমো সংস্করণ।
অফিসে আছি বলে শুনতে পাররাম না, বাসায় গিয়ে শুনবো। অভিন্দন জানিয়ে গেলাম।
অনুগ্রহ করে জানাবেন। সুবর্ণা, ধন্যবাদ জানাচ্ছি।
গান খানা সচলেই শুনেছি। লিরিকস আসলেই জোস, গানে বাঁশিটাও সেরাম লাগছে। তবে অর্ণব অর্ণব ধাঁচটা ভাল লাগে নাই। অর্ণব ধাঁচের গানগুলায় লিরিকস বেশ অস্পষ্ট হয়ে যায়, শুনতে আর বুঝতে কষ্ট হয়। তারপরেও আরো গান আশা করছি।
আমার তো গানটার সুরে শিরোনামহীন ব্যান্ডের ধাঁচে করা মনে হইলো@ভাঙা
উচ্চারণে কিছু র>ড় হইছে, নাকি আমার শোনার ভুল বলো তো?
আপু আমারো মনে হইছে কিছু র ড় হইছে ; আগের লাইনে ড় থাকায় পরের লাইনের র গুলাও ড় ঘেসা লাগছে; এইটা আবার নতুন স্টাইল ও; তবে গায়করে ধইন্যা নিজ চলকে রে ছলকে গাওয়ার জন্য;
@ খাঁড়ু
গাওয়ার সময় সম্মতিক্রমে গীতিকথার কিছু অংশ পরিবর্তন করেছি। আরো হতে পারে সমাপনী সংস্করণে।
@ নুবু
এটা খসড়া সংস্করণ। সমাপনী সংস্করণে চেষ্টা থাকবে সীমাবদ্ধতাটুকু কাটিয়ে উঠার। রেকডিঙের সময় কারিগরী ক্রটি-ও ছিল।
নাহ, সুর ইন্সট্রুমেন্টেশন কোনোটাই শিরোনামহীনের ধারেকাছে না। বরং অর্ণব মার্কা ননসেন্স গান না দেখে হয়তো শিরোনামহীন মনে হচ্ছে।
অর্নব রে ননসেন্স বলায় ধিক্কার জানাইলাম; তার প্রচুর ননসেন্স গানের মাঝেও কিছু অসাধারন গান আছে; ননসেন্স মার্কা পরীক্ষা নিরীক্ষা ছাড়া এইসব অসাধারন গানও আসতো না
খিয়াল কইরা, অর্নবরে ননসেন্স বলি নাই। অর্নবের ননসেন্স মার্কা গানের কথা বলছি। ওর কিছু গানের কথা শুনলেই বুঝবেন ননসেন্স, কোনো অর্থ নাই। অর্নবের গান আমিও ভালু পাই, তবে গানের সুরের চাইতে কথা আমারে বেশি টানে। তাই ওর অনেক ননসেন্স গান বিরক্ত লাগে।
আমার কাছে তেমন 'অর্ণব অর্ণব' লাগে নি। অবশ্য ইদানীং তার গান শোনা ছেড়ে দিয়েছি ভালো লাগে না বলে।
গীতিকথা নিয়ে সংশয়ে ছিলাম, প্রচলিত গানের মতো করে লেখা হয় নি। ভেবেছিলাম, লোকজন কীভাবে নিবে! কেটে গেল।
পেন্সিল, এটা খসড়া সংস্করণ। কীরকম লাজুক পরিস্থিতিতে করা সেটা বিস্ময়। আপনার মন্তব্য কাজে লাগবে। ধন্যু।
যেম্নেই হোক, গানের সুরটা কানে বেশ লেগে আছে। অনেক ত্রুটি সত্ত্বেও গানটা আমার গানপাখির টপলিস্টে আইসা পড়ছে
'গানপাখি' জিনিসটা কী জিনিস?
ইয়ে, আমি নিজে-ও অনেকবার শুনছি। নার্সিসাস ব্যাপার!
songbird
এই ব্যাপারে জানতাম না, সফটওয়্যারটা নামাইলাম।
যে কথাটা বলতে ভুলে গেছি, রাহিন হায়দারের কণ্ঠ খুব ভাল লেগেছে!
না শুইনাই অভিনন্দন!
ডাউনলোড করতে পারি কিনা, দেখি!
শুনলাম। ফাটাফাটি! এইরাম আরো চাই।
মুকুল ভাই, সেই প্রথম থেকে আপনার উৎসাহ আমার খুব ভালো লাগে।
ভাল্লাগলো
শোনার চেষ্টায় আছি ভাঙ্গা নেট নিয়া...অভিনন্দন দিয়া গেলাম, না শুনতে পারলে ফেরৎ নিয়া যাবোনে আবার
শাওনবিলাই, শুনে জানাবেন কিন্তু।
গানটা খুবই ভালো লাগলো। কবিতাটাও। ধন্যবাদ আপনাকে।
লোকেন, প্রীতিমুগ্ধ হলাম।
বাসায় যাইয়া শুনপো... আপিসে শুন্লে চাক্রি থাকপে না
আমার অফিসে গান শোনা যায় না
সেকি! অফিসরে আইপিসহ ব্যান করেন।
আরে গানটা সুন্দর হইছেতো?
... ডাউনলোড অপশন যেহেতু আছে সেহেতু ধইরা নিলাম যে ডাউনলোড করে নেয়া যাবে... নাকি?
জোশ
এইটা কি ফাইনাল রেকর্ডি? নি:শ্বাস নেয়ার শব্দটা চইলা আইছে... আর সব জোশ হইছে
টুটুল ভাই,
আরে না এটা খসড়া সংস্করণ। সমাপনী সংস্করণে কাজে লাগবে আপনাদের পরামর্শ। আরো কিছু গানের কাজ চলছে।
অবশ্যই। নামায়ে নেন। শুনেন, অন্যরে শুনান।
দারুন হয়েছে। রাহিন আর আসবাব দুজনকেই অভিনন্দন
তানুদি,
আমিনন্দনের জন্য কৃতার্থ।
জয়িতা, শুভেচ্ছা জানাই।
নীড়, ধন্যু জানাই।
মন্তব্য করুন