ইউজার লগইন

একটি আত্মরতিমূলক পোস্ত

গান: অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
===================

বিকেলের আনাগোনা একটি পথে হারায়
অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
চাপা স্বভাবে কমল নীরবে কী বলা যায়
জানাতে গেলে-ও না জানার দোলায়
ঝুলে থাকি ভ্রান্তি নিয়ে কেয়াবনে পথ হারানো
অন্য খোঁপায় তবে বিকেল না হয় মনমাড়ানো

একটি তারা ঘুমিয়ে পড়বে একা
একটি তারা তার চোখের পাহারা
একটি চাঁদ লুটিয়ে আসবে বাঁকা
একটি চাঁদ বিহারে জোছনাধারা

হাত চলকে টেবিলে কফি পড়ে গেল খানিক
ঠোঁট চলকে কয়েকটি চুম্বন
শুধু বিকেলটুকু তোমার তারে বাঁধা অনেক
খোঁপা ও বিকেল যেন তারগ্রহণ

১২/১/২০১০
=================
সচলে প্রকাশ করেছিলাম সপ্তাহ দুয়েক আগে। প্রথমে মাহবুব মুর্শেদ ভাই ও পরে রাহিন হায়দার সুরারোপে আগ্রহ প্রকাশ করেন।
আমি ভেবেছিলাম মজা করার জন্য বলা। পরে রাহিন ভাইয়ের সাথে বার্তা চালাচালিতে সত্যি হয়ে উঠে।
গান লেখা, রাহিন ভাইকে একটা গুঁতো দেয়া ছাড়া বিশেষ কৃতিত্ব নেই আমার! সুর, সংগীত ও গেয়েছে সে নিজেই।

পরে সামুতে প্রকাশিত হয়। অনেকে শুনতে আগ্রহী ছিলেন। আমার গলা আখাস্তা, তাই আশায় ছিলাম কেউ বললে হয়ত....সেদিন রাহিন ভাই জানালেন যে কাজ শেষ।

শুনতে এখানে গুঁতো দিন।http://www.esnips.com/doc/a850cbb6-6e7f-40a4-9fb6-cabe567bb2cc/Aohong-%5BDemo%5D Get this widget | Track details | eSnips Social DNA
সুর, সংগীত ও শিল্পী: রাহিন হায়দার

আগ্রহী ব্যক্তিরা এই পোস্টটি ও এখানে টু মারতে পারেন। স্মরণীয় যে এটি ডেমো সংস্করণ।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

সুবর্ণা's picture


অফিসে আছি বলে শুনতে পাররাম না, বাসায় গিয়ে শুনবো। অভিন্দন জানিয়ে গেলাম।

আশরাফ মাহমুদ's picture


অনুগ্রহ করে জানাবেন। সুবর্ণা, ধন্যবাদ জানাচ্ছি।

ভাঙ্গা পেন্সিল's picture


গান খানা সচলেই শুনেছি। লিরিকস আসলেই জোস, গানে বাঁশিটাও সেরাম লাগছে। তবে অর্ণব অর্ণব ধাঁচটা ভাল লাগে নাই। অর্ণব ধাঁচের গানগুলায় লিরিকস বেশ অস্পষ্ট হয়ে যায়, শুনতে আর বুঝতে কষ্ট হয়। তারপরেও আরো গান আশা করছি।

কাঁকন's picture


আমার তো গানটার সুরে শিরোনামহীন ব্যান্ডের ধাঁচে করা মনে হইলো@ভাঙা

নুশেরা's picture


উচ্চারণে কিছু র>ড় হইছে, নাকি আমার শোনার ভুল বলো তো?

কাঁকন's picture


আপু আমারো মনে হইছে কিছু র ড় হইছে ; আগের লাইনে ড় থাকায় পরের লাইনের র গুলাও ড় ঘেসা লাগছে; এইটা আবার নতুন স্টাইল ও; তবে গায়করে ধইন্যা নিজ চলকে রে ছলকে গাওয়ার জন্য;

আশরাফ মাহমুদ's picture


@ খাঁড়ু
গাওয়ার সময় সম্মতিক্রমে গীতিকথার কিছু অংশ পরিবর্তন করেছি। আরো হতে পারে সমাপনী সংস্করণে।

আশরাফ মাহমুদ's picture


@ নুবু
এটা খসড়া সংস্করণ। সমাপনী সংস্করণে চেষ্টা থাকবে সীমাবদ্ধতাটুকু কাটিয়ে উঠার। রেকডিঙের সময় কারিগরী ক্রটি-ও ছিল।

ভাঙ্গা পেন্সিল's picture


নাহ, সুর ইন্সট্রুমেন্টেশন কোনোটাই শিরোনামহীনের ধারেকাছে না। বরং অর্ণব মার্কা ননসেন্স গান না দেখে হয়তো শিরোনামহীন মনে হচ্ছে।

১০

কাঁকন's picture


অর্নব রে ননসেন্স বলায় ধিক্কার জানাইলাম; তার প্রচুর ননসেন্স গানের মাঝেও কিছু অসাধারন গান আছে; ননসেন্স মার্কা পরীক্ষা নিরীক্ষা ছাড়া এইসব অসাধারন গানও আসতো না

১১

ভাঙ্গা পেন্সিল's picture


খিয়াল কইরা, অর্নবরে ননসেন্স বলি নাই। অর্নবের ননসেন্স মার্কা গানের কথা বলছি। ওর কিছু গানের কথা শুনলেই বুঝবেন ননসেন্স, কোনো অর্থ নাই। অর্নবের গান আমিও ভালু পাই, তবে গানের সুরের চাইতে কথা আমারে বেশি টানে। তাই ওর অনেক ননসেন্স গান বিরক্ত লাগে।

১২

আশরাফ মাহমুদ's picture


আমার কাছে তেমন 'অর্ণব অর্ণব' লাগে নি। অবশ্য ইদানীং তার গান শোনা ছেড়ে দিয়েছি ভালো লাগে না বলে।
গীতিকথা নিয়ে সংশয়ে ছিলাম, প্রচলিত গানের মতো করে লেখা হয় নি। ভেবেছিলাম, লোকজন কীভাবে নিবে! কেটে গেল।
পেন্সিল, এটা খসড়া সংস্করণ। কীরকম লাজুক পরিস্থিতিতে করা সেটা বিস্ময়। আপনার মন্তব্য কাজে লাগবে। ধন্যু।

১৩

ভাঙ্গা পেন্সিল's picture


যেম্নেই হোক, গানের সুরটা কানে বেশ লেগে আছে। অনেক ত্রুটি সত্ত্বেও গানটা আমার গানপাখির টপলিস্টে আইসা পড়ছে Laughing out loud

১৪

আশরাফ মাহমুদ's picture


'গানপাখি' জিনিসটা কী জিনিস?
ইয়ে, আমি নিজে-ও অনেকবার শুনছি। নার্সিসাস ব্যাপার! Wink

১৫

ভাঙ্গা পেন্সিল's picture


songbird Smile

১৬

আশরাফ মাহমুদ's picture


এই ব্যাপারে জানতাম না, সফটওয়্যারটা নামাইলাম।

১৭

ভাঙ্গা পেন্সিল's picture


যে কথাটা বলতে ভুলে গেছি, রাহিন হায়দারের কণ্ঠ খুব ভাল লেগেছে!

১৮

মুকুল's picture


না শুইনাই অভিনন্দন! Smile
ডাউনলোড করতে পারি কিনা, দেখি!

১৯

মুকুল's picture


শুনলাম। ফাটাফাটি! এইরাম আরো চাই। Smile

২০

আশরাফ মাহমুদ's picture


মুকুল ভাই, সেই প্রথম থেকে আপনার উৎসাহ আমার খুব ভালো লাগে।

২১

নুশেরা's picture


২২

আশরাফ মাহমুদ's picture


Smile

২৩

সোহেল কাজী's picture


ভাল্লাগলো Smile

২৪

আশরাফ মাহমুদ's picture


Smile

২৫

শাওন৩৫০৪'s picture


শোনার চেষ্টায় আছি ভাঙ্গা নেট নিয়া...অভিনন্দন দিয়া গেলাম, না শুনতে পারলে ফেরৎ নিয়া যাবোনে আবার

 

২৬

আশরাফ মাহমুদ's picture


শাওনবিলাই, শুনে জানাবেন কিন্তু।

২৭

লোকেন বোস's picture


গানটা খুবই ভালো লাগলো। কবিতাটাও। ধন্যবাদ আপনাকে।

২৮

আশরাফ মাহমুদ's picture


লোকেন, প্রীতিমুগ্ধ হলাম।

২৯

টুটুল's picture


বাসায় যাইয়া শুনপো... আপিসে শুন্লে চাক্রি থাকপে না Sad

৩০

শওকত মাসুম's picture


আমার অফিসে গান শোনা যায় না Cry

৩১

আশরাফ মাহমুদ's picture


সেকি! অফিসরে আইপিসহ ব্যান করেন। Wink

৩২

টুটুল's picture


আরে গানটা সুন্দর হইছেতো?
জোশ Smile
এইটা কি ফাইনাল রেকর্ডি? নি:শ্বাস নেয়ার শব্দটা চইলা আইছে... আর সব জোশ হইছে Smile ... ডাউনলোড অপশন যেহেতু আছে সেহেতু ধইরা নিলাম যে ডাউনলোড করে নেয়া যাবে... নাকি?

৩৩

আশরাফ মাহমুদ's picture


টুটুল ভাই,
আরে না এটা খসড়া সংস্করণ। সমাপনী সংস্করণে কাজে লাগবে আপনাদের পরামর্শ। আরো কিছু গানের কাজ চলছে।
অবশ্যই। নামায়ে নেন। শুনেন, অন্যরে শুনান। Wink

৩৪

তানবীরা's picture


দারুন হয়েছে। রাহিন আর আসবাব দুজনকেই অভিনন্দন

৩৫

আশরাফ মাহমুদ's picture


তানুদি,
আমিনন্দনের জন্য কৃতার্থ। Wink

৩৬

জ্যোতি's picture


৩৭

আশরাফ মাহমুদ's picture


জয়িতা, শুভেচ্ছা জানাই।

৩৮

নীড় _হারা_পাখি's picture


৩৯

আশরাফ মাহমুদ's picture


নীড়, ধন্যু জানাই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আশরাফ মাহমুদ's picture

নিজের সম্পর্কে

http://ashrafovi.blogspot.com

আমার রচনাই আমি

ashraf_ovi অ্যাট yahoo.ca

© আশরাফ মাহমুদ