ইউজার লগইন

এ বি'র বন্ধুরা

মনে হয় কিছুই দেখিনা আমরা
কিছুই শুনিনা । চারপাশে যত কিছু ঘটুকনা কেন,
আমাদের চোখ-কান থাকে বন্ধ ! আমরা দেখিনা শুনিনা,
আমরা এ বি’র সব বন্ধুরা !
আমাদের নদীর সব পানি মানুষের খুনে লাল হয়ে যাক,
আমাদের পড়শী কেউ গুম হয়ে যাক,
কারো বোন, আত্মজা বা স্ত্রীর সম্ভ্রম লুটে যাক,
আমাদের কি আসে যায় ! আমাদের নিজেরতো কেউ না !
তাইতো আমাদের কিছুই লেখা হয়না এসব নিয়ে !
আমরা মজে থাকি নিজেদের নিয়ে ।
প্রেম, ভালবাসা, ইর্ষা,ঘৃণা, মান-অভিমান,
গান-সিনেমা জাগতিক সব কিছু থাকে আমাদের লেখায় !
থাকেনা শুধু মানুষ ! অবহেলিত মানুষরা !

গেলো বছর হটাৎ কিভাবে যেন জেগে উঠেছিলাম সবাই !
[আমার নিজের কিন্তু সংশয় ছিল, ঘরপোড়া গরু কিনা !]
সে জাগরণ ও একদিন লুট হয়ে গেল ।
যে যার মতো ঘুমিয়ে পড়লাম সবাই আবার ।

একটা অনৈতিক নির্বাচণ হল, অবৈধ সরকার হলো
আমরা চুপ থাকলাম ।
ভারত আমাদের শুকিয়ে মারার তাবত ব্যবস্থা করল।
সরকারের কিছু লোক আওয়াজ উঠাল
নদী শুকিয়ে জমি পেয়েছি, পানি চাইনা ।
আমরা কিছু বললামইনা !
প্রতিদিন মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে,
এসব নিয়ে কোন লেখা থাকেনা এই ব্লগে ।
আমি কিন্তু আশা নিয়ে বসে আছি,
মানুষ জাগবে, প্রতিবাদে ফেঠে পড়বে ।
এভাবে চলতে পারেনা ।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনি কি নিজেকে এই ব্লগের বাইরের কেউ বলে মনে করছেন? নিজে লিখছেন না কেন?

এ টি এম কাদের's picture


১] দূঃখিত ! বাইরের কেউ নই বলেইতো যৎ সামান্য লেখার চেষ্টা করি ! আমি নিজেকে যথাযত প্রকাশ করতে পারিনা ! এসব নিয়ে লেখার যোগ্যতাও আমার নাই ভাই ! যদি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমা করে দেবেন !

২] বিদেশ থাকি, কিন্তু মন পড়ে থাকে দেশে ! প্রতিদিন ঘুম থেকে উঠে সকালের প্রার্থনা সেরে নেট খুলি, দেশ দেখার চেষ্টা করি । ব্যাথিত হই, আনন্দিত হই, স্বপ্ন দেখি, ভেঙেও যায় স্বপ্নরা ! এইযে অনুভুতি, হৃদয়ের আনন্দ-ব্যাথা, প্রতিক্রিয়া ঠিক মতো প্রকাশ করতে পারিনা আমি । চেয়ে থাকি বন্ধুদের কলমের প্রতি ! সেখানেও নিরাশ হই কখনো ! হতাশার প্রকাশ ঘটে কভু ! কাউকে হার্ট করতে নয় । তবুও যদি কেউ কষ্ট পান, আন্তরিকভাবে দূঃখিত আমি । ক্ষমা চাই !

আরাফাত শান্ত's picture


আপনার মতামত মাথা পেতে নিলাম!

এ টি এম কাদের's picture


মন্তব্যের জন্য ধন্যবাদ ! ভাল থাকুন !

তানবীরা's picture


সবাইতো সবকিছু নিয়ে লিখবে না, যার যার বিভাগ আলাদা

এ টি এম কাদের's picture


এ বি'তে চলমান বিষয়ে লেখার কেউ নাই, ভাবতে কষ্ট হয় ! ধন্যবাদ ! ভাল থাকুন !

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এ টি এম কাদের's picture

নিজের সম্পর্কে

আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা । বিদ্যুৎ প্রকৌশলী । স্বাধীনতা পরর্বতী রাজনীতির প্রতি প্রবল বীতশ্রদ্ধ । অসামপ্রদায়িক চিন্তাধারায় বিশ্বাসী ।
'৭৮ এ নানা কারণে চাকুরি বিদেশে চলে আসি ।