পাগলের প্রলাপ
ইদানীং মন খারাপ হয়না আপনার আর ? চুকা তিতা কোনটা ? হায় আল্লা ! কনেরা ভাল আছে ? ভাল থাকছে ? বাল্য বিয়ে সব বন্ধ হয়ে গেছে দেশে ? তাহলে আর লেখা লেখির প্রয়োজন কি ?
আমদের সব নদীর জল লাল হতে থাক মানুষের খুনে । প্রতিপক্ষের মৃতুর মিছিল চলতে থাক আগুন, বোমা গুলিতে ! চারপাশে অজাচার, অনাচার, অবিচার, সন্ত্রাস,গুম, খুন, ধর্ষণ, লুঠ, নকল,দখল হতে থাক প্রতিদিন । রা করবোনা কেউ । [করলেও শুনছে কে ? আদালত ? ওটাতো এখন শুধু ক্ষমতার বাঁশিই বাজাতে ব্যস্ত ।] অহেতুক কান্নাকাটি করেই বা কি হবে ! এমনিতেই সব গা সওয়া হয়ে যাবে একদিন । মানুষের হৃদয়ের সুকুমারবৃত্তিগুলু একটু একটু করে নিহত হতে থাকবে প্রতিদিন । বিবেক মরে ভূত হয়ে থাকবে । প্রতিবাদ, প্রতিরোধে উচ্চ কন্ঠ হবোনা কেউ । মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, সহানুভুতি, ভালবাসা, প্রেম কিছুই আর থাকছেনা । এমন নির্ভার দিন আসছে । নিশ্চিন্তে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর দিন হবে সবগুলো ।
না রা আ ! আপনাকে বলছিনে বোন ! কাকে বলছি জানিনা । ধরে নিন পাগলের প্রলাপ । হ্যাঁ পাগলেরইতো প্রলাপ !
এরকম সম্মিলিত হাহাকারে বড় হতে থাকা আমাদের নতুন প্রজন্ম আজ এজন্যই এরকম স্বার্থপর, নির্লিপ্ত এবং মাদকাসক্ত হয়ে উঠেছে। মনকে শক্ত রাখা দরকার
মন্তব্য করুন