ইউজার লগইন

দাও, সব কিছু শেষ করে দাও

দাও, শেষ করে দাও সবকিছু !
আমাদের সব বাচ্চাদের চোর-চেঁচরা নকলবাজ বানাও !
জালিয়াত চালিয়াত বানাও !
কষ্ট করে কেন শিখতে যাবে ওরা !
যখন নকলের সিঁড়ি বেয়ে থর থর উঠে যেতে পারবে
রাষ্টের সর্বোচ্চ সোপানের শেষ ধাপে ।

অতএব ফাঁস করো প্রশ্ন পত্র, ফাঁস কর সব ।
আলু কচু না জানলে কি হয় !
সাইনটাতো করতে পারবে !
এতেই হবে !

কি চাই আর জাতিকে ধ্বংস করতে !
চাই, সর্বত্র মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার চেতনার তাপ্পি !
চাই বিকৃত ইতিহাসের কপি পেষ্ট !
চাই মুক্ত চিন্তার ধ্বংসাবশেষ !
চাই সত্যের সার্বজনীন কবর !
ন্যায়ের চিরকালীন বিলুপ্তি !

অতএব শেষ করে দাও সব কিছু !
আমাদের প্রিয় নব প্রজন্ম নিঃশেষ হোক
রাজনীতির কুট চালে !
তরুণরা মাদকের ছোবলে জর্জরিত থাক নিত্যদিন ।
ইতিহাস-সংস্কৃতি মিথ্যার মোড়কে দৃষ্টি নন্দন হোক !
ঘৃণার বিষ ছড়িয়ে দাও সর্বত্র !

দাও, সব শেষ করে দাও !

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এ টি এম কাদের's picture

নিজের সম্পর্কে

আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা । বিদ্যুৎ প্রকৌশলী । স্বাধীনতা পরর্বতী রাজনীতির প্রতি প্রবল বীতশ্রদ্ধ । অসামপ্রদায়িক চিন্তাধারায় বিশ্বাসী ।
'৭৮ এ নানা কারণে চাকুরি বিদেশে চলে আসি ।