ইউজার লগইন

তোমাকে বলার ছিলো...

কেউ আমাকে ধরে বেধেঁ না শোনালে আমার গান নিয়ে তেমন কোন আগ্রহ নাই। নিজ
থেকে খোজঁ করে কোন গান না শোনার কারনে এমনটা বলেছিল একবন্ধু। কিন্তু তাই
বলে শুধু বাছাবাছে গানই যে কেবল শুনি তাও না, আমার সব জাতের গানই ভাল
লাগে, সুনির্দিষ্ট কোন ধাচেঁর গান না। যেটা ভালোলাগার লাগে। কিছু কিছু
ভালোলাগা গানের ক্ষেত্রেতো আমি গানটাকে জুড়ে একটা গল্পই বানিয়ে ফেলি।
তেমনই একটা গানের কথাগুলো এমন –

তোমাকে বলার ছিলো,
যত আমি গান গা্‌ই,
যত গান গেয়ে যা্‌ই,
সব গানে সব সুরে,
তোমাকে বলার ছিলো  
ভালবাসি…     
 
শিউলি ঝরা সকালে, 
উদাসী কোন বিকেলে,
একা একা কানে কানে,
তোমাকে বলার ছিলো 
ভালবাসি…      
 
অনেক বলেছি তবু,
বলার যা বলিনি তা, 
কি করে যে বলে ফেলি  ,
অথচ বলার ছিলো 
ভালবাসি…   
 
না হয় বলিনি আমি,
বললে না কেন তুমি, 
চাওনি কি তুমি ও তা, 
বলেতে মনের কথা 
ভালবাসি…  
 
যত আমি গান গাই,
যত গান গেয়ে যাই,
সব গানে সব সুরে,
তোমাকে বলার ছিলো   
ভালবাসি…  

 

একজনের বাসায় শোনা এই গানটা দ্বিতীয়বার শুনেই মনে লেগেছিল, পরে বাসায় এসে গুনগুন
করার সময় ঠিক যেন দেখতে পাচ্ছিলাম, মায়াভরা চোখের রুক্ষ মুখশ্রীর একটা
ছেলে পড়ন্ত বিকেলে খুব কাছে বান্ধবীটাকে টেলিফোনে বলছে কথাগুলো সুরে সুরে।
মুখের উপর কখনো বলা হয়নি যারে ‘ভালবাসি’, কিন্তু জানা আছে দু’জনের মনে
মনে। ‘ভালবাসি’ কথাটা বলতে কেন হবে, নাই বা যদি বুঝে তবে কিসের মনের টান,
কিসের এ ভালবাসা। অলস দুপুর পেরিয়ে মন কেমন করা পড়ন্ত বিকেলে কোন ভাবনায়
না পড়েই বলা শুরু কথাগুলো। নিজের কথা জানানো, অনুযোগ করা, সে’ই বা কেন
বললো না। গানটা শুনতে শুনতে যেন জানলাম গানের মাঝে লুকানো ছোট্ট একটা
গল্প।

 

 বেশকিছু সময় শুধুই এই গানটাই ছিলো মাথায় অনবরত।
আবার একসময় কখন যে ভুলে গেছি গানটা মনেও নাই। অনেক অনেকদিন পর ফের যখন মনে
পড়ল আর পুরোটা শুনতে চাইলাম, দেখি যে আমার কাছে নাই গানটা। খুজঁবো খুজঁবো
করেও হয়ে উঠে না খুজেঁ নেয়া, আর আমি এসব কাজে মহা অজ্ঞ পর্যায়ের। আগেতো গানওলা’র
কাছে অনুরোধ করলেই পেয়ে যেতাম সব গান। কিন্তু সে’ও এখন কমিয়ে তার আবেগের
রেট হয়ে গেছে কর্পোরেট। অগত্যা পেলাম গানটা নিজেই দিয়ে খোজঁ=the Search. 

 

যাক,
মন চাইলে নিজ দায়িত্বে শোনেন রোমান্টিকতার প্যানপ্যানানি ভরা গানটা।
http://www.esnips.com/doc/3b1780f3-959e-4b91-91d9-b062edad7b85/Srikanta-...

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


ইয়ং কালে এরিসব রোমান্টিক প্যানপ্যানানি গান বেশী ভালো লাগে , আমারো লাগতো ।

সাহাদাত উদরাজী's picture


জনাব, আমার ও!

জেবীন's picture


সাঈদ@ ভাবলাগা যেকোন কালেই ইয়ং কি হাড্ডি ঢংঢং কালেও প্যানপ্যানানি গান ভালো লাগতে পারে, ভাব লাগাটাই মূলকথা ...  Cool

জেবীন's picture


ধ্যাত!!  গানের কথাগুলা কেমন ব্যাড়াছ্যাড়া টাইপ আসলো কেন??  আর ছবি দিলাম দেখলাম আপলোড হইছে, কিন্তু দেখায় না কেন!!  Cry

জ্যোতি's picture


পোষ্ট টা যে আমার জন্য লিখছ (৩য় প্যারা)সেটা তো কুনুখানে খুঁজে পেলাম না।

জেবীন's picture


আরে, নাম বলতে হবে কেন, তুমিতো বুঝেছোই, আর সব কথা বলতে গেলেতো আরো বেশি বেশি লিখতে হতো, জানালার গ্রীলে মাথা ঠেকিয়ে সেই যে "উনার" গান শুনানির ভঙ্গি!! আহ......আহা...  Wink

শওকত মাসুম's picture


হুমমম, চালাইয়া যাও।

জেবীন's picture


হুমম, শুনছি যে পুরানা চাল ভাতে বাড়ে আর সবকিছু চালাইলেই চলে. ...   কিন্তু কথা হলো এই চালামু টা কই?   Innocent 

শওকত মাসুম's picture


নুপুর ব্যর্থ?

১০

জেবীন's picture


আমি বললাম পুরানা গান চালানির কথা এখানে নুপুর আসলো কই থেকে?!! ... খালি প্যাচঁ লাগানি কথা টানেন!!   Smile    আর নুপুরের কাজে নুপুর ব্যর্থ এটা তার দূর্জনেরাও বলবে না।।

১১

নীড় সন্ধানী's picture


মাত্র কয়দিন আগে গানটা প্রথম শুনছি এবং মনে হইছে, আমারো বলার ছিল, ভালোবাসি! Sad

১২

জেবীন's picture


 আসলেই বললেই কাহিনি খতম, আহারে বললে না জানি কি হইত এই ভাবনার প্যাচেঁ পড়েই ঝামেলা বান্ধে,   বলা হইলে কেল্লাফতে নইলে যে যার পথে...  Smile

১৩

পুতুল's picture


জেবু বুর গলায় গান শুনতে মন চায়।

১৪

জেবীন's picture


একবার শুনলেই বারবার তোমার  মন গাইবো, - " আমি যেনে শুনে বিষ করেছি পান"  Smile

১৫

মানুষ's picture


জীবনে একটাই আফসুস, এই গান কেউ আমারে শুনাইল না Stare

১৬

জেবীন's picture


আমারেও না... Frown 

 কিন্তু তাতে কি হইছে,  আমরা মহান তাই আমরা মহতী, অন্যেরে এই গান শুনাইয়া চলো করি তার কোন গতি!!  Wink

১৭

সুজয়'s picture


আপনার লিংক ধরে গিয়ে আরো কিছু গান আবার শোনা হলো।
তোমার কাছে আমার অনেক ঋণ
বৃষ্টি তোমাকে দিলাম

ছেলেটির নাম মেঘ

তার কথাই বলতে চাই

১৮

জেবীন's picture


হ্যা, এই এ্যলবামের গানগুলো বেশিরভাগই পছন্দের... Innocent

১৯

তপু's picture


অনেক সুন্দর কিছু লিংক দেওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি বর্তমান যুগের হলেও একটু ব্যাক ডেটেট , এতে আমার কোন দুঃখ দেই বরং ভাল আছি এবং ভাল লাগে এই ভাবে থাকাটাই.।.।.।.।

মোঃ রাগীব নূর (তপু)

২০

বাফড়া's picture


প্যানপ্যানানি হইলেও গানটার লিরিক ভাল্লাগছে... শুইনা দেখতে হইব... থ্যংস আমাদেরে গানটার খোজ দ্য সার্চ দেয়ার জন্য Smile

২১

জেবীন's picture


সেটাই সহজ লিরিকটার জন্যেই বেশি ভালো লাগছে...  জানাইও কেমন লাগছে প্যানপ্যানানি...

২২

এরশাদ বাদশা's picture


ভালোবাসা.....আর ভালো লাগেনা।

২৩

জেবীন's picture


হ!  ঠিক...   আর  পৃথিমীতে ভালুবাসা বলিয়া কিছুই নাই...  Innocent

২৪

তানবীরা's picture


গানটি ভালো লেগেছে। সুজয়ের উল্লেখ করা গানগুলোও ভালো।

২৫

জেবীন's picture


Innocent হুম...

২৬

বিষাক্ত মানুষ's picture


বেশ । শুনছি আগে ...... তখন এত ভাল লাগে নাই। প্রেমের প্রথমদিককার সময়গুলোতে শুনলে হয়তো অনেক বেশি ভাল লাগতো Wink

২৭

জেবীন's picture


ক্যান, এখন কি ছাইড়া দে মা, কাইন্দা বাচিঁ সময় চলছে নাকি?...  

২৮

জেবীন's picture


এই পোষ্ট কিন্তু তোমার স্টাইলের,  মানে শুধু গান না, গানটা নিয়ে নিজের কিছু কথা দিয়ে সাজানো লেখা...   তোমার এই স্টাইল দারুন,  গান নিয়ে বাড়তি কতো ইনফো দিতে তুমি,  এই কারনেই সবার চেয়ে তোমার গানের পোষ্ট অনন্য হতো, সবার মনে থাকতো...     সেই গানওলা'রে ফেরত চাই, হোক এখন কর্পোরেট পোষাকে মোড়া, তাও মাঝে মাঝে উকিঁ দিক না সেই আসল পাগলাটা...  Smile

২৯

শাওন৩৫০৪'s picture


হ, রুমান্টিক গান ভালো----প্যানপ্যান ভাল্লাগে মৈধ্যে মৈধ্যে--

৩০

জেবীন's picture


সেটাই...  সবসময় না... কিন্তু মাঝে মইধ্যে প্যানপ্যানানি মজাই লাগে...  Smile

৩১

বোহেমিয়ান's picture


হায় রুমান্টিকতা!!! আমার মাথায় ও একটা গান একবার ঢুকলে আর বের হইতে চায় না!!

৩২

জেবীন's picture


এমন মাথায় একই গান ঘুরা কিন্তু যন্ত্রনাদায়কও বটে, যদি আজিব টাইপের গান মাথায় ঢূকে তাইলে যে কি সর্বনাশ...   এই নিয়া ম্যালা আগে একটা দুঃখের কাহিনি লিখছিলাম http://www.somewhereinblog.net/blog/jabinblog/28749315

৩৩

মেসবাহ য়াযাদ's picture


শিশুকাল ছিলো ভালো, যৌবন কেনো আসিলো...

ও দরিয়ার পানি, তোর মতলব জানি...

একা একা কেনো ভালো লাগেনা...

এইসব প্রিয় (!) গানগুলি কতদিন শুনিনা !!!

৩৪

জেবীন's picture


নিজের প্রিয়গানের লিষ্টি দেখে  নিজের আশ্চর্য হইয়া আছেন? Laughing out loud

৩৫

টুটুল's picture


Image_0.JPG

৩৬

টুটুল's picture


তোমারে মাইকে ধন্যবাদ Smile
জোশিলা একটা গান দেয়ার জন্য

৩৭

অনন্ত দিগন্ত's picture


গানটা বেশ সুন্দর আছে .....

৩৮

নজরুল ইসলাম's picture


ওরে কতো প্রেম রে...

৩৯

মাহবুব সুমন's picture


বাহ , দারুনতো

৪০

বাতিঘর's picture


হ গানটা সত্যিই সুন্দর! প্যানপ্যানানি, ভ্যানভ্যানানি, চ্যানচ্যানানি সব ধরনের গানই ধুমাইয়া শুনি রে বোইন! সুন্দর করে গানের সুর ধরে কিছু কথা বলে গেলেন! খুব ভালা পাইলাম । ভালো থাকা হোক নিরন্তর!SmileSmile

অফটপিক: ' এসো আমার প্রাণে, এসো আমার গানেএএএএএএএ' গানটা শুনছেননি? (বাবুল সুপ্রিয়ের) এখন কানের হেডুতে ঐটা বাজচ্ছে তো তাই কইলাম । কুন একটা গানের সুর যেন এই গানটার টানে আছে, কিন্তু ঠিক মনে করতাছিনা । দেখেন তো আপনি পারেননি!

শ্রীকান্তের ' যেওনা দখিনদ্বারে বাতাস তোমায় উড়িয়ে নেবে ' শুনেছেন? জটিল গান রে বোইন!

৪১

মুক্ত বয়ান's picture


দুনিয়া ভর্তি হইয়া গেল প্রেমের জোয়ারে...
এই সুযোগে একটা রবীন্দ্রসংগীত বইলা যাই...
"প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে/ বাঁধন খুলে দাও"
শুইনা দেইখেন... চমৎকার। Smile

৪২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সুন্নর!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.