তোমাকে বলার ছিলো...
কেউ আমাকে ধরে বেধেঁ না শোনালে আমার গান নিয়ে তেমন কোন আগ্রহ নাই। নিজ
থেকে খোজঁ করে কোন গান না শোনার কারনে এমনটা বলেছিল একবন্ধু। কিন্তু তাই
বলে শুধু বাছাবাছে গানই যে কেবল শুনি তাও না, আমার সব জাতের গানই ভাল
লাগে, সুনির্দিষ্ট কোন ধাচেঁর গান না। যেটা ভালোলাগার লাগে। কিছু কিছু
ভালোলাগা গানের ক্ষেত্রেতো আমি গানটাকে জুড়ে একটা গল্পই বানিয়ে ফেলি।
তেমনই একটা গানের কথাগুলো এমন –
তোমাকে বলার ছিলো, যত আমি গান গা্ই, যত গান গেয়ে যা্ই, সব গানে সব সুরে, তোমাকে বলার ছিলো ভালবাসি… শিউলি ঝরা সকালে, উদাসী কোন বিকেলে, একা একা কানে কানে, তোমাকে বলার ছিলো ভালবাসি… অনেক বলেছি তবু, বলার যা বলিনি তা, কি করে যে বলে ফেলি , অথচ বলার ছিলো ভালবাসি… না হয় বলিনি আমি, বললে না কেন তুমি, চাওনি কি তুমি ও তা, বলেতে মনের কথা ভালবাসি… যত আমি গান গাই, যত গান গেয়ে যাই, সব গানে সব সুরে, তোমাকে বলার ছিলো ভালবাসি…
একজনের বাসায় শোনা এই গানটা দ্বিতীয়বার শুনেই মনে লেগেছিল, পরে বাসায় এসে গুনগুন
করার সময় ঠিক যেন দেখতে পাচ্ছিলাম, মায়াভরা চোখের রুক্ষ মুখশ্রীর একটা
ছেলে পড়ন্ত বিকেলে খুব কাছে বান্ধবীটাকে টেলিফোনে বলছে কথাগুলো সুরে সুরে।
মুখের উপর কখনো বলা হয়নি যারে ‘ভালবাসি’, কিন্তু জানা আছে দু’জনের মনে
মনে। ‘ভালবাসি’ কথাটা বলতে কেন হবে, নাই বা যদি বুঝে তবে কিসের মনের টান,
কিসের এ ভালবাসা। অলস দুপুর পেরিয়ে মন কেমন করা পড়ন্ত বিকেলে কোন ভাবনায়
না পড়েই বলা শুরু কথাগুলো। নিজের কথা জানানো, অনুযোগ করা, সে’ই বা কেন
বললো না। গানটা শুনতে শুনতে যেন জানলাম গানের মাঝে লুকানো ছোট্ট একটা
গল্প।
বেশকিছু সময় শুধুই এই গানটাই ছিলো মাথায় অনবরত।
আবার একসময় কখন যে ভুলে গেছি গানটা মনেও নাই। অনেক অনেকদিন পর ফের যখন মনে
পড়ল আর পুরোটা শুনতে চাইলাম, দেখি যে আমার কাছে নাই গানটা। খুজঁবো খুজঁবো
করেও হয়ে উঠে না খুজেঁ নেয়া, আর আমি এসব কাজে মহা অজ্ঞ পর্যায়ের। আগেতো গানওলা’র
কাছে অনুরোধ করলেই পেয়ে যেতাম সব গান। কিন্তু সে’ও এখন কমিয়ে তার আবেগের
রেট হয়ে গেছে কর্পোরেট। অগত্যা পেলাম গানটা নিজেই দিয়ে খোজঁ=the Search.
যাক,
মন চাইলে নিজ দায়িত্বে শোনেন রোমান্টিকতার প্যানপ্যানানি ভরা গানটা।
http://www.esnips.com/doc/3b1780f3-959e-4b91-91d9-b062edad7b85/Srikanta-...
ইয়ং কালে এরিসব রোমান্টিক প্যানপ্যানানি গান বেশী ভালো লাগে , আমারো লাগতো ।
জনাব, আমার ও!
সাঈদ@ ভাবলাগা যেকোন কালেই ইয়ং কি হাড্ডি ঢংঢং কালেও প্যানপ্যানানি গান ভালো লাগতে পারে, ভাব লাগাটাই মূলকথা ...
ধ্যাত!! গানের কথাগুলা কেমন ব্যাড়াছ্যাড়া টাইপ আসলো কেন?? আর ছবি দিলাম দেখলাম আপলোড হইছে, কিন্তু দেখায় না কেন!!
পোষ্ট টা যে আমার জন্য লিখছ (৩য় প্যারা)সেটা তো কুনুখানে খুঁজে পেলাম না।
আরে, নাম বলতে হবে কেন, তুমিতো বুঝেছোই, আর সব কথা বলতে গেলেতো আরো বেশি বেশি লিখতে হতো, জানালার গ্রীলে মাথা ঠেকিয়ে সেই যে "উনার" গান শুনানির ভঙ্গি!! আহ......আহা...
হুমমম, চালাইয়া যাও।
হুমম, শুনছি যে পুরানা চাল ভাতে বাড়ে আর সবকিছু চালাইলেই চলে. ... কিন্তু কথা হলো এই চালামু টা কই?
নুপুর ব্যর্থ?
আমি বললাম পুরানা গান চালানির কথা এখানে নুপুর আসলো কই থেকে?!! ... খালি প্যাচঁ লাগানি কথা টানেন!! আর নুপুরের কাজে নুপুর ব্যর্থ এটা তার দূর্জনেরাও বলবে না।।
মাত্র কয়দিন আগে গানটা প্রথম শুনছি এবং মনে হইছে, আমারো বলার ছিল, ভালোবাসি!
আসলেই বললেই কাহিনি খতম, আহারে বললে না জানি কি হইত এই ভাবনার প্যাচেঁ পড়েই ঝামেলা বান্ধে, বলা হইলে কেল্লাফতে নইলে যে যার পথে...
জেবু বুর গলায় গান শুনতে মন চায়।
একবার শুনলেই বারবার তোমার মন গাইবো, - " আমি যেনে শুনে বিষ করেছি পান"
জীবনে একটাই আফসুস, এই গান কেউ আমারে শুনাইল না
আমারেও না...
কিন্তু তাতে কি হইছে, আমরা মহান তাই আমরা মহতী, অন্যেরে এই গান শুনাইয়া চলো করি তার কোন গতি!!
আপনার লিংক ধরে গিয়ে আরো কিছু গান আবার শোনা হলো।
তোমার কাছে আমার অনেক ঋণ
বৃষ্টি তোমাকে দিলাম
ছেলেটির নাম মেঘ
তার কথাই বলতে চাই
হ্যা, এই এ্যলবামের গানগুলো বেশিরভাগই পছন্দের...
অনেক সুন্দর কিছু লিংক দেওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি বর্তমান যুগের হলেও একটু ব্যাক ডেটেট , এতে আমার কোন দুঃখ দেই বরং ভাল আছি এবং ভাল লাগে এই ভাবে থাকাটাই.।.।.।.।
মোঃ রাগীব নূর (তপু)
প্যানপ্যানানি হইলেও গানটার লিরিক ভাল্লাগছে... শুইনা দেখতে হইব... থ্যংস আমাদেরে গানটার খোজ দ্য সার্চ দেয়ার জন্য
সেটাই সহজ লিরিকটার জন্যেই বেশি ভালো লাগছে... জানাইও কেমন লাগছে প্যানপ্যানানি...
ভালোবাসা.....আর ভালো লাগেনা।
হ! ঠিক... আর পৃথিমীতে ভালুবাসা বলিয়া কিছুই নাই...
গানটি ভালো লেগেছে। সুজয়ের উল্লেখ করা গানগুলোও ভালো।
হুম...
বেশ । শুনছি আগে ...... তখন এত ভাল লাগে নাই। প্রেমের প্রথমদিককার সময়গুলোতে শুনলে হয়তো অনেক বেশি ভাল লাগতো
ক্যান, এখন কি ছাইড়া দে মা, কাইন্দা বাচিঁ সময় চলছে নাকি?...
এই পোষ্ট কিন্তু তোমার স্টাইলের, মানে শুধু গান না, গানটা নিয়ে নিজের কিছু কথা দিয়ে সাজানো লেখা... তোমার এই স্টাইল দারুন, গান নিয়ে বাড়তি কতো ইনফো দিতে তুমি, এই কারনেই সবার চেয়ে তোমার গানের পোষ্ট অনন্য হতো, সবার মনে থাকতো... সেই গানওলা'রে ফেরত চাই, হোক এখন কর্পোরেট পোষাকে মোড়া, তাও মাঝে মাঝে উকিঁ দিক না সেই আসল পাগলাটা...
হ, রুমান্টিক গান ভালো----প্যানপ্যান ভাল্লাগে মৈধ্যে মৈধ্যে--
সেটাই... সবসময় না... কিন্তু মাঝে মইধ্যে প্যানপ্যানানি মজাই লাগে...
হায় রুমান্টিকতা!!! আমার মাথায় ও একটা গান একবার ঢুকলে আর বের হইতে চায় না!!
এমন মাথায় একই গান ঘুরা কিন্তু যন্ত্রনাদায়কও বটে, যদি আজিব টাইপের গান মাথায় ঢূকে তাইলে যে কি সর্বনাশ... এই নিয়া ম্যালা আগে একটা দুঃখের কাহিনি লিখছিলাম http://www.somewhereinblog.net/blog/jabinblog/28749315
শিশুকাল ছিলো ভালো, যৌবন কেনো আসিলো...
ও দরিয়ার পানি, তোর মতলব জানি...
একা একা কেনো ভালো লাগেনা...
এইসব প্রিয় (!) গানগুলি কতদিন শুনিনা !!!
নিজের প্রিয়গানের লিষ্টি দেখে নিজের আশ্চর্য হইয়া আছেন?
তোমারে মাইকে ধন্যবাদ
জোশিলা একটা গান দেয়ার জন্য
গানটা বেশ সুন্দর আছে .....
ওরে কতো প্রেম রে...
বাহ , দারুনতো
হ গানটা সত্যিই সুন্দর! প্যানপ্যানানি, ভ্যানভ্যানানি, চ্যানচ্যানানি সব ধরনের গানই ধুমাইয়া শুনি রে বোইন! সুন্দর করে গানের সুর ধরে কিছু কথা বলে গেলেন! খুব ভালা পাইলাম । ভালো থাকা হোক নিরন্তর!
অফটপিক: ' এসো আমার প্রাণে, এসো আমার গানেএএএএএএএ' গানটা শুনছেননি? (বাবুল সুপ্রিয়ের) এখন কানের হেডুতে ঐটা বাজচ্ছে তো তাই কইলাম । কুন একটা গানের সুর যেন এই গানটার টানে আছে, কিন্তু ঠিক মনে করতাছিনা । দেখেন তো আপনি পারেননি!
শ্রীকান্তের ' যেওনা দখিনদ্বারে বাতাস তোমায় উড়িয়ে নেবে ' শুনেছেন? জটিল গান রে বোইন!
দুনিয়া ভর্তি হইয়া গেল প্রেমের জোয়ারে...
এই সুযোগে একটা রবীন্দ্রসংগীত বইলা যাই...
"প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে/ বাঁধন খুলে দাও"
শুইনা দেইখেন... চমৎকার।
সুন্নর!
মন্তব্য করুন