দাবোল ‘এনগ্যাযমেন’
- “ওম্মা, তোমাল দেখি দাবোল ‘এনগ্যাযমেন’ হইছে!! তুমি কাও কেম্নে আর যাও কেম্নে!” :O
হতবাক হয়ে তাকিয়ে দেখি আপু’র জা’য়ের ছোটছেলে পাশে দাঁড়িয়ে। কথাটা শুনে একবার ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলাম যদিও, মনে এসেছিলো - “এক্টাই হইলো না এখনও, পুচকা ডাবলের কথা কয় কেন!” পরে মনে পড়তেই বুঝলাম ঘটনা!... :bigsmile: বিপুলবেগে হাতের বুড়ো আঙ্গুল চুষতো ‘আলিফ’, উপরেল্লেখ্য পুচকাটা। কোন কিছুতেই থামানো যায় না তারে। স্বাভাবিকভাবে ওর কথাতে দিনেদিনে তোতলাভাব এসে গেছে। একবার মায়ের সাথে ভাইকে আনতে স্কুলে গেছে, কে যেন আদর করে জানতে চাইছে, - “বাবা, কি দিয়ে নাস্তা করছো আজ, আপেল খাইছো?”আলিফের উত্তর, -“ আমি তলা দিয়ে নাস্তা কাই, আপেল কাই না!!” অপ্রস্তুত মহিলার বিব্রতভাব দূর করতে তার মা ঝটপট বলে দিলেন, আসল কাহিনী কি। আপু ক’দিন যাবত এসেছেন আমাদের বাসায়, এদিকে বোনকে মিস করছে দু’ভাই। হুটহাট ফোন করে জানতে চায় তাদের “ফুল কেমন আছে?” (জন্মাবার পর ফুল নামে ডাকা হইছিলো ক’দিন, কিন্তু পরে পালটে ফেলা হলেও তাদের দু’ভাইয়ের কাছে বোনটা এখনও “ফুল”ই আছে)। ওরা ফোন দেয়, হরবড় করে কি কি সব বলে, আর কথা না বলতে পারা বোন শুধুওই ক্যাবলা হাসি দিয়ে থাকে, কিছুক্ষন চলে এমন।তো ক’দিন আগে ফোন দিয়েই আলিফ বল্লো, - “জানো, আমাল ‘এনগ্যাযমেন’ হইছে!! যদিও অনেক মজা হইছে, কিন্তু আমি থিক মতন কাইতে পারি না আর আমি দুষ্টুমিও করি না ” পরে ওর মা জানালো, দুপুরে ঘুমের মাঝে টেপ দিয়ে আঙ্গুল মুড়ে দিছেন যেন খেতে না পারে, আর তাতে রঙ পেন্সিল দিয়ে একেঁ দিছিলেন এম্নিই। ঘুম থেকে উঠে পিচ্চি, মাকে জিজ্ঞাসা করে -“এটা কি হইছে? আমার কি ‘এনগ্যাযমেন’ হইছে? তবে তো কেক কাটতে হবে।“কিছুদিন আগে সে তার খালার এনগেজম্যান্টে গিয়ে দেখেছে, তাতে হাতে মেহেদি দিয়ে রঙ্গিন করা হইছে, কেন কাটা হইছে আর একটা আঙ্গুল সবাই দেখতেছে, আর খালা চুপ করে বসে আছে। তো তার মা’কে ছোট্ট কেক কাটতে হইলো, শবাই হাততালি দিতে হইলো, আর তার আঙ্গুল দেখে বাহ! বাহ করতে হইলো। আর বলা হলো এখন থেকে তাকে আঙ্গুল খাওয়া যাবে না, আর কম কম দূষ্টামি করতে হবে, নইলে ‘এনগ্যাযমেন’ ভেঙ্গে যাবে। পিচ্চি তাই আঙ্গুল চুষতেছে না!!
মাসখানেক আগে কি জানি মাছে কোপ্তা বানানি হবে বাসায়, আমি ওইসব পারিনা তাই কাটাঁ বাছাঁর কাজ পড়ছিলো আমার, ঐকাজ করতে গিয়ে ২হাতের আঙ্গুলেই কাটা ফুটাইছি আবার বের করতেও পারিনি ঠিক মতোন, ফলাফল, হাতে গেজ এর মতোন ২টা হইছে, কাউরে বলিনি এদ্দিন, এবার যখন হসপিটালে থাকলাম, ডাক্তারকে বললাম দেখে “কর্ন প্যাচ” লাগাতে বলছে। সে মতে দু’হাতে টেপ লাগিয়ে বসে ছিলাম। তাই দেখে পিচ্চি’র ওই কথা! আমিও তো এখন চিন্তায় পড়লাম,
- দাবোল ‘এনগ্যাযমেন’ নিয়া শান্তি মতন খামু কেম্নে আর যামু কেম্নে!!! :|
লগাউট কইরা লাইছিলাম, কিলাসে যামু। কিন্তু, আলিফের কাহিনী পইড়া হাস্তে হাস্তে শ্যাষ!!!

এককাম করেন, আপনের দাবোল ‘এনগ্যাযমেন'রেই কন আপনেরে খাওয়ে দিতে!!!
কারে কমু?.। আর এক্টা এঙ্গেজমেন্ট ভাইঙ্গা ফেলছি, তাই চিন্তা একটু কম এখন।।
ইয়ে জেবীন! তুমারে তো আপন বান্ধবী বলেই জানতাম। এনগ্যাযমেন এর খবর কিছু তো পাইলাম না। কবে? দাওয়াত দিবা না? আমি না হয় আর কাউরে বলবো না, একলাই যাব।
খালি এঙ্গেজমেন্ট এর খবরটাই দেখলা, আমার দুঃখ বুঝলা না! বোল্ড কইরা যা লিখলাম এর পরেও খানা খাইতে চাও!! আমি নিজেওই টেনশনে আছি "কেম্নে শান্তি মতন খামু আর যামু" দুহাতেই যেহারে এঙ্গেজমেন্ট করে রাখছি! আবার কও খানা কই!!! তুমারে আপনা ভাবছিলাম ...
(
তুমি মিয়া দইটা এঙ্গেজমেন্ট কইরা ফালাইলা আর খবর দিলা না কিছুই। এখানে দুঃখ কেম্নে খুঁজে পাইতাম কও?আমরা কেম্নে খামু আর যামু সেটা বলো। বোল্ড তো করে দিছ কিন্তু এর আড়ালে কি ঘটতেছে সেটা না হয় আমারে প্রাইভেটেই বইলো। তাও গুপন রাইখো না। তাইলে তো মনে কষ্ট পামু। বুঝ না কেনঃ?
ছোট বাবুদের সাথে কথা বলতে আমি বড় মজা পাই।
সচরাচর বাবুদের যে সব কোশ্চেন করি :
বাবু, তোমাল নাম তী ?
তুমি তেমন আথো ?
তে বেতি ভালো, তোমাল আম্মু না আব্বু ?
তুমি তিছু থাবা ? এইসব আর কী...
আলিফের কথা বলার ধরনে সেসব মনে পড়লো।
এনহেজমেন্ট হৈয়া গেল, জানাইলানা...
এনহেজমেন্ট = এনগ্যাযমেন
আমারও পিচ্চিদের সাথে ভালো যায়, তাদের ঢংঢাং এ ভালোই তাল দিতে পারি, আবার খোচাঁখুচিঁও আমার সাথেই বেশি হয়। যদিও গায়ে গড়ায় বেশি কিন্তু পাত্তা দেয় না, ডরায় না.।।।
এমুন এঙ্গেজমেন্ট না হোক কারো.।
জেবীন আমাদের করিতকর্মা লোক দেখি।
মানুষ একটা পায়না, আর সে ডাবল এ্যানগেজমেন্ট করে।
সেটাই... পাইনা পাইনা এখন পুরা ডাবল!!!
আমার শাপলা নামের বান্ধবি আছে একটা, আল্লাদি করলে ডাকি "ও শাপলুউউ" আর মেজাজ খ্রাপ থাকলে "সালমা" (এটা ওর ভালো নাম)... :) আপ্নারে ব্লগে দেখেওই অর কথা মনে পড়ছে... কমেন্ট না করলেও আপনার লেখা ডারুন লাগে, কি সুন্দর গল্প করার স্টাইলে বলে যান কথা...
এনগ্যাযমেন নাকি এনগেজমেন্ট
আপ্নে কোনটা বুঝসেন?
মাশাল্লাহ্!! আলহামদুলিল্লাহ্!!

এখন দাবোল খানাপিনার এন্তেজাম করো জেবীন
আমার ইন্নাল্লিলাহ হবার হাল, এত্তো কষ্টে আছি পাব্লিক দেখি খানা খোজেঁ! কই আমারে আইসা দাবোল দাবোল খানা খাওয়াইবো উলটা খানা খুজেঁ!... :steve: মায়াদয়া নাই দুইন্নাইতে!
সাত-সকালে মনটাই তো ভালো করে দিলেন আপু
মজার কিছুওই লিখতে চাইছিলাম, নুশেরা'পু বলছিলেন মজার কিছু দেও.... চেষ্টে করলাম, কিন্তু নিজের কাছেই তেমন লাগে নাই যদিও .
মজারু পোষ্ট !!
মজার করে লিখতে চাইছিলাম, কদ্দূর হইছে বুঝতাছিনা.।
পড়ার জন্যে ধন্যবাদ
মজার করে লিখতে চাইছিলাম, কদ্দূর হইছে বুঝতাছিনা.।
পড়ার জন্যে ধন্যবাদ
দাবোল খানাপিনা করাও জেবীন।
তোমার বিরুদ্ধে অভিযোগ জানাই একটা-এতো ভার লেখো কিন্তু কম লেখো কেন?
খানাপিনা হবেই এনশাল্লাহ.।।। কবে সেইটা ঠিক নাই.।
লেখা নিয়া আপ্নারা এমনভাবে বলেন ভাবে ফুইলা যাই.।।। মনে লাগে মই কি হনু রে! কিন্তু আসলেতো জানি কদ্দুর জানি ঘোড়ার ডিম! থাঙ্কু মাসুম্ভাই
শালা আমার একবার হলো না আর এদের ডাবল।রাজকপাল নিয়ে জন্মায়ছে মানুষ জন।

আমলা তলা দিয়া কাইনা, আপেলও কাই---দাবল এন গেযমেন্টের কাবারও কাইতে পারবো---কবে কাবো?
হাসতে গড়াগড়ি, এখন পায়েসের ব্যবস্থা করো
মন্তব্য করুন