ইউজার লগইন

পোলিশ ডিভোর্স!!

পোলিশ একলোক আমেরিকা যাবার পর বিয়ে করলো এক আমেরিকান মেয়েকে। যদিও লোকটা ইংরেজীতে মোটেই ভালো না, কিন্তু তারা সুখেই ঘরসংসার করছিলো।

একদিন হন্তদন্ত হয়ে উকিলের কাছে হাজির হয়ে ভদ্রলোক যত সম্ভব দ্রুত তার ডিভোর্সের ব্যবস্থা করতে বললেন। উকিল জানালো পরিস্থিতি বিবেচনা করেই ডিভোর্স পাওয়া যেতে পারে, তাই কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলেনঃ

      - আপনার কি কোন গ্রাঊন্ড আছে?
      - হ্যাঁ, এক একর জমি আর ছোট্ট একটা বাড়ি।

   

-  না, আমি বলতে চাইছি এই কেসের ফাউন্ডেশন
কি?

- পিউর কনক্রীটে তৈরী।

    

- আপনি আমার কথা বুঝতে পারছেন না। আপনাদের
কি কোন গ্রাজ (grudge) আছে?

- না, আমাদের কারপোর্ট আছে তাই গ্যারেজের দরকার
পড়ে না।

   


আমি বুঝাতে চাইছি যে, আপনাদের রিলেশন্স
কেমন?

-  আমার সব আত্নীয় এখনও পোল্যান্ডেই আছে।

- আপনাদের জীবনে কোন ইনফেডেলটি (infidelity ) আছে?

-
হ্যাঁ, আমাদের হাই-ফেডেলটি স্টেরিইও আর
ভালো ডিভিডি প্লেয়ার আছে।

 

- ডাজ ইয়োর ওয়াইফ বিট ইউ আপ?

- হ্যাঁ, আমি সব সময়ই ওর আগে ঘুম থেকে
জাগি।

   

- আপনার বৌ কি নেগার? (nagger)

- না না, ওতো সাদা।

-
আপনি ডিভোর্স কেন চান?

-ও আমাকে খুন করতে চায়।

- কেন এমন মনে হলো আপনার?

- আমার কাছে প্রমান আছে।

- কেমন প্রমান?

- বৌ আমাকে বিষ দিয়ে মারতে চায়। ঔষুধের
দোকান থেকে এক বোতল কিনে এনে দেরাজে রেখেছে। আমি পড়তে পারি আর ওতে লেখা আছে
স্পষ্টাক্ষরে,

~ ~ পোলিশ রিমুভার!! ~ ~

 

সংগৃহীত

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


পোলিশ রিমুভার!!
Rolling On The Floor Rolling On The Floor
(আগে শুনি নাই, মধ্যরাতে এটা পড়ে হাসতে হাসতে অস্থির হয়ে গেলাম। থ্যংকিউ জেবীনআপু।)

ভাঙ্গা পেন্সিল's picture


Smile)

কিছু বলার নাই's picture


বেচারা!

শফিক সাত্তার's picture


ভালো লাগলো ।

তানবীরা's picture


লাইক লাইক লাইক Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

ভাস্কর's picture


হা হা প গে...

নরাধম's picture


বাংলাদেশী ছেলে এমেরিকায় আইসা কি করে সেটা নিয়ে কোন কাহিনী নাই??!! Smile

জেবীন's picture


এক বাংলাদেশী ছেলে এমেরিকা গেলো যার ইংরেজীতে বেজায় দক্ষতা, পরিচয়ের পর পরিনয় তারপর বিয়ে হলো এক এমেরিকান মেয়ের সাথে, যে কিনা বাংলায় একদমই কাচাঁ। তারা সুখেই ঘর করতে লাগলো।
কিছুদিন পর বৌয়ের সাড়া দিতে আল্লাদ করে ছেলের মুখে চলে এলো দেশী বুলি, - "আই গো"! মেয়েতো ক্ষেপ্পা, "তোমাকে কাছে আসতে বলছি, আর তুমি চলে যাবার কথা তুল্লে!!!"  Stare
আরেকদিন কি মাছ খেতে পছন্দ করে জানতে চাইলে ছেলেটার উত্তর- "বইচাঁ মাছ"। ততোদিনে মেয়েটা টুকটাক বাংলা শিখছে, তাই সে  অবাক হয়ে বললো, তোমাদের ওখানে মাছের নাম "বুক টি ফিস"!! Shock
একদিন দেশে থাকা বরের বন্ধুর ফোন রিসিভ করলো মেয়েটা, পরে জানালো, "আমার মানুষ গান গায়" এলাকা থেকে তোমার বন্ধু নূরা কল করেছিল!!! ওয়াও! তোমাদের জায়গায় নামগুলো কি অন্যরকম!!! Tongue

নারু@আমি শুরু করে দিলাম বাকিটা তুমি শেষ করো...   ;)   Laughing out loud

ছায়ার আলো's picture


হাহাহা Big smile

১০

আরাফাত শান্ত's picture


সকালবেলাতেই পোস্টটা পইড়া দমফাটানো হাসি হাসলো!হাসতেই আছি Big smile
দিনটা মনে হয় ভালো যাবে আজ Smile

ভাল থাকবেন আপু
শুভকামনা আনন্দে কাটুক!

১১

শিবলী মেহেদী's picture


মজারু Rolling On The Floor

১২

মুক্ত বয়ান's picture


লগ-ইন না কইরা চুপে চুপে পড়তেছিলাম, এইটা পড়ে "হাস্তে হাস্তে গড়াগড়ি" যাইতেছি, এমন ইমো না দিলে নরকে গিয়াও শান্তি পামু না!!!
Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor
জব্বর হইছে আফা!!! Cool

১৩

জেবীন's picture


:)  চুপেচুপে পইড়া ধুমধাম কমেন্টের লাগি ধইন্যা...  Laughing out loud

১৪

ফয়সল রাব্বী's picture


Rolling On The Floor হাসতে হাসতে শেষ

১৫

রায়েহাত শুভ's picture


ইস্টার্টিংটা চেনা চেনা লাগতেছিলো, বাট শেষে আইসা পুরাই হাহাপগে...

১৬

জ্যোতি's picture


পোলিশ রিমুভার!! Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

১৭

নাহীদ Hossain's picture


LaughingSmile  কিঞ্চিত হাসলাম ...

১৮

রন's picture


ব্যাপক হাসলাম! Rolling On The Floor Rolling On The Floor

১৯

নুশেরা's picture


দারুণ! Rolling On The Floor

জেবীনের জন্য দোয়া- এইবার যেন খালুজান সত্য সত্য অ্যালার্ম বাজায় দেন

২০

জেবীন's picture


এইখানে খালুজান আসলো কেম্নে!!!...   Shock
আর খালুজান খালি এ্যালার্ম না পারলে ব্যান্ডপার্টি্র পোঁ পোঁই শুরু করে দিবে!!!...  Wink

২১

মানুষ's picture


Big smile মজারু Big smile

২২

টুটুল's picture


~ ~ পোলিশ রিমুভার!! ~ ~

Big smile Big smile Big smile Big smile

২৩

রুমিয়া's picture


Rolling On The Floor =))

২৪

জেবীন's picture


কৌতুক দেয়ার সময় ডরে ছিলাম পুরানা না তো!!   যাক! মজা পাইছেন যারা পড়ছেন। Smile

আর পড়ে মন্তব্য করার জন্যে থ্যাঙ্কু   মীর, ভাঙ্গা পেন্সিল, মৌসুম, শফিক সাত্তার, তাতা'পু, ভাস্কর'দা, নারু, শান্ত,  শিবলী, মুক্ত, ফয়সল, বৃত্ত, জয়িতা, নাহীদ, রন, নুশেরা'পু, টুটুল্ভাই, রুমিয়া  ব্যকতেরে...   Smile

আহা! থ্যাঙ্কু বলার ঢংটা পুরা বিঊটি কন্টেস্টের মতোন হইছে!!!  Tongue

২৫

নাজমুল হুদা's picture


আমি সবার পরে পড়লাম মনে হচ্ছে। ধন্যবাদ দেবার পালাও দেখি শেষ! আজ এই শীত সকালে হাসতে হাসতে ঘাম ছুটাবার জন্য জেবীনকে ধন্যবাদ। গুরুগম্ভীর পোস্টে জ্ঞানলাভ হয়তো হয়, মজা পাওয়া যায় না, শরীরেরও কোন কাজে লাগেনা । হাসি মহৌষধ - শরীর ও মন দু'টোকেই ঝরঝরে করে ।

২৬

রাসেল আশরাফ's picture


পোস্ট পড়তে দেরী হইলো। মজা পাইলাম।

জেবীন আমারে ধন্যবাদ দিতোই তাই নিজে নিজে নিয়া নিলাম।

২৭

শাওন৩৫০৪'s picture


ইয়াল্লা, আম্গো বাসায় ও তো রিমুভার আছে!
সেডা কি রিমুভার, আগে দেখে নিয়ে পরে হাসা দরকার।

২৮

জ্যোতি's picture


ওইটা মনে হয় বিলাই রিমুভার।

২৯

শাওন৩৫০৪'s picture


রিমুভারের গায়ে লেখা দেখলাম উইনার।
উইনার মানে কি?

৩০

জ্যোতি's picture


তুমি উইনার বাস চিনো না?উইনার বাসে যারা চড়ে তাদের রিমুভ করপে।

৩১

শাওন৩৫০৪'s picture


উইনার মানে জয় (মেয়েদের বেলায় জয়িতা) না?

৩২

জ্যোতি's picture


জযিতার বাসায় রিমুভার নাই। তুমার বাসায় আছে। এইটা তুমার জন্য। কি দুষ করছ?চান্তেক এনে রাখছে, তেড়িবেড়ি করবা আর ইন্নালিল্লাহ.....

৩৩

শাওন৩৫০৪'s picture


জয়িতা রিমুভার?
হঠাৎ কি হৈলো?
অফিসে স্যার বকা দিলো নাকি?

৩৪

জ্যোতি's picture


কার এত্ত বড় সাহস যে জয়িতা রিমুভার বানাইবো?তুমার বাসায় রিমুভার। সাবধান। আল্লাহ আল্লাহ করো।
অনেকদিন পরে তুমারে এখানে দেখে গফ করতে বসলাম।আছ কিরাম?চান্তেরে কি করলা যে রিমুভার কিনলো?

৩৫

শাওন৩৫০৪'s picture


চান্তেকরে কি করছি!!!
খাইছে, এইসব কুশ্চেন কেউ ওপেন ফোরামে করে?
হুমম, আজকা একটু বসলাম আরকি।
গল্পের মজা তো মেলাদিন আটকাই ছিলো।
বন্ধু বান্ধবরা কি কেউ আড্ডা মাড্ডা দেয় টেয় না টা?

৩৬

জ্যোতি's picture


খুক খুক।
তুমি কইলেই আড্ডামু।

৩৭

শাওন৩৫০৪'s picture


আমি তো খাড়াইয়াই আছি....
(আহেম)

৩৮

জ্যোতি's picture


তাইলে মেসবাহ ভাইরে বলো আড্ডাইতে চাই।
উনি এখনো রাম রাম রাম এর কুনু পিকচারও দিলো না। Sad

৩৯

শাওন৩৫০৪'s picture


সেই রাম রামের ফডুর দুখেই না আমি ব্লগ ছাড়লাম, নেট ছাড়লাম।
আমি সেইন্ট মার্টিন যাইমু!
হুমম, মেজবাহ ভাই ছাড়া গতি নাই---

৪০

জ্যোতি's picture


ধৈর্য় ধরলে রাম ফলে Big smile

৪১

শাওন৩৫০৪'s picture


মেজবাহ ভাই অনলাইনে!

৪২

হাসান রায়হান's picture


মজারু Laughing out loud

৪৩

শওকত মাসুম's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor ব্যাপক মজারু।

রিমুভার টাইপ একটা গল্প মনে পড়তাছে। তয় দেওয়ার সাহস নাই Sad

৪৪

নাজমুল হুদা's picture


ভয় কি? সাথে আছি। রিমুভার টাইপ গল্পটা বলে ফেলুন । আমরা ৫০০ মন্তব্যের একটা রেকর্ড গড়ি।

৪৫

উলটচন্ডাল's picture


কৌতুকটা অন্যরকম। মজারু Big smile

৪৬

নাজ's picture


রাতে শুয়ে শুয়ে মোবাইলে এই লেখা পড়লাম। ব্যাপক মজা পাইলাম Rolling On The Floor
THNX

৪৭

অদিতি's picture


বাবাঃ তোর টিচার আমাকে চিঠি দিয়েছে দেখা করার জন্য।
ছেলেঃ তাই নাকি? চালিয়ে যাও বাবা। আমি মা'কে কিছুই বলব না।

৪৮

জেবীন's picture


হাহাহাহহাহাহা.........   ছেলে কই ডারাইবো, উলটা দেখে বাবা'রে ডর দেখায়!!!...  Big smile

৪৯

আবদুর রাজ্জাক শিপন's picture


হাহাপেফা

৫০

একজন মায়াবতী's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

৫১

শিবলী's picture


Big smile Big smile Big smile Laughing out loud Laughing out loud

৫২

মেঘলা শ্রাবনী's picture


উকিলে যে অরে "রিমোভ" না কইরা এতক্ষণ ধইরা রাখছিল হেইডাও কম না।
লিখাডা জব্বর হইছে, আপ্পি।

হাসতে হাসতে ঘুমাইতে গেলাম, গুড নাইট.... Crazy Crazy Crazy Crazy Crazy

৫৩

জেবীন's picture


আসলেই উকিলদের কত্তো হ্যাপা! Big smile

হাসি আনতে পারলাম জেনে ভালো লাগ্লো Laughing out loud

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.