পোলিশ ডিভোর্স!!
পোলিশ একলোক আমেরিকা যাবার পর বিয়ে করলো এক আমেরিকান মেয়েকে। যদিও লোকটা ইংরেজীতে মোটেই ভালো না, কিন্তু তারা সুখেই ঘরসংসার করছিলো।
একদিন হন্তদন্ত হয়ে উকিলের কাছে হাজির হয়ে ভদ্রলোক যত সম্ভব দ্রুত তার ডিভোর্সের ব্যবস্থা করতে বললেন। উকিল জানালো পরিস্থিতি বিবেচনা করেই ডিভোর্স পাওয়া যেতে পারে, তাই কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলেনঃ
- আপনার কি কোন গ্রাঊন্ড আছে?
- হ্যাঁ, এক একর জমি আর ছোট্ট একটা বাড়ি।
- না, আমি বলতে চাইছি এই কেসের ফাউন্ডেশন
কি?
- পিউর কনক্রীটে তৈরী।
- আপনি আমার কথা বুঝতে পারছেন না। আপনাদের
কি কোন গ্রাজ (grudge) আছে?
- না, আমাদের কারপোর্ট আছে তাই গ্যারেজের দরকার
পড়ে না।
-
আমি বুঝাতে চাইছি যে, আপনাদের রিলেশন্স
কেমন?
- আমার সব আত্নীয় এখনও পোল্যান্ডেই আছে।
- আপনাদের জীবনে কোন ইনফেডেলটি (infidelity ) আছে?
-
হ্যাঁ, আমাদের হাই-ফেডেলটি স্টেরিইও আর
ভালো ডিভিডি প্লেয়ার আছে।
- ডাজ ইয়োর ওয়াইফ বিট ইউ আপ?
- হ্যাঁ, আমি সব সময়ই ওর আগে ঘুম থেকে
জাগি।
- আপনার বৌ কি নেগার? (nagger)
- না না, ওতো সাদা।
-
আপনি ডিভোর্স কেন চান?
-ও আমাকে খুন করতে চায়।
- কেন এমন মনে হলো আপনার?
- আমার কাছে প্রমান আছে।
- কেমন প্রমান?
- বৌ আমাকে বিষ দিয়ে মারতে চায়। ঔষুধের
দোকান থেকে এক বোতল কিনে এনে দেরাজে রেখেছে। আমি পড়তে পারি আর ওতে লেখা আছে
স্পষ্টাক্ষরে,
~ ~ পোলিশ রিমুভার!! ~ ~
সংগৃহীত
পোলিশ রিমুভার!!

(আগে শুনি নাই, মধ্যরাতে এটা পড়ে হাসতে হাসতে অস্থির হয়ে গেলাম। থ্যংকিউ জেবীনআপু।)
বেচারা!
ভালো লাগলো ।
লাইক লাইক লাইক

হা হা প গে...
বাংলাদেশী ছেলে এমেরিকায় আইসা কি করে সেটা নিয়ে কোন কাহিনী নাই??!!
এক বাংলাদেশী ছেলে এমেরিকা গেলো যার ইংরেজীতে বেজায় দক্ষতা, পরিচয়ের পর পরিনয় তারপর বিয়ে হলো এক এমেরিকান মেয়ের সাথে, যে কিনা বাংলায় একদমই কাচাঁ। তারা সুখেই ঘর করতে লাগলো।

কিছুদিন পর বৌয়ের সাড়া দিতে আল্লাদ করে ছেলের মুখে চলে এলো দেশী বুলি, - "আই গো"! মেয়েতো ক্ষেপ্পা, "তোমাকে কাছে আসতে বলছি, আর তুমি চলে যাবার কথা তুল্লে!!!"
আরেকদিন কি মাছ খেতে পছন্দ করে জানতে চাইলে ছেলেটার উত্তর- "বইচাঁ মাছ"। ততোদিনে মেয়েটা টুকটাক বাংলা শিখছে, তাই সে অবাক হয়ে বললো, তোমাদের ওখানে মাছের নাম "বুক টি ফিস"!!
একদিন দেশে থাকা বরের বন্ধুর ফোন রিসিভ করলো মেয়েটা, পরে জানালো, "আমার মানুষ গান গায়" এলাকা থেকে তোমার বন্ধু নূরা কল করেছিল!!! ওয়াও! তোমাদের জায়গায় নামগুলো কি অন্যরকম!!!
নারু@আমি শুরু করে দিলাম বাকিটা তুমি শেষ করো... ;)
হাহাহা
সকালবেলাতেই পোস্টটা পইড়া দমফাটানো হাসি হাসলো!হাসতেই আছি
দিনটা মনে হয় ভালো যাবে আজ
ভাল থাকবেন আপু
শুভকামনা আনন্দে কাটুক!
মজারু
লগ-ইন না কইরা চুপে চুপে পড়তেছিলাম, এইটা পড়ে "হাস্তে হাস্তে গড়াগড়ি" যাইতেছি, এমন ইমো না দিলে নরকে গিয়াও শান্তি পামু না!!!


জব্বর হইছে আফা!!!
:) চুপেচুপে পইড়া ধুমধাম কমেন্টের লাগি ধইন্যা...
ইস্টার্টিংটা চেনা চেনা লাগতেছিলো, বাট শেষে আইসা পুরাই হাহাপগে...
পোলিশ রিমুভার!!

ব্যাপক হাসলাম!

দারুণ!
জেবীনের জন্য দোয়া- এইবার যেন খালুজান সত্য সত্য অ্যালার্ম বাজায় দেন
এইখানে খালুজান আসলো কেম্নে!!!...

আর খালুজান খালি এ্যালার্ম না পারলে ব্যান্ডপার্টি্র পোঁ পোঁই শুরু করে দিবে!!!...
~ ~ পোলিশ রিমুভার!! ~ ~
কৌতুক দেয়ার সময় ডরে ছিলাম পুরানা না তো!! যাক! মজা পাইছেন যারা পড়ছেন।
আর পড়ে মন্তব্য করার জন্যে থ্যাঙ্কু মীর, ভাঙ্গা পেন্সিল, মৌসুম, শফিক সাত্তার, তাতা'পু, ভাস্কর'দা, নারু, শান্ত, শিবলী, মুক্ত, ফয়সল, বৃত্ত, জয়িতা, নাহীদ, রন, নুশেরা'পু, টুটুল্ভাই, রুমিয়া ব্যকতেরে...
আহা! থ্যাঙ্কু বলার ঢংটা পুরা বিঊটি কন্টেস্টের মতোন হইছে!!!
আমি সবার পরে পড়লাম মনে হচ্ছে। ধন্যবাদ দেবার পালাও দেখি শেষ! আজ এই শীত সকালে হাসতে হাসতে ঘাম ছুটাবার জন্য জেবীনকে ধন্যবাদ। গুরুগম্ভীর পোস্টে জ্ঞানলাভ হয়তো হয়, মজা পাওয়া যায় না, শরীরেরও কোন কাজে লাগেনা । হাসি মহৌষধ - শরীর ও মন দু'টোকেই ঝরঝরে করে ।
পোস্ট পড়তে দেরী হইলো। মজা পাইলাম।
জেবীন আমারে ধন্যবাদ দিতোই তাই নিজে নিজে নিয়া নিলাম।
ইয়াল্লা, আম্গো বাসায় ও তো রিমুভার আছে!
সেডা কি রিমুভার, আগে দেখে নিয়ে পরে হাসা দরকার।
ওইটা মনে হয় বিলাই রিমুভার।
রিমুভারের গায়ে লেখা দেখলাম উইনার।
উইনার মানে কি?
তুমি উইনার বাস চিনো না?উইনার বাসে যারা চড়ে তাদের রিমুভ করপে।
উইনার মানে জয় (মেয়েদের বেলায় জয়িতা) না?
জযিতার বাসায় রিমুভার নাই। তুমার বাসায় আছে। এইটা তুমার জন্য। কি দুষ করছ?চান্তেক এনে রাখছে, তেড়িবেড়ি করবা আর ইন্নালিল্লাহ.....
জয়িতা রিমুভার?
হঠাৎ কি হৈলো?
অফিসে স্যার বকা দিলো নাকি?
কার এত্ত বড় সাহস যে জয়িতা রিমুভার বানাইবো?তুমার বাসায় রিমুভার। সাবধান। আল্লাহ আল্লাহ করো।
অনেকদিন পরে তুমারে এখানে দেখে গফ করতে বসলাম।আছ কিরাম?চান্তেরে কি করলা যে রিমুভার কিনলো?
চান্তেকরে কি করছি!!!
খাইছে, এইসব কুশ্চেন কেউ ওপেন ফোরামে করে?
হুমম, আজকা একটু বসলাম আরকি।
গল্পের মজা তো মেলাদিন আটকাই ছিলো।
বন্ধু বান্ধবরা কি কেউ আড্ডা মাড্ডা দেয় টেয় না টা?
খুক খুক।
তুমি কইলেই আড্ডামু।
আমি তো খাড়াইয়াই আছি....
(আহেম)
তাইলে মেসবাহ ভাইরে বলো আড্ডাইতে চাই।
উনি এখনো রাম রাম রাম এর কুনু পিকচারও দিলো না।
সেই রাম রামের ফডুর দুখেই না আমি ব্লগ ছাড়লাম, নেট ছাড়লাম।
আমি সেইন্ট মার্টিন যাইমু!
হুমম, মেজবাহ ভাই ছাড়া গতি নাই---
ধৈর্য় ধরলে রাম ফলে
মেজবাহ ভাই অনলাইনে!
মজারু
রিমুভার টাইপ একটা গল্প মনে পড়তাছে। তয় দেওয়ার সাহস নাই
ভয় কি? সাথে আছি। রিমুভার টাইপ গল্পটা বলে ফেলুন । আমরা ৫০০ মন্তব্যের একটা রেকর্ড গড়ি।
কৌতুকটা অন্যরকম। মজারু
রাতে শুয়ে শুয়ে মোবাইলে এই লেখা পড়লাম। ব্যাপক মজা পাইলাম

বাবাঃ তোর টিচার আমাকে চিঠি দিয়েছে দেখা করার জন্য।
ছেলেঃ তাই নাকি? চালিয়ে যাও বাবা। আমি মা'কে কিছুই বলব না।
হাহাহাহহাহাহা......... ছেলে কই ডারাইবো, উলটা দেখে বাবা'রে ডর দেখায়!!!...
উকিলে যে অরে "রিমোভ" না কইরা এতক্ষণ ধইরা রাখছিল হেইডাও কম না।
লিখাডা জব্বর হইছে, আপ্পি।
হাসতে হাসতে ঘুমাইতে গেলাম, গুড নাইট....

আসলেই উকিলদের কত্তো হ্যাপা!
হাসি আনতে পারলাম জেনে ভালো লাগ্লো
মন্তব্য করুন