একটি হারানো বিজ্ঞপ্তি
আমি নেই।
আমাকে পাওয়া যাচ্ছে না কিছুতেই।
শেষবার যখন দেখা গিয়েছিল তখন আমার হাতে ছিল নীল প্রজাপতি
পায়ে চাপ চাপ কাদা, মেঠো পথের
বয়স হরিণ চপল
গায়ে রংধনু বর্ণ
তারপর উবে গেছি
গুম হয়ে গেছি
বলা নেই কওয়া নেই।
আমি নেই
আমাকে যাচ্ছে না পাওয়া কিছুতেই।
খোঁজকেরা দেখে নেয় পেঁজা মেঘ সরিয়ে
যদি ছেলেখেলা করে আড়ালে থাকি লুকিয়ে!
আমাকে গেল না পাওয়া ঘাসের গোড়াতেও
কৃষ্ণচূড়ার ডালে,
সাম্পানের পালে,
ঝিনুকের খোলে,
আমি নেই!
আমাকে পাওয়া যাচ্ছে না কিছুতেই।
আর কোথায় কিভাবে হারায় কেউ?
জানে না ওরা।
অভয় ঘোষনায় জোর প্রলোভন চলে। বলে,
পৃথিবী কে মুড়ে শব্দ খাতার মলাট করে দেবে সত্যি সত্যি ···
আমি ফিরি না তবু ।
আমি বামপন্থী আলাপে নেই
ডানপন্থী মেজাজে নেই
ওরা আমাকে পেল না খুঁজে কোনভাবেই।
অবশেষে,
খোঁজ থেমে আসে।
স্বজনের অশ্রু মুছে গেছে ওই গণ্ডদেশে।
নোনা জলে জোয়ারের পর ভাটা তো আসবেই।
আমি নেই।
ওরা আমাকে পায়নি খুঁজে কোনভাবেই।
আমি আমাতে আর নেই বলে
আমি আর কোত্থাও নেই।
আমাকে যায়নি পাওয়া কিছুতেই।
আমি আর ফিরিনি কোনদিন।
যেন ছিলাম না কোনকালে।
-------------------------
[২১ জানুয়ারী ২০১১]
দূর্দান্ত। কবিতা পড়ে নিজেকে একটা মিস্ কল দিয়ে দেখলাম আছি কি না।
মিস কল দিলে কি আর পাবেন? রীতিমত কল কনফারেন্স করুন একবার
সেইম টু মি
সুন্দর...
ইমেজারিগুলো সহজে আসে...
'উবে গেছি' বেশি ভাল লেগেছে...
'স্বজনের অশ্রম্ন মুছে গেছে ওই গণ্ডদেশেই' ও তাই...
তবে শেষের দিকে পয়েন্ট অব ভিয়ুর পরিবর্তন চোখে লাগে...
আর সাবজেকটিভ টোন( ৭ স্টেন্জা) ও নতুন কিছু যোগ করেনি(আমার মতে)...
সুন্দর...
ইমেজারিগুলো সহজে আসে...
'উবে গেছি' বেশি ভাল লেগেছে...
'স্বজনের অশ্রম্ন মুছে গেছে ওই গণ্ডদেশেই' ও তাই...
তবে শেষের দিকে পয়েন্ট অব ভিয়ুর পরিবর্তন চোখে লাগে...
আর সাবজেকটিভ টোন( ৭ স্টেন্জা) ও নতুন কিছু যোগ করেনি(আমার মতে)...
আপনি কবিতার পাঠক নিঃসন্দেহে। আমি নিশ্চয়ই কোন এক সময় লেখাটাতে একবার চোখ বুলাবো। তবে ট্রানজিশন ছাড়া লেখাটার অনুভূতি আমার কাছে অসম্পূর্ণ থেকে যাবে।
কিভাবে লেখা সম্ভব এমন কবিতা!
আইরিন এত কম লিখলেতো হবে না, বেশি বেশি কবিতা ফলাও, উন্মাদ সময়টা ভরিয়ে দাও দূর্দান্ত সংলাপে।।
উন্মাদ সময় উপমাটা দারুণ ভাবে মনে ধরল লিনা’পু। আপনি আসলেই কবি! শব্দ চয়নেই প্রমাণ পাওয়া যায়। ধন্যবাদ লিনা’পু্। শুভেচ্ছা।
থ্যাংকু থ্যাংকু থ্যাংকু
মন জুড়ায় ।
নিজেকে মনে হচ্ছে আপনি হারিয়ে গিয়ে নিজেকে খুঁজে পেয়েছেন। শুভকামনা। ধন্যবাদ।
আইরিন, আছো কেমুন?
অনেক অনেক দিন আগে এইরাম এক যুবক হারায়া গেছিলো। এখন দেখি তুমিও হারায়া গেছো!
একটি হারানো বিজ্ঞপ্তি
স্যরি, উত্তর দিতে বেশি বেশি দেরী হয়ে গেছে। হারিয়ে গিয়েছিলাম আবার!
লিংক পাওয়ার পর পরই কবিতাটা পড়েছিলাম, এই মাত্র আরও একবার পড়লাম। তোমার আর আমার স্বভাব তো যতদূর মনে হয় বিপরীত টাইপের, কিন্তু কবি হিসেবে এই কবিতায় কবিদ্বয়ের কাব্যভাবের ব্যাপক মিল দেখা গেল!!! তবে মনে হচ্ছিল, তুমি হারাইলেও ফিরতে আগ্রহী, সেই পথ খোলা রাখসো। আর আমি এইখানেই ব্যাপক ঘাড়ত্যাড়া!
ওহ! আমার কবিতা তোমাকে এটলিস্ট ফিরায় আনসে তড়িৎ গতিতে!
একটি হারানো বিজ্ঞপ্তি পড়ে আরও একটি একটি হারানো বিজ্ঞপ্তি পড়তে হলো । আইরিন সুলতানা আর মুকুল দু' জনের হারানো বিজ্ঞপ্তিই বেশ ভাল লাগলো । আমরা সবাই আসলে হারিয়ে গেছি। আমরা আমাদের মাঝেই হারিয়ে যাই, নিজেকে নিজেই খুঁজে পাইনা, পৃথিবীকে মুড়ে শব্দ খাতার মলাট করে দিলেও আর পাওয়া যায় না । আহা, সেই হারানো আমাকে যদি খুঁজে পাওয়া যেত, খুঁজে দিত কেউ !
খুঁজে পাওয়ার পূর্বশর্ত তো আগে হারাতে হবে..গভীরভাবে হারানো! তাহলে খুঁজে পাওয়ার পরের তৃপ্তিরটুকু অনুভব করবেন।
শুভ কামনা আপনার জন্য।
দুর্দান্ত
দুর্ধর্ষ ধন্যবাদ আপনাকে!
চমৎকার লাগল
আপনার মন্তব্য পেয়েও ভাল লাগল।
আমি নেই।
আমাকে পাওয়া যাচ্ছে না কিছুতেই।
একটি হারানো বিজ্ঞপ্তি .... সাহাদাত উদরাজী হারানো গিয়াছে! যদি কোন সহৃদয় ব্লগার তাহার খোঁজ পান তাহলে অতি সত্বর জানাতে অনুরোধ করা যাইতেছে!
সবাই খালি হারায়, আমি যে কবে হারামু ।
আপনি থাকেন..খোঁজাখুঁজি, মাইকিং এসবের জন্য লোক লাগতে পারে ...!
আইলা !!!!
আইরিং এর কবিতা !!!!
কোবতে খাসা হয়েছে বৎস ।
থ্যাংকু। এইবার নিশ্চিন্তে শিকার কর মৎস।
অসাধারণ।
আপনার লেখার মাঝে অন্যরকম একটা ছন্দ আছে,দারুন লাগে।
হয়তো ভুল করে জন্মছিল অন্যদের সময়ে, তাই হারিয়ে গিয়ে ভালই হয়েছে, নিশ্চিৎ হলেম সবাই, এবার জন্ম হবে নিজ কাঠামো ক্ষেত্রে।
মন্তব্য করুন