ইউজার লগইন

ফুউ!

১| [১৭ জানুয়ারি ২০১১]

চারমিনারটা জ্বলে জ্বলে নি:শেষ হয়ে এলে,
বারুদে মোড়া শলাকা ধরাই সময় পোড়াবো বলে!

২| [৮ আগস্ট ২০১১/১৫ আগস্ট ২০১১]

ছাইদানীতে দুঃখ ঝরিয়ে সুখটান মারি আয়েশে
স্বপ্নের কুণ্ডলিরা পাক খেয়ে খেয়ে ভাসে
স্বপ্নেরা ভাসমান
স্বপ্নেরা অধরা
বুকের পাঁজরে কতক্ষণ আর বন্দী থাকবে ওরা!

যতক্ষণ জলন্ত শিখা ততক্ষণ সাধ
ততক্ষণ বেঁচে থাকার সুতীব্র আহলাদ
ততক্ষণে পুড়ে পুড়ে যায় সুখ
হাড়ে হাড়ে হাড় ততক্ষণে ক্ষয় হয়েছে খুব

হাওয়ার পিঠে সওয়ার ধোঁয়ার বাহন
আঙ্গুলের খাঁজে শেষাংশের অটুট এখনো বন্ধন
বৃত্ত মাঝে পুরে নেই শেষ দহন
আর একবার
এই শেষবার
তারপর•••
ফুউ•••!

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অন্যরকম।
অদ্ভুত সুন্দর।

আইরিন সুলতানা's picture


আচ্ছা, বাউন্ডুলে কেন বিষন্ন হবে? ভবঘুরেপনার মত সুখ বন্দী জীবনে কোথা!

কবিতার পাঠের জন্য ধন্যবাদ।

সংবিধিবন্ধ সতর্কীকরণ: ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তানবীরা's picture


অসাধারণ একটা কবিতা পড়লাম Big smile

আইরিন সুলতানা's picture


থ্যাংকু ! কবিতা ভাল লাগলে ঈদি দ্যান!

সংবিধিবন্ধ সতর্কীকরণ: ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মীর's picture


সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তয় কবিতা কৈলাম ফার্স্টক্লাস হৈসে Big smile

আইরিন সুলতানা's picture


থ্যাংকু ভাই....

সতর্কীকরণ মেনে চইলেন কিন্তুক ...নাইলে পরে আবার কবিতার দোষ হতে পারে!

মীর's picture


এইটা প্রথমবার পড়ার সময় একটারে পান করতেই হয়েছিলো। সুতরাং দোষ তো আছেই Wink

আইরিন সুলতানা's picture


ওই তো! যা ভেবেছিলুম! ব্লগের চতুরপাশে সতর্কীকরণ টাঙ্গায় রাখা লাগবে!

প্রিয়'s picture


অন্যরকম কবিতা।

১০

আইরিন সুলতানা's picture


থ্যাংকু প্রিয় থ্যাংকু!

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

১১

ঈশান মাহমুদ's picture


জম্পেস কবিতা।
আমার বাসায় ফুলদানি আছে কিন্তু ছাইদানি নেই।
ধূমপানে অর্থনাশ এবং সর্বনাশ।

১২

আইরিন সুলতানা's picture


আপনার সাথে সহমত! ফুলদানিই ভাল। আমি ঈদে তাজা রজণীগন্ধা আর হলুদ গ্লডিওলাস কিনে রাখলাম!বড়ই সৌন্দর্য! বড়ই সৌন্দর্য!

১৩

টুটুল's picture


ভলৈছে কইলাম

ম্যালাদিন দেখা সাক্ষাত হয় না Sad

১৪

আইরিন সুলতানা's picture


২০১১ - ১১:১২ অপরাহ্ন , ইশশ! আর একটা মিনিট আগে মন্তব্য করলে ২০১১ - ১১:১১ অপরাহ্ন হতো! Party

দেখাদেখির জন্য তো এবি’তে আসলাম শেষতক! তবে সতর্কীকরণ যেন খেয়াল থাকে!

১৫

লীনা দিলরুবা's picture


ধুম্রপান চলছে নাকী খুব Wink

১৬

আইরিন সুলতানা's picture


ব্লগে কোন এক পোস্টে মনে হয় বলেছিলাম, ছেলেরা ধুমপান করতে পারলে, মেয়েরাও পারবে । [ধুমপান না করার বিধি দু’পক্ষের জন্যই আরোপ হতে হবে, এক পক্ষের জন্য ন!] .।এই টাইপ কিছু কথাবার্তা । একজন বিশেষ বিজ্ঞ বিজ্ঞ টোন নিয়ে বললেন, তিনি বুঝতে পেরেছেন, আমি ধূমপায়ী! ..........সেই অনুপ্রেরণা পেলাম ...............................। ..................। ..............।কবিতা লেখার!

রহস্যপত্রিকা কিনেছি.। রাতে পড়তে বসব Smile

১৭

লীনা দিলরুবা's picture


অভ্যেস ছাড়া এমন কবিতা লেখা খুব সহজ নয়।
গল্পটা অনেক এডিটিং দাবী করে, তবু তোমার সুচিন্তিত মতামত চাইছি।

১৮

মীর's picture


টুঁট টুঁট, ইনফরমেশন রিসিভড্..

আইরিন সুলতানা বলেছেন,

রহস্যপত্রিকা কিনেছি

লীনা দিলরুবা বলেছেন,

গল্পটা অনেক এডিটিং দাবী করে

১৯

লীনা দিলরুবা's picture


Smile গুফন তো কিছু কই নাই।

২০

মীর's picture


আমিও তো গুফন কিছু পাই নাই। শুধু ঘটনা আমার অজানা ছিলো। Big smile

২১

লীনা দিলরুবা's picture


এই গল্প আপ্নে পড়ছেন, সে এবং সেইসব দিন Smile

২২

মীর's picture


ও, রহস্য পত্রিকায় কি নীতিমালা নাই? এবির মতো? Big smile

২৩

মনির হোসাইন's picture


চারমিনার পাই কই Wink

২৪

আইরিন সুলতানা's picture


চারমিনারই চোখে পড়ল আপনার! শলাকা ধরানোর অংশটা নিয়ে ভাবলেও পারতেন! Puzzled

২৫

মিতুল's picture


শুনিনি এখনো, এতো বেলায়
দশ্যুরা লুটেছে কিছু ,
চারদিকে হৈ চৈ, কোলাহল
দুষ্টেরা ছুটেছে ছোট শালিকের পিছু।

২৬

আইরিন সুলতানা's picture


বাহ ! এবং বেশ!

২৭

জ্যোতি's picture


বান্ধবীরে দেখি না কেন? কবিতা অনেক টেস্টি হইছে।

২৮

আইরিন সুলতানা's picture


এই মেয়ে বলে কি! কবিতা টেস্টি লাগল তোমার! আমি তো ভেবেছিলাম খক খক করে কাশি আসবে! তোমার জন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণের ফন্ট সাইজ বাড়ায়ে দিলাম!

২৯

মেঘকন্যা's picture


ধূম কে তো সেই তারুণ্যে ভালোবেসে বলেছি "ধূমপ্রিয়া"
অধরা প্রেম আর ধূম কত জ্বালালো এই হিয়া
ছেড়েছি কতবার, ধরেছি তার চাইতে বেশি
ওষ্ঠকরপুটে রেখেছি তবু তারে, বারেবারে
আমার "ধূমপ্রিয়া" যদিও লোকেবলে
সবর্নাশী!

কবিতা জটিল হইছে...

৩০

আইরিন সুলতানা's picture


কিন্তু মন্তব্য তো আরো জটিল হয়েছে দোস্ত! একেবারে খাসা! মচমচে!

তবে আমি কলাম এক কথার মানুষ - তাই সংবিধিবদ্ধ সংতর্কীকরণ সবাইকে দেখাচ্ছি!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আইরিন সুলতানা's picture

নিজের সম্পর্কে

Like to observe first - The Observer