ইউজার লগইন

”তোমার ব্লগ এতো হিট কেন?”

আমি বলছি না চুপচাপ ব্লগ পড়ে গেলেই চলবে, আমি চাই
কেউ একজন আমার পোস্টে মন্তব্য দিক
শুধু পোস্টের হিট বাড়াবার জন্য
বার বার রিফ্রেশ করতে করতে মাউস প্যাডটা নষ্ট
আমি বলছি না কেবল মন্তব্য দিলেই হবে, আমি চাই
কেউ একটা প্লাস দিক। আমি সিঙ্গেল নিকে
কাউকে মন্তব্য করার জন্য বলছি না।
আমি জানি এই ইন্টারনেটের যুগ
ব্লগারদের মুক্তি দিয়েছে মাত্র একটি নিকে ব্লগানোর দায় থেকে
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক, আমার কাউকে ’ট্যাগিং’ করা লাগবে কিনা
ক্যাচাল পোস্টকে উস্কে দিতে আরো একটা
রিভার্স গেম লাগবে কিনা
ছোটখাট খোঁচাখুঁচি, লাল বাটনে টিপ আমি নিজেও করে নিতে পারি
আমি বলছি না আমাকেই লগইন করতে হবে, আমি চাই
কেউ একজন কমন নিকের পাসওয়ার্ড দিয়ে ব্লগে
লগইন করুক, কেউ আমাকে তাদের ’মালটি নিক’ -টাও দিক
আস্তিক-নাস্তিক সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক, ”তোমার ব্লগ এত হিট কেন?”

----------------------------------------------------------------------
কবি নির্মলেন্দু গুণের কাছে করজোড়ে ক্ষমাপ্রার্থনা করে এবি’তে পুত্তুম পোস্ট দিলাম।

এইটা একদম টাটকা প্যারোডি।
----------------------------------------------------------------------
blog_use-this-onejpg.jpg

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


এ বি তে স্বাগতম বান্ধবী।প্যারোডি ম্রাত্নক হৈছে।শুভ ব্লগিং।

আইরিন সুলতানা's picture


ওরে ! মন্তব্য পড়সে একটা!!! পুত্তুম মন্তব্য ! ধইন্যা ধইন্যা বলি জয়িতারে!

জ্যোতি's picture


পোষ্ট দেওনের আগে এক্টা ফুন দিতা। তাইলে তো আরো আগেই কমেন্ট দিতাম। আরশি তো আরেকটু হইলে ফাষ্ট হইয়া যাইতো।মানীর মান আল্লায় রাখছে।

আবদুর রাজ্জাক শিপন's picture


লা হাওলা ওলা কুয়াত্তা(গুণ জেঠু কই গেলেন ?)--- থুক্কু... সুস্বাগতম !

প‌্যারোডি অত্যধিক উপাদেয় হয়েছে ।
পছন্দ করলাম ।

আইরিন সুলতানা's picture


ভাগ্যিস গুণ জেঠু ব্লগার না! (আচ্ছা, উনি ছদ্মনামে ব্লগায় নাতো? শশসসসসস )

আবদুর রাজ্জাক শিপন's picture


সেই সম্ভাবনা অবশ্য উড়ায়া দেওন যায়না !

আইরিন সুলতানা's picture


চিন্তায় ফেলায় দিলেন দেখি ! গুণ জেঠু না আমার নামে রিপুর্ট দেয় এখন !

আবদুর রাজ্জাক শিপন's picture


জয়িতার লাইগা আপনার প্রথম পোস্টে প্রথম মন্তব্যকারী হয়তে পারলাম না, আফসোস !

জ্যোতি's picture


Party Party Party Party Party

১০

আবদুর রাজ্জাক শিপন's picture


Sad Sad Sad Sad

১১

আইরিন সুলতানা's picture


“আপনার টাইপিং স্পিড এতো স্লো কেন?”

১২

আবদুর রাজ্জাক শিপন's picture


আমার টাইপিং স্পিড মোটেও স্লো না আপামণি !
জয়িতা আমার আগেই পোস্ট দেইখালাইছিলো ! Smile

১৩

লীনা দিলরুবা's picture


দারুণ। স্বাগতম বান্ধবী।

১৪

আইরিন সুলতানা's picture


থ্যাংকুউ আফামণি। মন্তব্যকারী হিসেবে আপনাকে সুস্বাগতম।

১৫

জ্যোতি's picture


আফা, আমার এক্টাই নিক। মডুরে কন আরেক্টা নিক ধার দিতে । আরো কমেন্ট করুম।

১৬

আইরিন সুলতানা's picture


আমি জানি এই ইন্টারনেটের যুগ
ব্লগারদের মুক্তি দিয়েছে মাত্র একটি নিকে ব্লগানোর দায় থেকে

১৭

জেবীন's picture


এইখানে রিভার্সগেম, মাল্টিনিকের নাই বলিহারি,
আস্তিক-নাস্তিকের নাই ক্যাচাল মারামারি
এইখানে তৈলের খনি আর প্লাসেরও পাবে না দেখা সারিসারি
অহরহই দেখবে নিজেদেরই নিয়ে করি আমরা কাড়াকাড়ি
এরে পচাঁই, ওরে ধরাই, আমরাই ফাসঁ করি নিজদের জারিজুরি
আমাদের নাই লুকানোর কিছু, "এবি" তে পাবে গল্পের ফুলঝুরি
Cool

১৮

আইরিন সুলতানা's picture


এইটা তো গুণ জেঠু’র কবিতা না! কী করি এখন ! কী করি! কী করি! ফি আমানিল্লাহ! শুরু করি !

সব ব্লগের আছে যার যার মত বাহাদুরি
যার যেমন টেকি-ফিচার, তেমনেই ব্লগিং করা-করি
এইখানে-ওইখানের বিভেদ করে মাথা খুটে নাইবা মরি
মালটি নিকটা প্রবলেম না, যদি না হয় দুষ্টু-টিমের বাড়াবাড়ি
বস্তুনিষ্ঠ তর্ক থাকুক, যাক মুছে যাক, অশুভ সব আহাজারি
মুক্তবুদ্ধির হোক চর্চা - এমনি সুরের গান ধরি
ব্লগিং হোক সবার জন্য- হোক সে জ্ঞানী হোক আনাড়ি
লুক এট দ্য ব্রাইট সাইট - এইটা ভাবাই Necessary

১৯

জেবীন's picture


প্যারোডি মজার হইছে...  Smile Smile
দারুন দারুন ব্যানার দিয়ে এদ্দিন ব্লগটা সাজাইছো,  আশা করছি অনেক ভালো লেখা দিবে... 

২০

আইরিন সুলতানা's picture


একটা নতুন মন্তব্যের জবাব দিয়ে এইটারে পুরান মন্তব্য বানায় দিলাম!!! হাহাহা

থ্যাংকুউ। আর হেপ্পী বাড্ডে টু ইউ।

২১

মামুন ম. আজিজ's picture


কবিতা !

২২

আইরিন সুলতানা's picture


আরে না ! স্যাটায়ার।

২৩

আরাফাত শান্ত's picture


ব্যাপক হইছে প্যারোডী!

২৪

আইরিন সুলতানা's picture


কমেন্টও তুখোড় হইসে রে শান্ত Smile

২৫

ঈশান মাহমুদ's picture


এবিতে আমারো প্রথম প্রবেশ কবিতা দিয়ে...। জয় হোক কবিতার, জয় হোক আপনার...।

২৬

আইরিন সুলতানা's picture


জয় হো ! জয় হোক ব্লগারদের। জগতের সকল ব্লগার ধুমাইয়া ব্লগিং করুক।

২৭

মীর's picture


আইরিন আপুর প্রথম পোস্টে প্রথম কমেন্ট করার গুপ্ত খায়েশ ছিলো অনেকদিনের, সেইটা বানচাল করার ক্ষেত্রে যারা সক্রিয় ভূমিকা রেখেছে তাদের তালিকা:

১. জয়িতা
২. আবদুর রাজ্জাক শিপন
৩. লীনা দিলরুবা
৪. জেবীন
৫. মামুন ম. আজিজ
৬. আরাফাত শান্ত
৭. ঈশান মাহমুদ

এদের প্রত্যেককে ভয়াবহ রকম ভালো পাই বলে কাউরে কিছু বল্লাম না। নাইলে যে কি হৈত...

আপু আপনার উপস্থিতিটা টের পাইতাম উপ্রের ব্যানারে। এখন পাইতেসি নিচের পেইজেও। ভাল্লাগতেসে।

প্লীজ আরো আরো কবিতা, গল্প, পেছাপেচ্ছি পুস্টাইতে থাকেন। সাথেই আছি। চাইলে তো আছিই, না চাইলে কৈলাম আরো বেশি করে আছি।

আর বেশি বাচালতা না করাই উত্তম হবে বুঝতে পেরে এইখানে ক্ষ্যান্ত দিলাম। শুভেচ্ছা নিরন্তর।

২৮

আইরিন সুলতানা's picture


উল্লেখিত সাতজনের আগেভাগে মন্তব্য করার বিষয়ে একজন লগইন এবং একজন অতিথি সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হোক।


আল্লাহ তায়ালা রাখেন না অপূর্ণ কারো মনের খায়েস
আপনার জন্য শুভেচ্ছা আর এক বাটি পায়েস

Tongue

২৯

মীর's picture


পায়েস খাওয়ার চেষ্টা কর্লাম। অতি উমদা হৈসে। ধইন্যবাদ।

৩০

আইরিন সুলতানা's picture


আমি কিন্তু চিনি দিতে ভুলে গেসিলাম!!! Wink

৩১

মীর's picture


ঐজন্যই চেষ্টা কর্তে হৈসে গো আফা। Tongue

৩২

নাহীদ Hossain's picture


আপনার ব্যানারগুলার তো ভক্ত হয়েই ছিলাম। প্যারোডিও সুস্বাগতম

৩৩

আইরিন সুলতানা's picture


কপাল ভালো আপনি ফ্যান বা এসি হন নাই। তাইলে এই পৌষ মাসের শীতে আর ব্লগিং করা লাগতো না রে ভাই!!!

৩৪

নাজমুল হুদা's picture


কি আশ্চর্য! আমি এখনও কোন মন্তব্য করি নাই ?
আইরিন সুলতানার ব্যানার দেখে এতদিন মুগ্ধ হয়েছি । এবার পোস্টে মুগ্ধ হবার পালা এলো ।
কবিতার বুঝিনা কিছুই । সবাই ভাল বলছে, তা'হলে নিশ্চয়ই ভাল হয়েছে । শুভ কামনা ।

৩৫

আইরিন সুলতানা's picture


আরে ! কী আশ্চর্য! আপনি দেখি মন্তব্য করে ফেলেছেন!

কিন্তু এইটাতো কবিতা না। এইটা প্যারোডী। প্যারোডী না বোঝার জন্য আন্তর্জালে আপনার জন্য সশ্রম (প্রতিদিন পাঁচটা কবিতার পোস্ট পড়তে হবে এবং মন্তব্য করতে হবে) যাবজ্জীন কারাদণ্ড ঘোষণা করা হোক।

আপনার জন্য শুভকামনা।

৩৬

নাজমুল হুদা's picture


আদেশ শিরোধার্য । আপীলের কোন সুযোগ নাই? দন্ড কমানো যাবে কি মহামান্য আদালত?

৩৭

শাওন৩৫০৪'s picture


আমরাও কৈনাই আপনের হিট নাই
কিংবা আপনের হিটা বাড়ানির লাইগা আমরা বন্ধুরা নাই।
ইশ, দলাদলির যুগে,
একটা মন মত টীম খুঁইজা নেয়া খুব কষ্ট।
আমরাও কৈনাই, কেবল ক্যাচালে ঝাপাই পড়লেই হবো, আমরা কৈ
কেউ এট্টু রিভার্স না খেুলুক। প্রতিবিপ্লবী গেইম শো
দিয়া ব্লগটা চাঙ্গা করুক। একটা ভার্চুয়াল এক্সেসের পিছনে রিয়েলেটি এক্সেস দিয়া
কাউরে মুক্তি দিছে ব্লগ নিক ব্যান ব্যানানির হাত থেইকা।
আমরা কৈ, কেউ একজন আপনেরে না কৌক,
আপনে সাত মাসের বাছুর নিকা কিনা।
আপনের দুইডা জোর গলার কথা থামাইতে
স্ট্যাটাস নিয়া ছিনিমিনি খেলবো কিনা,
কিংবা পোষা কেউ মজা নিয়াই আপনের নিকের গলা টিপে দিতেও পারে কিনা
কেউ কয়নাই,
৫ জনের কমন নিকের কেউ একজন কউত্তেজিত কৈরা গালি বাইর করাইয়া নিয়া যাইবো
কিংবা ফেমাস নিকে ফিউজড কৈরা মজা নিয়া যাইবো কিনা।
ওমুক তমুক টীম আপনের সঙ্গী না হোক, অন্তত
আমরা কৈ, "আম্রা বন্ধু ব্লগে আপনে হিট হবেন না কেন?"

আইরিন, সেরাম হৈছে কমেডী, আপনের লেখা মেলা দিন পরে পড়লাম, সেডাও আবার এমন ক্ষুরধার। বরাবরের মতই চমৎকার।
আপনের লেখায় অল্প কিছু জিনিষ মিস করলাম, তাই একটা হুদাহুদি সাপ্লিমেন্ট দেওনের ট্রাই করলাম - আপনের লেখার কমপ্লিমেন্ট হিসেবে নিয়েন এইটা।
আরো লেখার অপেক্ষায় রৈলাম আপনের।

৩৮

আইরিন সুলতানা's picture


ওরে! তোফা! তোফা!! তোফা!!! তোফা!!!! পোস্ট আর কমেন্ট মিলায় ব্যাপক হিটাহিটি চলতেসে!

শাওনের কাব্য প্রতিভা নিয়ে আর কী বলবো। এটা ব্লগাররা জানে। আমার সৌভাগ্য যে শাওনরে দিয়ে অন দ্য স্পট একটা কাব্য লেখায় নিতে পারসি।

থ্যাংকুউ।

৩৯

সাহাদাত উদরাজী's picture


সালাম জানিয়ে গেলাম।

৪০

আইরিন সুলতানা's picture


ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

৪১

শওকত মাসুম's picture


আইরিনকে পেচ্ছপেচ্ছি ব্লগে স্বাগতম। Smile
প্যারোডি দুর্দান্ত হইছে।

৪২

আইরিন সুলতানা's picture


মাসুম ভাই, নির্মলেন্দু গুণ এর সাথে আপনার যোগাযোগ নাইতো আবার? উনাকে প্যারোডি নিয়ে কিছু বলেন না কিন্তু। তাই উনি আরেক পেচ্ছাপেচ্ছি শুরু করতে পারেন!

মন্তব্যের জন্য থ্যাংকু।

৪৩

রাসেল আশরাফ's picture


গুণদারে প্রনাম এত সুন্দর একটা কবিতা লেখার জন্য। Smile Smile

৪৪

আইরিন সুলতানা's picture


আমার প্যারোডিটা আপনার চোখে পড়ে নাই মনে হচ্ছে ! Angry

৪৫

সাঈদ's picture


মাশাল্লাহ টাইপ প্যারোডী । আপনার ভিতরেই লুকিয়ে আছে ঝাতীর ভবিষ্যত। Tongue

৪৬

আইরিন সুলতানা's picture


ঝাতীর জন্য সর্বাত্মক শুভেচ্ছা Smile

৪৭

সকাল's picture


প্যারোডি মজারু হয়েছে।
আপনার ব্যানারগুলো দেখে মুগ্ধ হয়েছি আমরা।
শুভেচ্ছা জানবেন।

৪৮

আইরিন সুলতানা's picture


অপরাহ্নে সকাল এর দেখা! এ কেবল ব্লগেই সম্ভব !!

অনেক ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য। শুভেচ্ছা। ভাল থাকুন।

৪৯

বোহেমিয়ান's picture


সুস্বাগতম!

প্রথম পোষ্টেই হিট!

৫০

আইরিন সুলতানা's picture


ব্লগ হিট তো ব্লগার ফিট!

অনেক ধইন্যা, পুদিনা সহযোগে।

৫১

ভাঙ্গা পেন্সিল's picture


আহারে...আপনার মতো হিট যদি হইতে পারতাম! Tongue তাইলে লেখতামই না, পুরান লেখা দিয়াই চালায় নিতাম

৫২

আইরিন সুলতানা's picture


কী বলতে চান আপনি? এইটা একদম টাটকা, তরতাজা লেখা এবি’পোস্ট দিসিলাম।

নো পুরানা লেখা। মন্তব্যে বিভ্রান্তি ছড়ানোর দায়ে শাস্তি স্বরূপ আপনার ’নতুন মন্তব্য’ টিকে পুরান মন্তব্য বানায় দিলাম। মু হা হা হা।

৫৩

তানবীরা's picture


এবিতে স্বাগতম।

তবে এবি ব্লগ হিসেবে একেবারেই আর্ট ফ্লিম টাইপ, সত্যজিতের ঘরে বাইরে। এখানে অন্য নিকে গালি দেয়ার সুযোগ নেই, উস্কা উস্কি করার, বন্ধু - বান্ধব নিয়ে কাওরে ধরার, সুশীলগিরি ফলানোর সুযোগ এখানে খুবই সীমিত। Big smile

৫৪

আইরিন সুলতানা's picture


হাহাহা! সুশীল শব্দটাকে পুরোদস্তুর গালি বানায়া দেয়া হচ্ছে। এইটা নি:সন্দেহে ব্লগিংয়ের কুফল।

কম্যুনিটিতে ’ক্রাউড’ যত বাড়বে আচারব্যবহারের তারতম্য তত বৃদ্ধি পাবে। সত্যজিতের ফিল্ম ধ্রুপদী পর্যায়ের। তাই বলে কিন্তু রুপালী পর্দায় অন্য ধারার ছবিও দর্শককে কম আপ্লুত করে না। এইটাও একটা অন্য রকম বাস্তব উপলব্ধি।

ব্লগে মন্তব্য দিয়ে আমার হিট বাড়ানির জন্য আপনাকে ধইন্যা । শুভেচ্ছা।

৫৫

রুমিয়া's picture


প্যারোডী দুর্দান্ত হইছে Laughing out loud

৫৬

আইরিন সুলতানা's picture


থ্যাংকু থ্যাংকু। আপনার মন্তব্যও খাসা হইসে। Smile

৫৭

উলটচন্ডাল's picture


আহা বেশ বেশ বেশ! Smile

৫৮

আইরিন সুলতানা's picture


আহা! বেশ বেশ বেশ।

৫৯

নীড় সন্ধানী's picture


Like to observe first - The Observer......লাইক দিলাম এটাতে Smile
বন্ধুব্লগে সুস্বাগতম!!

৬০

আইরিন সুলতানা's picture


আপনার ’লাইক’ টাও অবজার্ভ করলাম Laughing out loud

৬১

টুটুল's picture


আরে বান্ধবী ... খপর কি? কিরম আছো?
যাউকগা স্বাগতম জানাইয়া গেলাম Smile
কোবতে (রিমিক্স) ভালা হইছে Smile

৬২

আইরিন সুলতানা's picture


রিমিক্স টা ফুয়াদ ফিচারিং করা যায় না? মন্তব্যের ঘরে স্বাগতম।

৬৩

মেসবাহ য়াযাদ's picture


ভাল আছেন কিরাম ? ওয়েলকু...

৬৪

আইরিন সুলতানা's picture


ইজি কাজে বিজি। থ্যাংকুউ।

৬৫

হাসান রায়হান's picture


স্বাগতম। Smile

৬৬

আইরিন সুলতানা's picture


আপনার ক্যামেরার ফ্লিম এখনো শেষ হয় নাই!!!

৬৭

সাহাদাত উদরাজী's picture


আপনাকে এবি তে স্বাগতম জানাই।

তবে আমার একটু কথা ছিল - মাইন্ড খাবেন না। আপনার প্যারেডীটা পুরা অনেকবার পড়লাম - আমরা বন্ধু মাথায় রেখে লিখেছিলেন বলে মনে হয় না। সামু'র সাথে পুরা ফিট খায় আপনার কবিতাটা। আমরা বন্ধুতে এসব অনেক কিছুই নাই।

৬৮

আইরিন সুলতানা's picture


দুঃখিত কোন ব্লগ মাথায় রেখে লেখা হয়নি। খুব পরিচিত আচরণ নিয়ে কথা বলা হচ্ছিল। ফলে আপনি বোঝেন নাই। আপনি ব্লগ নিয়ে আটকে আছেন। কিছু মনে করবেন না, কাহিনীতে একটিভ দেখানো হয়েছে ব্লগারদের। কবিতায় ব্লগ না, ব্লগারদের কথা বলা হয়েছে বেশী বেশী। ভেবে দেখেন, টাকা তো টাকাই, ওটাকে সাদা অথবা কালো করে মানুষ।

৬৯

মুকুল's picture


আইরিন, তুমি আমার সামুর ব্যান এখন উঠাইলা না! ফেসুবকেও ডিলিট করলা! তুমি দিন দিন এত কঠিন হৃদয়ের মডু হইতাছো ক্যান? q

৭০

আইরিন সুলতানা's picture


এখন তো নাকি ১০-১৫টা বাংলা ব্লগ। একটা-দুইটা ব্লগে ব্যান হওয়া ব্যাপার না। এগুলো অভিজ্ঞতার নিদর্শন বহন করে।

যারা আমার এফবি ফ্রেন্ড লিস্টে আছে তাদের যেমন মনে রাখি, যারা লিস্টে নাই তাদেরও মনে আছে। সো, নো! মুখুউউল নো ক্রাই!

শুভেচ্ছা।

৭১

মমিনুল ইসলাম লিটন's picture


দেরীতেই পড়লাম। আপনার পদচারনা আমার ব্লগের অধিবাসীদের হৃদয়ে ঝড় তুলুক। আমীন।

৭২

আইরিন সুলতানা's picture


ঝড় ? কোনটা ? আইলা না সিডর???

৭৩

জমিদার's picture


এক বছর আগে আপনি এবি'র পিকনিকে গিয়েছিলেন আর প্রায় এক বছর পরে পোস্ট দিলেন Shock
স্বাগতম জানানো ঠিক কিনা চিন্তায় আছি Smile

৭৪

আইরিন সুলতানা's picture


জানায় ফেলেন। আজকে বছরের শেষ দিন স্বাগতমের ঝুলি যা আছে তা আজকে বিলি করে দেন ।

এ্যাডভান্স ধইন্যা।

৭৫

কামরুল হাসান রাজন's picture


লেখাতুন জটিলুন Big smile

৭৬

আইরিন সুলতানা's picture


ওয়া ধন্যবাদুন। Party

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আইরিন সুলতানা's picture

নিজের সম্পর্কে

Like to observe first - The Observer