ইউজার লগইন

দিনপঞ্জিকা

ক্ষমা চেয়ে নিলাম।কাল লিখা প্রকাশ করার পরও কোন অজ্ঞাত কারনে সরিয়ে নিয়েছিলাম।তার জন্য ক্ষমা করবেন।

গুরুজন, আমার ছোট,বড় ভাই,বোন সবাই মাফ করবেন। এই ধরনের লিখার জন্য। ছোট ভাই হিসাবে মাফ করবেন।

আমার সিগারেট খাওয়ার কথা যখন বাসায়
জানলো,তখন আম্মার যে হাউ কাউ,
এখনো সেটা থামেনি, এবং আমার ধুমপানের অভ্যাশ
নিয়ে তার কান্ডকলাপ জোড়া লাগিয়ে একটা বেশ
বই লেখা যায়।

যাই হোক, সেটা অন্য আলাপ, এখন বাবার কথা।
বাবার রিএকশন কিছু ছিলো না। তবে সে বোধ হয়
একটু কষ্ট পাইছিল।

আমাকে একদিন বললো, "রৌদ , যে সিগারেটই
খাও, ভালোটা খাবে। কমদামী না "

তখন মেজাজা খারাপ হইছিল খুব।

আম্মা বিড়ি খাওয়ার কথা জানার পর আমার
অর্থনৈতিক অবস্থার যে ধ্বস নামছিল,
তা থেকে আজো পরিপুর্ণভাবে উঠতে পারি নাই।

তারপর আরেকদিন সে কিঞ্চিত বিরক্ত হয়েই
বললো যে " তুমি সিগারেট খাও কেন হ্যাঁ?
বড়ো হয়ে মদ খায়েও তাও ভালো"
আমি সাকা চৌধুরী বনে বসে থাকলাম তার সামনে।

একদিন অবশ্য ঝামেলায় পরেছিলাম। মা অনেক
চিল্লাচিল্লি করার পর সে আমায় ডাকলো,
এবং শুধালো, "বাবা রৌদ ,
তুমি দিনে কয়খানা ধুম্রশলাকা ফুঁকো! (ঠিক এই
ভাষায় না, কিন্তু আমার অমনই লাগছিলো)"
এখন মিথ্যার ও তো একটা লিমিট থাকে, ভাবলাম
বলি, একটা খাই, কিন্তু বেশি বেশি হয়ে যায়
দেখে বললাম দুইটা(!)
সে চোখ মুখ বড়ো করে বললো " দুইইইইইইইইটা?
মানে সপ্তাহে চৌদ্দটা?????" আমি লজ্জায় পালায়ে
বাঁচেছিলাম সেদিন।

তবে আজকেরটা অন্যরক।
খালু বিদেশে থাকে। আম্মা বিদেশ থেকে আমার জন্য একখানা paste
আনিয়েছেন।
সিগারেট স্টেইন দুর করার জন্য। এখন
আশা করি মা দাঁতে দাগ পড়া নিয়ে কিছু বলবে না।

তবে আমি ভয়ানক লজ্জা পাইছি।
তাকে বললাম, "সিরিয়াসলি?" উত্তর পাই নাই।
কিন্তু ভালো লাগছে।
এভাবেও আমাকে একটু লজ্জা দিয়ে সিগারেট
খাওয়া কমানোর জন্য বলা যায়
এটা যদি নারী জাতী বুঝতো!!!

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

অচেনা  আমি's picture


প্রথমত বলতে চাই যে আমি সিগারেট খাওয়া টা খুব বেশি অপছন্দ করি ।
কিন্তু তাও বলি যে বেশির ভাগ ছেলেরা সিগারেট খায় আর এটাই ন্যাচারাল । কোন ছেলে যদি বলে আমি কোনদিন সিগারেট ছুঁয়েও দেখি নি তাহলে এটা খুব হাস্যকর একটা কথা হবে। আর তুমি যে সিগারেট খাও এটা বলছ সবার সামনে এটাই প্রমান করে তুমি খুব honest... এটলিস্ট অন্য টাইপ এর ছেলেদের মতো না মুখে এক কথা আর মনে আরেক ।

রৌদ চশমা's picture


না!আগের মত আর খাই না।এটা সত্য। জানি ছেড়ে দেয়াটা কঠিন, তবে চেষ্টারত আছি!

অচেনা  আমি's picture


আসলে ও খুব কঠিন Smile

রৌদ চশমা's picture


আশা করি পারব Smile

অচেনা  আমি's picture


Smile

রৌদ চশমা's picture


Cool

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লেখার ভাষা বা ধরন আপনার অন্যান্য লেখার মত ভালো লাগে নাই। তবুও পরবর্তী লেখার জন্য অপেক্ষা থাকবে।

ভালো থাকুন..

রৌদ চশমা's picture


ক্ষমা করবেন। আশা করি ভাল কিছু উপহার দিব।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এবি তে এতো ফরমালিটির কিছু নাই!

আমরা আমরাই তো.. Smile

১০

রৌদ চশমা's picture


Smile

১১

রোমেল চৌধুরী's picture


্শুধুই কি লিখে যাওয়া?

১২

রৌদ চশমা's picture


না Smile

১৩

তানবীরা's picture


এতো অল্প বয়সে ইচ্ছে করলে যেমণ কিছু ধরা যায় তেমন ছাড়াও যায়

১৪

রৌদ চশমা's picture


সংগ্রাম করে যাচ্ছি অবিরত

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রৌদ চশমা's picture

নিজের সম্পর্কে

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
ক্ষমা করবেন বৃক্ষ, আপনার শাখায় আমি সত্য
পাখি বসাতে পারবো না !
বানান ভীষণ ভুল হবে আর প্রুফ সংশোধন করা যেহেতু
শিখিনি
ভাষায় গলদঃ আমি কি সাহসে লিখবো তবে সত্য পাখি, সচ্চরিত্র
ফুল ?
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
সচ্চরিত্র ফুল আমি যত বাগানের মোড়ে লিখতে যাই, দেখি
আমার কলম খুলে পড়ে যায় বিষ পিঁপড়ে, বিষের পুতুল !

কবিতার লাইন গুলোর চেয়ে বেশি কিছু জানি না।এটাই আমার জীবন।