দিনপঞ্জিকা
ক্ষমা চেয়ে নিলাম।কাল লিখা প্রকাশ করার পরও কোন অজ্ঞাত কারনে সরিয়ে নিয়েছিলাম।তার জন্য ক্ষমা করবেন।
গুরুজন, আমার ছোট,বড় ভাই,বোন সবাই মাফ করবেন। এই ধরনের লিখার জন্য। ছোট ভাই হিসাবে মাফ করবেন।
আমার সিগারেট খাওয়ার কথা যখন বাসায়
জানলো,তখন আম্মার যে হাউ কাউ,
এখনো সেটা থামেনি, এবং আমার ধুমপানের অভ্যাশ
নিয়ে তার কান্ডকলাপ জোড়া লাগিয়ে একটা বেশ
বই লেখা যায়।
যাই হোক, সেটা অন্য আলাপ, এখন বাবার কথা।
বাবার রিএকশন কিছু ছিলো না। তবে সে বোধ হয়
একটু কষ্ট পাইছিল।
আমাকে একদিন বললো, "রৌদ , যে সিগারেটই
খাও, ভালোটা খাবে। কমদামী না "
তখন মেজাজা খারাপ হইছিল খুব।
আম্মা বিড়ি খাওয়ার কথা জানার পর আমার
অর্থনৈতিক অবস্থার যে ধ্বস নামছিল,
তা থেকে আজো পরিপুর্ণভাবে উঠতে পারি নাই।
তারপর আরেকদিন সে কিঞ্চিত বিরক্ত হয়েই
বললো যে " তুমি সিগারেট খাও কেন হ্যাঁ?
বড়ো হয়ে মদ খায়েও তাও ভালো"
আমি সাকা চৌধুরী বনে বসে থাকলাম তার সামনে।
একদিন অবশ্য ঝামেলায় পরেছিলাম। মা অনেক
চিল্লাচিল্লি করার পর সে আমায় ডাকলো,
এবং শুধালো, "বাবা রৌদ ,
তুমি দিনে কয়খানা ধুম্রশলাকা ফুঁকো! (ঠিক এই
ভাষায় না, কিন্তু আমার অমনই লাগছিলো)"
এখন মিথ্যার ও তো একটা লিমিট থাকে, ভাবলাম
বলি, একটা খাই, কিন্তু বেশি বেশি হয়ে যায়
দেখে বললাম দুইটা(!)
সে চোখ মুখ বড়ো করে বললো " দুইইইইইইইইটা?
মানে সপ্তাহে চৌদ্দটা?????" আমি লজ্জায় পালায়ে
বাঁচেছিলাম সেদিন।
তবে আজকেরটা অন্যরক।
খালু বিদেশে থাকে। আম্মা বিদেশ থেকে আমার জন্য একখানা paste
আনিয়েছেন।
সিগারেট স্টেইন দুর করার জন্য। এখন
আশা করি মা দাঁতে দাগ পড়া নিয়ে কিছু বলবে না।
তবে আমি ভয়ানক লজ্জা পাইছি।
তাকে বললাম, "সিরিয়াসলি?" উত্তর পাই নাই।
কিন্তু ভালো লাগছে।
এভাবেও আমাকে একটু লজ্জা দিয়ে সিগারেট
খাওয়া কমানোর জন্য বলা যায়
এটা যদি নারী জাতী বুঝতো!!!
প্রথমত বলতে চাই যে আমি সিগারেট খাওয়া টা খুব বেশি অপছন্দ করি ।
কিন্তু তাও বলি যে বেশির ভাগ ছেলেরা সিগারেট খায় আর এটাই ন্যাচারাল । কোন ছেলে যদি বলে আমি কোনদিন সিগারেট ছুঁয়েও দেখি নি তাহলে এটা খুব হাস্যকর একটা কথা হবে। আর তুমি যে সিগারেট খাও এটা বলছ সবার সামনে এটাই প্রমান করে তুমি খুব honest... এটলিস্ট অন্য টাইপ এর ছেলেদের মতো না মুখে এক কথা আর মনে আরেক ।
না!আগের মত আর খাই না।এটা সত্য। জানি ছেড়ে দেয়াটা কঠিন, তবে চেষ্টারত আছি!
আসলে ও খুব কঠিন
আশা করি পারব
লেখার ভাষা বা ধরন আপনার অন্যান্য লেখার মত ভালো লাগে নাই। তবুও পরবর্তী লেখার জন্য অপেক্ষা থাকবে।
ভালো থাকুন..
ক্ষমা করবেন। আশা করি ভাল কিছু উপহার দিব।
এবি তে এতো ফরমালিটির কিছু নাই!
আমরা আমরাই তো..
্শুধুই কি লিখে যাওয়া?
না
এতো অল্প বয়সে ইচ্ছে করলে যেমণ কিছু ধরা যায় তেমন ছাড়াও যায়
সংগ্রাম করে যাচ্ছি অবিরত
মন্তব্য করুন