অনিমেষ রহমানের ই-বুক অনিমেষ রহমানের ব্যাবস্থাপনার ক্লাস সমগ্র।
অনিমেষ রহমান আমার প্রিয় লেখকদের মাঝে একজন। তিনি অসম্ভব প্রতিভাবান একজন.....
কি বলব তাকে ঠিক শব্দ খুঁজে পাচ্ছি না। তিনি যেমন সুন্দর কবিতা লেখেন তেমনি ভাবে গল্প লেখেন। আর আড্ডা জমাতে উনার বিকল্প পাওয়া দূরহ। আমার অনেক দিনের ইচ্ছে ছিলো দাদার লেখাগুলো নিয়ে কিছু একটা করবো। তাই অনিমেষদার এখন পর্যন্ত প্রকাশিত ব্যাবস্থাপনার ক্লাস সিরিজের পর্ব গুলো দিয়ে তৈরী করে ফেললাম অনিমেষ রহমানের ব্যাবস্থাপনার ক্লাস সমগ্র।
আশাকরি আপনাদের ভালো লাগবে।
ডাউনলোড লিংক এখানে।
ভাই আপনার নামটা এমন ক্যান? "৬ টি তার" এর মানে কি?
ভাইজান নিয়ম ভাংছেন ক্যান? মডুআংকেল আসার আগেই নিজেই সাবধান হন

ভাইজান তাইলে এইটা কি?
প্রকাশিত হলো বর্ষার ই-বুক বৃষ্টির দিনে
হাহাহাহাহাহাহা
এটাই ভাবছিলাম। এটা সম্ভবত এবি এবং আরো কিছু ব্লগের সাথে জয়েন্টলী অর্গানাইজ করা। তার পূর্বের কয়েকটা পোস্ট দেইখেন ব্রাদার। রেগুলার চোখ রাখতে পারি না হয়তো কোন মিসটেক হইতে পারে। পারসোনালী নিয়েন না। এই ব্লগার ব্লগার ভাই ভাই। তাই আপনাকে বলা
মডারেটর'রা দৃষ্টি দেন এই পোস্টে!
৬ তার,
প্রতিটা ব্লগেই কিন্তু কিছু নীতিমালা থাকে, এবি'তেও আছে, পড়েন নাই হয়তো। তাই উল্লেখ করে দিলাম।
অমি'কে যেটা বললেন, বৃষ্টি সংক্রান্ত ই-বুকটা'তে কিন্তু এবি'র লেখকদের ও অংশ নেয়ার জন্যে ডাকা হয়েছিলো, আগের ব্যাপার তাই জানেন না। হুট করে এসেই কারুর পোষ্ট নিয়ে প্রশ্ন তুলে ফেললেন! যেখানে মডু'রা কিছু নিয়মের কথা বলছেন তার ফাকঁ গলে ওই পোষ্ট প্রথম পাতায় এসেছে নিশ্চয়ই কিছু কারন নিয়েই। আপনার ভালো লাগার লেখা অবশ্যি আপনি রাখতে পারেন নিজের ব্লগে, তবে প্রথম পাতায় এমনি পোষ্ট ভালো লাগে না। আর অন্যখানের লেখা দিয়ে ভরাতে হলে এবি'র পাতা এইভাবে ফাকাঁ থাকতো মনে করেন।
আগে ব্যবস্থাপনার বানান শিখেন...তারপরে বিজ্ঞাপন মার্কা পোস্ট দিয়েন
~
মন্তব্য করুন