আমি বাকরুদ্ধ
রাসেল ভাইকে ব্যক্তিগতভাবে চিনি, ঢাকায় থাকাকালীন কয়েকবার তার সাথে আড্ডার সুযোগ হয়েছিল। রাসেল ভাই সহ বাকি যে দু'জন ব্লগারকে বিনা কারণে ধরা হল, তারপর থেকে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে আছি। প্রতিবাদে ফেটে পড়ার মত অগণিত কারণ থাকলেও কিছুই লিখতে ইচ্ছে করছেনা। শুধু একটা কথাই মনে হচ্ছে সহযোদ্ধাদের এমন অপমান একজন ব্লগার হিসেবে দেখতে হবে,এইজন্যই কি সাড়ে পাঁচ বছর ধরে ব্লগিং করছি ?
আর কিছু লিখতে পারলামনা, মনটা চরমভাবে বিক্ষিপ্ত।
কিছু বলার নাইরে
ভাই, আপনার যে এখনো বিস্মিত বিস্মিত হবার ক্ষমতা আছে সেটা জেনে আমি বিস্মিত। আমার একেবারেই অবাক লাগেনি। রাসেলের লেখায় সরকারের আঁতে ঘা লেগেছে এটা ভেবে আমার বরং রাসেলের জন্য গর্ব লেগেছে। রাসেল আমাদের এবি পরিবারের মুখ উজ্জ্বল করেছে।
আমি বাকরুদ্ধ
হুমম....
একমত
আমি চিন্তায় আছি কয়দিন পরে না আবার সরকারের সরকারানুভূতিতে আঘাত লাগাত কারনে সব ব্লগারদের গ্রেফতার করে !!
মন্তব্য করুন