ইউজার লগইন

নৌকা বাইচ...

বহুদিন ধরে কিছু লেখালেখি করতে পারতেছি না বিবিধ ঝামেলায়।
তারপরও সবার সাথে জুড়ে থাকার একটা প্রবণতা কাজ করে সবসময়ই,
সেজন্যই রিসেন্টলি তোলা কিছু ছবি নিয়ে যন্ত্রণা দিতে হাজির হয়া গেসি...

...
এই রকম মোটা মোটা পাইপ দিয়েই ভরে ফেলা হচ্ছে নদীগুলোকে Sad

Nouka Baich_1
রকেট নামের নৌকা...

Nouka Baich_2
প্রাকটিস সেশন...

Nouka Baich_3
মেন ইন এ্যকশন-০১...

Nouka Baich_4
মেন ইন এ্যকশন-০২...

Nouka Baich_5
মেন ইন এ্যকশন-০৩...

নৌকা বাইচ শেষ, মানে আমার ক্যামেরার ব্যটারী ডাউন Sad(
________________________________________

এইবার এই এ্যকশন গুলার ফাঁকে ফাঁকে তোলা দুইটা ছবি

...
পারে নিয়ে যাও আমায়...

...
যাত্রা বিরতি...

কেউ যদি আগ্রহ বোধ করেন তাহলে আমার ফ্লিকার লিংক
http://www.flickr.com/photos/oshuvo/

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

হাসান রায়হান's picture


মিস করলাম। Sad

ঐদিন বিকালে আকাশের রং যা হয়েছিলনা !

সবগুলি ছবিই ভালো হয়েছে। রকেটের কম্পো টা দারুন।

রায়েহাত শুভ's picture


আর বইলেন না, ব্যাটারী ডাউন হয়া কি যে ভেজালে ফালায়া দিস্লো আমারে Sad নৈলে বসিলা থিকা ফেরত আস্তাম এক্কেবারে রাতে...

শওকত মাসুম's picture


বাহ। খুব সুন্দর

রায়েহাত শুভ's picture


থ্যাংক্স মাসুম ভাই...

সাঈদ's picture


দারুন । কিন্তু মোটা পাইপ কি ড্রেজ়িং এর নাকি ভরাটের জন্য ????

রায়েহাত শুভ's picture


কি জানি, তবে নদীর দিকেই মুখ করা দেখলাম...

রাসেল আশরাফ's picture


এতো সুন্দর ছবি দেখলে খালি মনে হয় "এদের হাত কেটে বাধিঁয়ে রাখা উচিত" কোন জাদুঘরে।

ছবিগুলা সেইরকম সুন্দর।

রায়েহাত শুভ's picture


ধুর মিয়া বদ্দুয়া দেন কেন? হাত না তাক্লে ফটুক তুলমু কেম্মে? Tongue Tongue

রশীদা আফরোজ's picture


এতো সুন্দর!

১০

রায়েহাত শুভ's picture


ধন্যবাদ রশীদা আপা...
সাথে আমার হাবিজাবিতে স্বাগতম...

১১

আনিকা's picture


কটঠিননননননননন Smile

১২

রায়েহাত শুভ's picture


ধৈন্যা আনিকা...

১৩

মামুন ম. আজিজ's picture


Tongue Wink Smile

১৪

রায়েহাত শুভ's picture


জিবলা দেখান কেন??? Stare Stare Stare Wink

১৫

আহসান উদ্দিন's picture


চমৎকার সবগুলো ছবি। "যাত্রা বিরতি" টা অসম্ভব সুন্দর।

১৬

ভাঙ্গা পেন্সিল's picture


রংসব দারুণ আসছে। প্রসেস করা নাকি ক্যামেরার আউটপুটই এমন? ডিপিআই তো বেশ ভাল মনে হচ্ছে।

১৭

রায়েহাত শুভ's picture


মেন ইন এ্যকশন-০১ টা একটু বেশি প্রসেস করা, বাকি গুলো নর্মাল লেভেল এ্যডজাস্ট করা হৈছে Smile

১৮

মীর's picture


ছবি ভালো পাইলাম। Smile আর এই লাইনটাও ভালো পাইলাম ..

তারপরও সবার সাথে জুড়ে থাকার একটা প্রবণতা কাজ করে সবসময়ই

১৯

রায়েহাত শুভ's picture


ঐ কথা গুলাইতো আসল Big smile

২০

চাঙ্কু's picture


ছবিগুলা জোশ হইছে জেডা। নৌকাবাইচ কোথায় হইছে ??

২১

রায়েহাত শুভ's picture


বসিলাতে জেডা...
তুমারে বহুদিন পর দেইখা মনে আনন্দ লাগতেছে...

২২

মামুন ম. আজিজ's picture


লোভনীয়

২৩

শাওন৩৫০৪'s picture


ফডুডি দেখলেই ভালো লাগে, আবার ভালো লাগার জন্য দেখি, আবার দেখলেই ভাললাগে---জডিল ম্যান---

২৪

মেসবাহ য়াযাদ's picture


তুমি ফটুকও তুলতে পারো ? বাহ, বেশ ? সোন্দর হৈছে

২৫

নুশেরা's picture


ভাল্লাগছে আঙ্কেল

২৬

তানবীরা's picture


অপূর্ব

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...