থাবা বাবা
ব্লগার থাবা বাবা (আহমেদ রাজীব হায়দার) পেশায় একজন আর্কিটেক্ট ছিলেন। শাহবাগ মুভমেন্টের সাথে জড়িত ছিলেন। ১২ তারিখেও তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে।
কিছুক্ষণ আগেই জানতে পারলাম, তাকে নৃশংস ভাবে জবাই করে মেরে ফেলা হয়েছে। মীরপুরের কালসিতে তার লাশ পাওয়া গেছে।
অন্য ব্লগ সুত্রে জানতে পারলাম, সোনার বাংলাদেশ নামের এক ছাগু ব্লগে তাকে নিয়ে লেখা হয়েছিলো গত ৪ দিন আগে। এরপরে, আজকে আন্দোলনের টাইম বেঁধে দেবার পর এই সংবাদ...
রেস্ট ইন পিস থাবা...
হুমকি দেয়া ব্লগের লিংক
কিছু চিন্তা করতে পারছি না
অক্ষম ক্ষোভে শরীর অবশ হয়ে আসছে
পরিস্থিতি পুরো আবার পালটে গেছে
শেষ মরণ কামড় দেয়া শুরু হইলো মনে হয়
এটাই কি থাবা বাবার ব্লগ? নাকি অপপ্রচার ?
http://nuranichapa.wordpress.com/author/thabababa/
একদল দেখি ফেবুতে মজা করতেসে, নাস্তিক ছিল, মেরে ফেলা ঠিক হইসে। এর মানে কি? অন্য ধর্মালম্বী, নাস্তিকদের খুন করে ফেলা ইসলাম ধর্ম!!!!
যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে লড়াই করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালায়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলিবিদ্ধ করা হবে বা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে। অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় তাদের জন্য এ অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে আর আখেরাতের রয়েছে তাদের জন্য এর চাইতেও বড় শাস্তি”। (৫. মায়েদাহঃ৩৩)
এই আয়াতের কোথায় আল্লাহ আপনাকে হত্যা করার অধিকার দিয়েছে?
রাতে ঘুমাতে পারি নি ঠিক ভাবে!
অনেক কষ্ট পেলাম। থাবা বাবার খরর শুনে। কিন্তু, থাবা বাবা কে, কি করত, তার সম্পর্কে আমি কিছুই জানি না।
এখন সময় সতর্ক থাকার।
অনেক দিনের মধ্যে এরকম ধাক্কা খাইনাই কোন খবরে।
মন্তব্য করুন