শিরোনামহীন...
আমার ছিলো ইচ্ছে ঘুমের দেশ
আনন্দেরই ঝলমলে লাল ডানা
তোমার ছিলো ঘুমের সাথে আড়ি
অশ্রু জমাট দিঘীর জলে নামা
আনন্দ আর ঘুমের বিনিময়ে
তোমার সাথে আমার জানাশোনা
প্রহরগুলো কাটছিলো সব ভালোই
সুর্য এবং চাঁদের যুগল আলোয়
এরই মাঝে কালো মেঘের ভেলা
সেই পুরোনো অশ্রু ছোঁয়া খেলা
হারিয়ে যাওয়ার একটু খানিক আগে
সীমারেখা আঁকলে কালো দাগে
তাকিয়ে আছি তোমার পথের পানে
হঠাৎ যদি ফেরো আমার টানে
অলস সময় সিগারেটের ধোঁয়ায়
মদির হয়ে খুঁজতে থাকে তোমায়
আসবেনা আর সত্য করেই জানি
কিন্তু সেটা কেমন করে মানি
অপেক্ষা আর প্রতীক্ষাতে রাত
তোমার হাতে অন্য কারোর হাত
কবিতা ভালো হইসে। শুধু এখানে পোস্ট না করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করলেও পারেন
আরে! বন্ধুবান্ধদের সাথেইতো শেয়ার করলাম...
গানের মতো সুখপাঠ্য বস্তুত দারুন!
খাইসে...
কবিতা সুখপাঠ্য হয়েছে।
থ্যাংকু থ্যাংকু...
অপেক্ষা আর প্রতীক্ষাতে রাত
আমার শিরোনামে কেন তোমার হাত...
জাতির বিবেকের কাছে প্রশ্ন আমার শিরোনাম কি করে শুভ ভাই এর হাতে গেল?
শুভ তো নিজেই শুভ তার জন্য তার জন্য আর কি শুভ কামনা করবো? ভাল থাকুন শুভ ভাই। ভাল লাগলো।
কোন শিরোনামে হস্ত দিলুম???
থ্যাংকু থ্যাংকু, আমাকে 'আমি' কামনা জানানোর জন্যে...
আরে, কইরা ফেলেন ট্রান্সলেট। দেরী হইলেও কুনু সমস্যা নাই
ছ্যাঁকার ছড়া ভালো হইছে
ছ্যাকা???
কইলেন?? কইতে পারলেন এম্নে??? 
ভালো হৈছে বস।
আরে এইটা কে? কত্তদিন পরে দেখলাম আপনারে...
ইশ, যদি একটা কইরা স্ট্যাম্পের ব্যবস্থা করা যাইতো। কত্ত জমি জিরাতের মালিক হইয়া যাইতাম এদ্দিনে...
ব্লগার হওয়ার দুষে ফুন কিনতেও টিপসই দেওয়া লাগলো
শাহবাগী নাস্তিক বইলা কথা
আহা! ।এজন্য ছ্যাকা দিলো !! কে সেই পাষাণী ??? ।একবার নামটা বলেন ।
কি কর্বেন? পাষাণী র কালু হাত ভেঙ্গে দিবেন গুড়িয়ে দিবেন
পাষাণীর হাত কালু ? এমনে কইতে পারলেন? রেসিস্ট পুরুষ জাতি । গেছেগা ভালৈছে । অন্য কারো হাতে শুধু হাত কেন ...... বাকীটা আর কৈলাম না ।
ইয়ে মানে আমি ছুটু আমাকে বকা দিপেন না...
রেসিস্ট পুরুষ এখন কপাল চাপড়াইয়া কান্দেন পাটি বিছাইয়া ।
ও! মডুর কালু হাত কইলে রেসিস হয়না, পাষাণী র কালু হাত কইলেই রেসিস?
জানাশোনা তো মিষ্টিই ছিলো ।
তারপর
এমন কেন? অন্য কারো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও । এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন ।
আপ্নেও দেখি ডাইরেক্ট একশন চান...
থাউকা, আর কিসু কইলাম না...
ইয়ে মানে, আমি তো আপ্নের আর আপনের হেতের কথা কইলাম । আমার তো এমনেই তপ্ত সারাবেলা ।
এখনো তপ্ত বেলা যায়? -
চৈত মাসের রইদে তপ্ত থাকব না তো কি বরফ পানি থাকপে ?
আমিতো শুন্সিলাম এইখানে রইদের কুনু হাত নাইক্যা
হাত ছাড়াই তে রইদ বিছানায় এলায়া পড়ছে ।
শুরুটাই ভাল লাগল বেশি-
থ্যাংকু থ্যাঙ্কু...
আহারে!
ভাল লাগলো, আমিও টিপসই দিলাম
আহারে...
সিরাম! একটি সফল জেপনমুখি ব্যার্থ পেমের গান হইতারে!
অনেক দিন পর আপনের কবিতা পইড়া ভাল্লাগলো খুব।
থ্যাংকু থ্যাংকু ছুটু বালক...
ওহ! নো! আবার? আহা!
হায় হায়...
এখন তো মনে হইতেছে কবিতার লগেও ডিসক্লেইমার দিতে হইবো- সম্পুর্ণ কাল্পনিক। জীবিত বা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে সেইটা কাকতাল মাত্র...
গেছেগা ভালৈছে । অন্য কারো হাতে শুধু হাত কেন ...... অন্য কারো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও । এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন ।
পাঠে ধন্যবাদ জানবেন

মন্তব্য করুন