ইউজার লগইন

শিরোনামহীন...

আমার ছিলো ইচ্ছে ঘুমের দেশ
আনন্দেরই ঝলমলে লাল ডানা
তোমার ছিলো ঘুমের সাথে আড়ি
অশ্রু জমাট দিঘীর জলে নামা
আনন্দ আর ঘুমের বিনিময়ে
তোমার সাথে আমার জানাশোনা

প্রহরগুলো কাটছিলো সব ভালোই
সুর্য এবং চাঁদের যুগল আলোয়
এরই মাঝে কালো মেঘের ভেলা
সেই পুরোনো অশ্রু ছোঁয়া খেলা
হারিয়ে যাওয়ার একটু খানিক আগে
সীমারেখা আঁকলে কালো দাগে

তাকিয়ে আছি তোমার পথের পানে
হঠাৎ যদি ফেরো আমার টানে
অলস সময় সিগারেটের ধোঁয়ায়
মদির হয়ে খুঁজতে থাকে তোমায়
আসবেনা আর সত্য করেই জানি
কিন্তু সেটা কেমন করে মানি

অপেক্ষা আর প্রতীক্ষাতে রাত
তোমার হাতে অন্য কারোর হাত

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

একজন মায়াবতী's picture


কবিতা ভালো হইসে। শুধু এখানে পোস্ট না করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করলেও পারেন Tongue

রায়েহাত শুভ's picture


আরে! বন্ধুবান্ধদের সাথেইতো শেয়ার করলাম...

আরাফাত শান্ত's picture


গানের মতো সুখপাঠ্য বস্তুত দারুন!

রায়েহাত শুভ's picture


খাইসে... Smile

অকিঞ্চনের বৃথা আস্ফালন's picture


কবিতা সুখপাঠ্য হয়েছে।

রায়েহাত শুভ's picture


থ্যাংকু থ্যাংকু...

নীড় _হারা_পাখি's picture


অপেক্ষা আর প্রতীক্ষাতে রাত
আমার শিরোনামে কেন তোমার হাত...
জাতির বিবেকের কাছে প্রশ্ন আমার শিরোনাম কি করে শুভ ভাই এর হাতে গেল?
শুভ তো নিজেই শুভ তার জন্য তার জন্য আর কি শুভ কামনা করবো? ভাল থাকুন শুভ ভাই। ভাল লাগলো।

রায়েহাত শুভ's picture


কোন শিরোনামে হস্ত দিলুম??? Shock

থ্যাংকু থ্যাংকু, আমাকে 'আমি' কামনা জানানোর জন্যে...

নরাধম's picture


Smile দারুন পছন্দ হইছে, সময় থাকলে ইংরেজী করতাম এটা।

১০

রায়েহাত শুভ's picture


আরে, কইরা ফেলেন ট্রান্সলেট। দেরী হইলেও কুনু সমস্যা নাই Smile

১১

লীনা দিলরুবা's picture


ছ্যাঁকার ছড়া ভালো হইছে Smile

১২

রায়েহাত শুভ's picture


ছ্যাকা??? Shock কইলেন?? কইতে পারলেন এম্নে??? Sad

১৩

শর্মি's picture


ভালো হৈছে বস।

১৪

রায়েহাত শুভ's picture


আরে এইটা কে? কত্তদিন পরে দেখলাম আপনারে...

১৫

টুটুল's picture


টিপ সই

১৬

রায়েহাত শুভ's picture


ইশ, যদি একটা কইরা স্ট্যাম্পের ব্যবস্থা করা যাইতো। কত্ত জমি জিরাতের মালিক হইয়া যাইতাম এদ্দিনে... Tongue

১৭

জ্যোতি's picture


ব্লগার হওয়ার দুষে ফুন কিনতেও টিপসই দেওয়া লাগলো Smile

১৮

রায়েহাত শুভ's picture


শাহবাগী নাস্তিক বইলা কথা Wink

১৯

জ্যোতি's picture


আহা! ।এজন্য ছ্যাকা দিলো !! কে সেই পাষাণী ??? ।একবার নামটা বলেন ।

২০

রায়েহাত শুভ's picture


কি কর্বেন? পাষাণী র কালু হাত ভেঙ্গে দিবেন গুড়িয়ে দিবেন Tongue

২১

জ্যোতি's picture


পাষাণীর হাত কালু ? এমনে কইতে পারলেন? রেসিস্ট পুরুষ জাতি । গেছেগা ভালৈছে । অন্য কারো হাতে শুধু হাত কেন ...... বাকীটা আর কৈলাম না ।

২২

রায়েহাত শুভ's picture


ইয়ে মানে আমি ছুটু আমাকে বকা দিপেন না...

২৩

জ্যোতি's picture


রেসিস্ট পুরুষ এখন কপাল চাপড়াইয়া কান্দেন পাটি বিছাইয়া ।

২৪

রায়েহাত শুভ's picture


ও! মডুর কালু হাত কইলে রেসিস হয়না, পাষাণী র কালু হাত কইলেই রেসিস? Stare

২৫

জ্যোতি's picture


জানাশোনা তো মিষ্টিই ছিলো ।
তারপর

অপেক্ষা আর প্রতীক্ষাতে রাত
তোমার হাতে অন্য কারোর হাত

এমন কেন? অন্য কারো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও । এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন ।

২৬

রায়েহাত শুভ's picture


আপ্নেও দেখি ডাইরেক্ট একশন চান... Wink থাউকা, আর কিসু কইলাম না...

২৭

জ্যোতি's picture


ইয়ে মানে, আমি তো আপ্নের আর আপনের হেতের কথা কইলাম । আমার তো এমনেই তপ্ত সারাবেলা । Smile

২৮

রায়েহাত শুভ's picture


এখনো তপ্ত বেলা যায়? - Crazy

২৯

জ্যোতি's picture


চৈত মাসের রইদে তপ্ত থাকব না তো কি বরফ পানি থাকপে ?

৩০

রায়েহাত শুভ's picture


আমিতো শুন্সিলাম এইখানে রইদের কুনু হাত নাইক্যা Tongue

৩১

জ্যোতি's picture


হাত ছাড়াই তে রইদ বিছানায় এলায়া পড়ছে । Tongue

৩২

মর্ম's picture


শুরুটাই ভাল লাগল বেশি-

আমার ছিলো ইচ্ছে ঘুমের দেশ
আনন্দেরই ঝলমলে লাল ডানা
তোমার ছিলো ঘুমের সাথে আড়ি
অশ্রু জমাট দিঘীর জলে নামা
আনন্দ আর ঘুমের বিনিময়ে
তোমার সাথে আমার জানাশোনা

৩৩

রায়েহাত শুভ's picture


থ্যাংকু থ্যাঙ্কু...

৩৪

নিভৃত স্বপ্নচারী's picture


অপেক্ষা আর প্রতীক্ষাতে রাত
তোমার হাতে অন্য কারোর হাত

আহারে! Tongue

ভাল লাগলো, আমিও টিপসই দিলাম Smile

৩৫

রায়েহাত শুভ's picture


আহারে... Laughing out loud

৩৬

বিষণ্ণ বাউন্ডুলে's picture


সিরাম! একটি সফল জেপনমুখি ব্যার্থ পেমের গান হইতারে!

অনেক দিন পর আপনের কবিতা পইড়া ভাল্লাগলো খুব।

৩৭

রায়েহাত শুভ's picture


থ্যাংকু থ্যাংকু ছুটু বালক...

৩৮

শওকত মাসুম's picture


ওহ! নো! আবার? আহা!

৩৯

রায়েহাত শুভ's picture


হায় হায়...
এখন তো মনে হইতেছে কবিতার লগেও ডিসক্লেইমার দিতে হইবো- সম্পুর্ণ কাল্পনিক। জীবিত বা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে সেইটা কাকতাল মাত্র...

৪০

তানবীরা's picture


অপেক্ষা আর প্রতীক্ষাতে রাত
তোমার হাতে অন্য কারোর হাত

গেছেগা ভালৈছে । অন্য কারো হাতে শুধু হাত কেন ...... অন্য কারো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও । এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন ।

৪১

রায়েহাত শুভ's picture


পাঠে ধন্যবাদ জানবেন Wink Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...