ইউজার লগইন

বিপ্রতীপ সম্পর্কের জ্যামিতি

*
দেয়াল ঘেঁষে নেমে আসে বোকাটে রোদ,
সাময়িক শ্যাওলার ভেলভেটে আয়েশী হামাগুড়ি দিয়ে।

দেয়ালের ওপাশে থাকা বিষণ্ণ গাছটিও জেনেছে বোকাটে নেমে আসা গান।
বোঝেনি তারা,
বোকাটে গানের সুরটা লেখা হয়েছে বিষণ্ণ গাছটাকে ভেবেই।

শ্যাওলা বেছে নিয়েছে আধো আলো আধো ছায়ার সম্পর্ক,
সে ভাবতে পারেনি উজ্জ্বল রোদ তাকে দিতে পারে বৃক্ষের স্বাধীনতা।
বিষণ্ণ গাছটিও রয়ে গেছে দেয়ালের ওইপাশে, যেখানে ছিটেফোঁটা রোদ উঁকি মারে অনভ্যাসে।

রোদের সাধ্য ছিলো দেয়ালটাকে ভেঙ্গে ফেলে
বিষণ্ণ গাছটাকে আলিঙ্গনের,
তার মনের অশ্রুগুলোকে এক নিঃশ্বাসে পান করার,
দু’জন মিলেমিশে জীবনের গানে মেতে ওঠার।

বোকা রোদ,
বরাবরের অনভস্ততায় বাঁধা পড়ে রইলো দেয়ালের কার্ণিশে,
আর লিখতে থাকলো বিপ্রতীপ সম্পর্কের সংখ্যাতত্ত্ব।



_________________________________________________________
*আলসেমীর জং কাটানোর চেষ্টা

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


দারুণ লিখেছো। ব্যাপক পছন্দ হৈছে।

রায়েহাত শুভ's picture


ঘটনাটা কি বুঝতে পারছেন? Crazy

একজন মায়াবতী's picture


আলসেমীর জং কাটানো ভালো লাগছে। Smile

রায়েহাত শুভ's picture


Smile ধৈন্যা ধৈন্যা...

এস এম শাহাদাত হোসেন's picture


শ্যাওলা বেছে নিয়েছে আধো আলো আধো ছায়ার সম্পর্ক,
সে ভাবতে পারেনি উজ্জ্বল রোদ তাকে দিতে পারে বৃক্ষের স্বাধীনতা।

দারুণ! খুউউব ভালো লাগলো।

রায়েহাত শুভ's picture


ধন্যবাদ...

প্রিয়'s picture


বোকা রোদ,
বরাবরের অনভস্ততায় বাঁধা পড়ে রইলো দেয়ালের কার্ণিশে,
আর লিখতে থাকলো বিপ্রতীপ সম্পর্কের সংখ্যাতত্ত্ব।

এই লাইন তিনটা অসাম। Smile Smile
ও ভাল কথা, আলসেমীর জং কি কাটসে?

রায়েহাত শুভ's picture


আলসেমীর জং কাটছে একটু একটু করে...

বিষণ্ণ বাউন্ডুলে's picture


*আলসেমীর জং কাটানোর চেষ্টা

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


এই লাইনটা সবচে ভালা হৈছে! Tongue

বোকা রোদের জইন্য সমবেদনা,
কিন্তু শেষ লাইনটা বুঝলাম না.. Puzzled

১১

রায়েহাত শুভ's picture


ফুটনোট ভালো লাগলো Sad

১২

মীর's picture


আমি জং কাটাইতে চাই না।
বৃত্ত ভাই কিরামাছুইন? Smile

১৩

রায়েহাত শুভ's picture


এইটা ঠিক না। Stare

আমি আছি বাইচা Tired

১৪

মীর's picture


আর আপনে যে বাইচা থাকতে থাকতে টায়ার্ড হয়ে পড়লেন, এইটা কি? Big smile
তাড়াতাড়ি বাইচা আছেন এইজন্য খুশি হন। পার্টি

১৫

রায়েহাত শুভ's picture


এই সিচুয়েশনে আশাহীনতার ভিত্রে বাইচা থাইকা খুশি হৈতে বলেন? Nerd আপনি মিয়া একটা অপটিমিস্ট (গালি দেইনাই কিন্তু Wink)

১৬

মীর's picture


এই সিচুয়েশনের ভিত্রেও বাইচা আছেন, এরচে' বেশি আর কি চান? SurprisedSurprised

১৭

রায়েহাত শুভ's picture


সেইটাই তো কইতেছি। বাইচা আছই দেইখাই টায়ার হইয়া গেসি। আর আপনে কইতেছেন পাট্টি করতে? Shock

১৮

মীর's picture


থাকেন আপনে টায়ার্ড হইয়া। আমি কতখানি বাইচা আছি এইটা চেক করন দর্কার। যে কারণে এখন শহরের বৃষ্টিভেজা অসামান্য রাস্তার ওপরে চূড়ান্ত স্পীড তুলে ঘুরেফিরে বেড়াতে হবে।
টা টা বাই বাই, আবার যেন দেখা পাই.. Smile

১৯

জেবীন's picture


বাহ! এই না বৃত্ত ফর্মে ফিরছে! Crazy আহা, আবার আবারো সে বুঝতে পারার বাউন্ডারির উপ্রে দিয়া পার হইয়া যাওয়া কবিতা লেখা শুরু করছে! Tongue
কবিতা পইড়া যথারীতি কিচ্ছু বুঝিনাই! Cool

২০

তানবীরা's picture


আহা, আবার আবারো সে বুঝতে পারার বাউন্ডারির উপ্রে দিয়া পার হইয়া যাওয়া কবিতা লেখা শুরু করছে!
কবিতা পইড়া যথারীতি কিচ্ছু বুঝিনাই!

ওহ আমি একা না, না বোঝার দলে, পরথমেতো আমি একা দেখে ভয়ে মনতব্যই করি নাই Sad

২১

রায়েহাত শুভ's picture


হায়রে আমার কপাল Steve Puzzled এত সুজা কবিতা তারপরেও??? Thinking

২২

কামরুল হাসান রাজন's picture


সুপারুন জটিলুন Smile Smile Smile

২৩

রায়েহাত শুভ's picture


Smile Smile Smile ধৈন্যা ধৈন্যা...

২৪

ভাস্কর's picture


বৃত্তের আগের কোনো কবিতার লগে এই কবিতার কোনো মিল পাইলাম না। এই কবিতায় সে নিজেরে ভাঙছে পুরাপুরি। আর সেই কারনেই মনে হয় টায়ার্ড হইয়া পড়ছে...

২৫

রায়েহাত শুভ's picture


ইনটেনশনালি নিজেরে ভাঙ্গার চেষ্টা করছিলাম, আপনার কমেন্টে মনে হইতেছে সফলও হইছি... ধৈন্যা...

২৬

আরিশ ময়ূখ রিশাদ's picture


আপ্নার কবিতা আমি প্রথম পড়লাম, মুগ্ধ হলাম!

২৭

রায়েহাত শুভ's picture


ধৈন্যা... Smile

২৮

আহমাদ মোস্তফা কামাল's picture


বৃত্তর লেখা বুঝি বইলা আমার অবুঝ মনে একটা ভ্রান্ত-ধারণা-সঞ্জাত গৌরববোধ ছিলো। সুখের কথা হইলো - এই কবিতা পইড়া সেই ভ্রান্তি কাটলো, আর দুঃখের কথা - গৌরববোধটাও চুরমার হয়া গেল! Sad

বোঝা-না-বোঝা নিয়া কিন্তু কিছু বলি নাই আমি; নিজের দুর্দশারে একটু চিহ্নিত করার চেষ্টা করলাম আর কি! Wink

কবিতা-টা ভাল্লাগছে। কিন্তু এইটার পিছনের ঘটনাটা জানতে পারলে বোধহয় বোধগম্য হইতো পুরা ব্যাপারটা!

২৯

রায়েহাত শুভ's picture


Sad এত সহজবোধ্য একটা লেখা নিয়ে এভাবে বললে আমি আর কিই বা বলতে পারি?? Sad(

৩০

রণদীপম বসু's picture


কে বলছে সহজবোধ্য ! আমার তো মাথামুথা মুড়াইয়া গেছে বুঝতে গিয়া !!
তয় সে মুহূর্তেই কবিতার মৃত্যু ঘটে, যে মুহূর্তে কবি তাঁর কাব্যের ব্যাখ্যা নিয়ে হাজির হন।
অতএব দোহাই, ভুলেও এ কাজ করতে যাবেন না ! নিন্দুকেরা অনেক কিছুই বলবে, হা হা হা !!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...