ইউজার লগইন

...ইতি, আব্বু। [শুরুরও অনেক আগে]

অনেকদিন ধরেই ভাবছি। আমার মনের ভেতরে চুপটি করে বসে থাকা আমার শিশুকন্যাটা, যার নাম আরো দু'বছর আগেই রেখেছি শুদ্ধ শুচিস্মিতা, তাকে উদ্দেশ্যে অনেকগুলো চিঠি লিখে রাখবো ব্লগে। যার ভিতর দিয়ে সে তার বাবাকে জানতে পারবে। তার মা কে চিনতে পারবে। তার জন্য বাবার আবেগ কেমন ছিলো, তাকে ঘিরে তার বাবার স্বপ্নগুলো কেমন ছিলো, কিভাবে সেই স্বপ্নগুলোর বিবর্তন হ'লো। সব... সব... কিছু জানিয়ে রাখবো ওকে অকপটে। ও যেদিন বারো'তে পা দেবে, সেদিন ওকে ব্লগে বসতে বলবো। পড়তে বলবো ওকে লেখা বাবার লেখা চিঠিগুলো।
ভাবছি, ওর মা'এর সাথে পরিচয়ের আগে থেকেই ওকে ঘিরে যেই আবেগ গুলি তৈরী হয়েছে বা হচ্ছে সেগুলো জানবার অধিকারও আমার শুদ্ধ'র আছে। ও যে শুদ্ধ হবে। সব দিক থেকেই শুদ্ধ, ওর হাসি হবে পবিত্র। ও যেনো বাবার সবকিছু জেনেই বেড়ে ওঠে, বাবাকে ভালো-খারাপ সব ভাবেই দেখতে শেখে। তাহলেই আমার শুচিস্মিতার মুখে পবিত্র হাসি ফুটে উঠবে, আমার শুদ্ধ'র মন হবে পরিশুদ্ধ। আমার শুদ্ধ শুচিস্মিতা'র উদ্দেশ্যে চিঠি লেখা শুরু করবার আগে এই ভুমিকা লিখে রাখলাম। যাতে চিঠি গুলো বুঝতে মেয়েটা কোনোরকম বাধার মুখেই না পড়ে। সাথে ব্লগে যারা টাইম টু টাইম এই সিরিজের লেখাগুলো পড়বেন তারাও যেনো বিভ্রান্ত না হন সেটাও একটা মেজর কনসার্ন...

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


গুছানো চিনতা Smile ইয়ং জেনারেশন Big smile

ব্লগে বসতে বয়স বারো হতে লাগবে? হুম

শুদ্ধ শুচিস্মিতার মায়ের নামটা যেনো কি? Laughing out loud

রায়েহাত শুভ's picture


অন্তত নিজে পড়ে বুঝতে পারবার বয়স হতে হবে না? Laughing out loud

শুদ্ধ শুচিস্মিতার আম্মুর সাথে পরিচয় হলে অবশ্যই তার নাম লিখে দেবো। আমার মেয়েটার সাথে অন্তত কোনো রকম মিথ্যাচারের অবকাশ রাখবো না।

বাফড়া's picture


পোস্ট পইড়া ইন্ডিয়ানা জোন্সের পুলা নেসার আলী'র কথা মনে পড়ল... চিঠি লিখ... আমরা পইড়া দেখি... কোথাও ভূলচুক করলে শুধরায়া দিমুনে Smile ... এই লাইনে প্ল্যনিংয়ের বহুত একসপিরিয়েন্স আচে কিনা তাই Smile

রায়েহাত শুভ's picture


হ তুম্রা চাচা-মামা-ফুপু-খালারা তো আছোই ভুল শুধরানির লাইগা Smile

ভাস্কর's picture


আমার অবশ্য খুবেকটা সুবিধার লাগতেছেনা বিষয়টা। মেয়েটারে জন্মানোর আগেই তারে কেমন হইতে হইবো এমন একটা রূপরেখা দেয়ার চেষ্টা হইলে তো ভীষণ বিপদ। তার স্বাধীনতায় হস্তক্ষেপ না হইলেই ভালো...তবে বাবার চিঠি যদি বাবার নিজের স্বপ্ন শেয়ার করা হয় তাইলে হ্যাটস অফ!

রায়েহাত শুভ's picture


আমি সন্তানেরে কেমন হইতে হইবো সেইটা কখনোই নির্ধারন কইরা দেওনের পক্ষপাতি না। আসলে এইটা আমার স্বপ্নগুলা তার সাথে শেয়ার করার ইচ্ছা থিকাই লিখনের চিন্তা করছি।

লাবণী's picture


চমৎকার আইডিয়া!!
শুদ্ধ শুচিস্মিতা-কে আগাম স্বাগতম!
চিঠি পড়ার আগ্রহ হচ্ছে----লিখা শুরু করে দিন Smile

রায়েহাত শুভ's picture


শুরু করবো বলেই তো ভুমিকা Smile কয়েক দিনের ভিতরেই প্রথম চিঠি লিখবো আশা রাখি...

সাবেকা's picture


অপেক্ষায় থাকলাম । Smile

১০

রায়েহাত শুভ's picture


ধন্যবাদ... Smile

১১

হাসান রায়হান's picture


জটিল আইডিয়া!

১২

রায়েহাত শুভ's picture


আপনার লগে শেয়ার করছিলাম কিন্তু Tongue

১৩

লীনা দিলরুবা's picture


খাইছে!

১৪

রায়েহাত শুভ's picture


কি খাইছে? কেন খাইছে? Wink

১৫

লীনা দিলরুবা's picture


পোলাপাইনের শরম কইমা গেছে Steve

১৬

রায়েহাত শুভ's picture


কি কন এইসপ? শরম কেম্নে কম্লো??? Shock Tongue

১৭

লীনা দিলরুবা's picture


আমাদের সময় বিয়ার আগে বাচ্চা-কাচ্চা নিয়া কথা বললে বড়বোনরা বলতো, ছি! লজ্জা-শরম কিছু নাই। থাপ্পড় মেরে দাঁত ফেলে দিবো Steve

১৮

রশীদা আফরোজ's picture


হা ঈশ্বর! আর বোলো না আপু, ঐদিন এক ছোট বোনরে কইলাম, শরীরটা ভালো যাইতেছে না, বমি পাইতেছে। মাইয়া কয়, মিষ্টি পাঠায়া দাও। ১৮ বছর বয়সী মাইয়ার মুখে এইটা শুনে আমি ধাক্কিত, যদিও এরকম বাতচিত হামেশাই আশপাশে শুনি তবু এখনো মাইনা নিতে গিয়া থমকিত হতে হয়।

১৯

হাসান রায়হান's picture


খাইয়া কিছু করছে? Tongue

২০

লীনা দিলরুবা's picture


Tongue

২১

রায়েহাত শুভ's picture


ভালো প্রশ্ন Tongue

২২

শওগাত আলী সাগর's picture


আইডিয়াটা পছন্দ হইছে। অপেক্ষায় থাকলাম। কন্যার নামটাও দারুন।

২৩

রায়েহাত শুভ's picture


ধন্যবাদ...ধন্যবাদ...

২৪

রশীদা আফরোজ's picture


কন্যার নাম বড়ই সৌন্দর্য তবে বাচ্চাটার কথা ভাইবা এক জায়গায় দুঃখ হইতাছে, তা হলো বেবির বাপে ছোডুকালে নিজের নাম লিখছে সহজে কিন্তু আমাদের ভাতিজি বেচারি...
ভালো উদ্যোগ। আশা করি, চিঠিগুলি চমৎকার হবে। অপেক্ষায় থাকলাম শুভ।

২৫

রায়েহাত শুভ's picture


কেন কেন? সে সহজ কইরা লিখবো শুচি Smile

২৬

রুম্পা's picture


আমারো এমন ইচ্ছে আছে। কিন্তু যেহেতু এখনো কোন কিছু গুছিয়ে করতে পারি নাই, এটাও হয়তো হবে না। Sad
আমারও খুব ইচ্ছে ইনশাল্লাহ "এ" এবং "জেড" বাদ দিয়ে বাংলা নাম রাখবো পোলাপানের।..সাজেশন দিতে পারেন এখন থেকেই। ভাণ্ডার পূর্ণ করতে থাকি। Smile
আপনাকে শুভ কামনা। নামটা খুবই সুন্দর।

২৭

হাসান রায়হান's picture


বাংলা নাম রাখার ইচ্ছার জন্য রুম্পাকে লাল সালাম ও -
THNX

২৮

রায়েহাত শুভ's picture


আরে থ্যাংক্স ম্যান...
অবশ্যই নাম খুঁজবো আপনার পোলাপানের জন্য।

২৯

নাজ's picture


আমি ঋহানের নাম রাখতে চাইছিলাম "শুদ্ধ" অথবা "শ্রেষ্ঠ"। কিন্তু, তার বাপ দিলো না Stare
অবশ্য ঋহানের এই "ঋহান" নামটা-ই এবি'তে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলো Smile

আপনার আইডিয়াটা চমৎকার! লেখাটা পড়ে আমারও ইচ্ছে করছে আমার সন্তান'কে নিয়ে আমার অনুভূতি গুলো লিখে রাখতে। ও বড় হয়ে যখন পড়বে কত কিছু জানবে! কিন্তু লিখতে পারবো না জানি। আরে, ঋহানের ছবি'র সিরিজ-টাই সময়ের অভাবে (আজাইরা কাজে টাইম কোন দিকে যায়টেরো পাইনা) বন্ধ হয়ে গেলো আর এইসব লেখা তো আমার জন্য কল্পনা Sad

তবে আপনি লিখে ফেলেন ভাইয়া। এইটা পড়ার জন্যই নাহয় এবি'তে আবার নিয়মিত আসার চেষ্টা করবো Wink

৩০

হাসান রায়হান's picture


কেন নিয়মিত আইবেননা ক্যান?

৩১

রায়েহাত শুভ's picture


তোমারে মিস করি বোইন। তোমার ইস্কুল-কলেজ এর চাপ কমবো কবে? নিয়মিত হও, কষ্ট কইরা হইলেও...

৩২

জেবীন's picture


আইডিয়া কিন্তু অনেক দারুন।
একজন মা'র ব্লগ পড়েছিলাম, নিজের ভেতরে একটু একটু করে বেবিটার বেড়ে ওঠা, সেসময়ে উনার অনুভূতি, তা খুশি কিবা, বিরক্তি সবটাই আবার পারিপার্শ্বিক পরিস্থিতি সবই এনেছিলে উনি। পড়ে খুব ভাল লেগেছে ওইটা।
আর তোমার প্ল্যানটা তো আরো ব্যাপক! মা কে পছন্দ করা থেকে শুরু, তাকে নিয়ে স্বপ্ন দেখা , আহা। Smile
কোন নাম পছন্দ হলে এমনি করে লাগে যে এই নামটা পছন্দ করে রাখলাম নিজের পিচ্চির জন্যে, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সেইটা আর আদতে রাখা হয় না। তবে তুমি যে পুরা নামটা ঠিক করে রেখেছো, দুষ্টামি করে না এটা ভালো লাগছে।

থাকলাম সিরিজের সাথে।

৩৩

রায়েহাত শুভ's picture


আমার যদি কোনো পিচ্চি আদৌ কোনদিন হয়, আমি অবশ্যই এই নামটা রাখবো...

৩৪

উচ্ছল's picture


বাহ বাহ দারুন পরিকণ্পনা। প্রথম চিঠির অপেক্ষায় থাকলাম।।

৩৫

রায়েহাত শুভ's picture


অপেক্ষা কিন্তু দীর্ঘও হইতে পারে Smile

৩৬

প্রিয়'s picture


শুদ্ধ শুচিস্মিতা-কে আগাম স্বাগতম।

৩৭

রায়েহাত শুভ's picture


শুচিস্মিতা'র আব্বুর পক্ষ থেকে শুভেচ্ছা...

৩৮

নরাধম's picture


কোনদিন মাইয়া না হইয়া যদি আপনের একটা পর একটা বদের হাড্ডি শয়তানের উস্তাদ পোলা হয়? তখন? Tongue Tongue

৩৯

রায়েহাত শুভ's picture


তাইলেও নামের প্রথম অংশ অন্তত বদলাইবো না Wink Tongue

৪০

নরাধম's picture


কিন্ত বদপোলার জন্য এত দার্শনিক-মানবিক কিছু না লিখে তাকে পিঠিয়ে তক্তা বানাইতে হবে! Big smile

৪১

রায়েহাত শুভ's picture


আমি বাচ্চাদের পিটায়া তক্তা বানানির ঘোর বিরোধী। মে বি সারাজীবনে বাপ-মা এর কাছে তক্তা পিটান খাইনাই বইলাই।

৪২

নরাধম's picture


ধুর, আপনে দেখি সিরিকাস হয়া গেছেন, আমি ফাইজলামি কইরা বলছিলাম। বাচ্চা-বুড়া-যোয়ান সকলকেই আমি পিঢানির বিরোধী।

৪৩

রায়েহাত শুভ's picture


আরে নাহ। সিরিকাস হমু কেন? ধুর ধুর...

৪৪

শাফায়েত's picture


ভালো আইডিয়া, ভালো নামকরণ। কিন্তু আমার একটু আপনার সঙ্গে দুষ্টামী করতে ইচ্ছা করতেসে, কোনোদিন যদি আপনার বিয়াই না হয় তখন? Wink

৪৫

রায়েহাত শুভ's picture


সেই সম্ভাবনাও কিন্তু ফেলে দিবার মতো না Wink
তখন আর কি হইবো? পোস্ট ডিলিট কইরা দুঃখ ভুলমু Tongue

৪৬

মীর's picture


নামটা খুব সুন্দর। সিরিজটাকে আমার কাছে বেশ কঠিন মনে হচ্ছে। কারণ মানুষের জীবন সবসময় এক সরলরেখায় চলে না। তবে আপনের সঙ্গেই আছি শুভ ভাই। চিন্তায়েন্না, দেখা যাক কি হয়।

৪৭

রায়েহাত শুভ's picture


এই সম্ভাবনাটা আছে বইলাইতো লিখে রাখার চিন্তা করছি। শুচিস্মিতার সাথে সাথে নিজেও নিজের পরিবর্তনগুলার ট্রাক দেখতে পারমু Smile

৪৮

একজন মায়াবতী's picture


জটিল আইডিয়া। সাথে আছি, তবে আমারও তাই মনে হইসে মেয়ে না হয়ে যদি ছেলে হয়? Big smile

৪৯

রায়েহাত শুভ's picture


Tongue পোলা হইলে কি আর করা শুদ্ধ রাখবো নাম। Laughing out loud

৫০

জ্যোতি's picture


পোষ্টটা সেদিন রাতেই পড়েছিলাম! কি মিষ্টি ভাবনাগুলো!
শুভ আর কেমনে বুঝাইবো যে তার বিবাহ জরুরী! ব্লগের বড় ভাই-বোনেরা কি কিছুই বুঝে না? ধিক্কার।

৫১

রায়েহাত শুভ's picture


ওরে ভাইরে ইহা কোনোভাবেই বিবাহেচ্ছা প্রকাশ মূলক পোস্ট নহে Wink

৫২

জ্যোতি's picture


ওই বেটা! মেযেটা আসবে কোথা থেকে শুনি!আগে মেয়ের আম্মু তো আসুক!

৫৩

রায়েহাত শুভ's picture


ওহ, তাইলে বিয়া না কইরা সুপার্মার্কেট থিকা মেয়ে পাওয়া যাইবো না??? Shock Stare Wink

৫৪

জ্যোতি's picture


হাহাহাহা। একটা কথা মনে পড়লো। এইখানে বলন যাইব না। Tongue Big smile

৫৫

রায়েহাত শুভ's picture


ফুন্দিয়া বলেন Wink

৫৬

জ্যোতি's picture


Tongue
হিন্দী গানের শব্দে জীবন ঝালাপালা। ছাদ থেকে লাফ দিতে ইচ্ছা করতাছে।

৫৭

শওকত মাসুম's picture


যে কোনো টিপস এর জন্য আছি কিন্তু Wink

৫৮

রায়েহাত শুভ's picture


আপনার কতা মাথার হাড্ডির ভিতর সেভ কইরা রাখলাম Laughing out loud Tongue

৫৯

নাহীদ Hossain's picture


দারুন আইডিয়া। পছন্দ হইলো ...
দোয়া করি অনেক অনেক শুদ্ধ শুচিস্মিতা আসুক আপ্নের জীবনে Tongue

৬০

রায়েহাত শুভ's picture


ঐ দোয়া কৈরেন না নাহিদ ভাই Smile

৬১

শর্মি's picture


শুচিস্মিতা'র জন্য রূপকথা লিখা শুরু করতে পারেন। তাহলে আর ১২ পর্যন্ত অপেক্ষা করতে হবেনা মেয়ের।

৬২

রায়েহাত শুভ's picture


রুপকথা পারিনা লিখতে Sad

৬৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ভাল লেখা।

গুগল ক্রোমের একটা দারুণ টিভিসি মনে করিয়ে দিলেন!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...