...ইতি, আব্বু। [শুরুরও অনেক আগে]
অনেকদিন ধরেই ভাবছি। আমার মনের ভেতরে চুপটি করে বসে থাকা আমার শিশুকন্যাটা, যার নাম আরো দু'বছর আগেই রেখেছি শুদ্ধ শুচিস্মিতা, তাকে উদ্দেশ্যে অনেকগুলো চিঠি লিখে রাখবো ব্লগে। যার ভিতর দিয়ে সে তার বাবাকে জানতে পারবে। তার মা কে চিনতে পারবে। তার জন্য বাবার আবেগ কেমন ছিলো, তাকে ঘিরে তার বাবার স্বপ্নগুলো কেমন ছিলো, কিভাবে সেই স্বপ্নগুলোর বিবর্তন হ'লো। সব... সব... কিছু জানিয়ে রাখবো ওকে অকপটে। ও যেদিন বারো'তে পা দেবে, সেদিন ওকে ব্লগে বসতে বলবো। পড়তে বলবো ওকে লেখা বাবার লেখা চিঠিগুলো।
ভাবছি, ওর মা'এর সাথে পরিচয়ের আগে থেকেই ওকে ঘিরে যেই আবেগ গুলি তৈরী হয়েছে বা হচ্ছে সেগুলো জানবার অধিকারও আমার শুদ্ধ'র আছে। ও যে শুদ্ধ হবে। সব দিক থেকেই শুদ্ধ, ওর হাসি হবে পবিত্র। ও যেনো বাবার সবকিছু জেনেই বেড়ে ওঠে, বাবাকে ভালো-খারাপ সব ভাবেই দেখতে শেখে। তাহলেই আমার শুচিস্মিতার মুখে পবিত্র হাসি ফুটে উঠবে, আমার শুদ্ধ'র মন হবে পরিশুদ্ধ। আমার শুদ্ধ শুচিস্মিতা'র উদ্দেশ্যে চিঠি লেখা শুরু করবার আগে এই ভুমিকা লিখে রাখলাম। যাতে চিঠি গুলো বুঝতে মেয়েটা কোনোরকম বাধার মুখেই না পড়ে। সাথে ব্লগে যারা টাইম টু টাইম এই সিরিজের লেখাগুলো পড়বেন তারাও যেনো বিভ্রান্ত না হন সেটাও একটা মেজর কনসার্ন...
গুছানো চিনতা
ইয়ং জেনারেশন
ব্লগে বসতে বয়স বারো হতে লাগবে? হুম
শুদ্ধ শুচিস্মিতার মায়ের নামটা যেনো কি?
অন্তত নিজে পড়ে বুঝতে পারবার বয়স হতে হবে না?
শুদ্ধ শুচিস্মিতার আম্মুর সাথে পরিচয় হলে অবশ্যই তার নাম লিখে দেবো। আমার মেয়েটার সাথে অন্তত কোনো রকম মিথ্যাচারের অবকাশ রাখবো না।
পোস্ট পইড়া ইন্ডিয়ানা জোন্সের পুলা নেসার আলী'র কথা মনে পড়ল... চিঠি লিখ... আমরা পইড়া দেখি... কোথাও ভূলচুক করলে শুধরায়া দিমুনে
... এই লাইনে প্ল্যনিংয়ের বহুত একসপিরিয়েন্স আচে কিনা তাই 
হ তুম্রা চাচা-মামা-ফুপু-খালারা তো আছোই ভুল শুধরানির লাইগা
আমার অবশ্য খুবেকটা সুবিধার লাগতেছেনা বিষয়টা। মেয়েটারে জন্মানোর আগেই তারে কেমন হইতে হইবো এমন একটা রূপরেখা দেয়ার চেষ্টা হইলে তো ভীষণ বিপদ। তার স্বাধীনতায় হস্তক্ষেপ না হইলেই ভালো...তবে বাবার চিঠি যদি বাবার নিজের স্বপ্ন শেয়ার করা হয় তাইলে হ্যাটস অফ!
আমি সন্তানেরে কেমন হইতে হইবো সেইটা কখনোই নির্ধারন কইরা দেওনের পক্ষপাতি না। আসলে এইটা আমার স্বপ্নগুলা তার সাথে শেয়ার করার ইচ্ছা থিকাই লিখনের চিন্তা করছি।
চমৎকার আইডিয়া!!
শুদ্ধ শুচিস্মিতা-কে আগাম স্বাগতম!
চিঠি পড়ার আগ্রহ হচ্ছে----লিখা শুরু করে দিন
শুরু করবো বলেই তো ভুমিকা
কয়েক দিনের ভিতরেই প্রথম চিঠি লিখবো আশা রাখি...
অপেক্ষায় থাকলাম ।
ধন্যবাদ...
জটিল আইডিয়া!
আপনার লগে শেয়ার করছিলাম কিন্তু
খাইছে!
কি খাইছে? কেন খাইছে?
পোলাপাইনের শরম কইমা গেছে
কি কন এইসপ? শরম কেম্নে কম্লো???

আমাদের সময় বিয়ার আগে বাচ্চা-কাচ্চা নিয়া কথা বললে বড়বোনরা বলতো, ছি! লজ্জা-শরম কিছু নাই। থাপ্পড় মেরে দাঁত ফেলে দিবো
হা ঈশ্বর! আর বোলো না আপু, ঐদিন এক ছোট বোনরে কইলাম, শরীরটা ভালো যাইতেছে না, বমি পাইতেছে। মাইয়া কয়, মিষ্টি পাঠায়া দাও। ১৮ বছর বয়সী মাইয়ার মুখে এইটা শুনে আমি ধাক্কিত, যদিও এরকম বাতচিত হামেশাই আশপাশে শুনি তবু এখনো মাইনা নিতে গিয়া থমকিত হতে হয়।
খাইয়া কিছু করছে?
ভালো প্রশ্ন
আইডিয়াটা পছন্দ হইছে। অপেক্ষায় থাকলাম। কন্যার নামটাও দারুন।
ধন্যবাদ...ধন্যবাদ...
কন্যার নাম বড়ই সৌন্দর্য তবে বাচ্চাটার কথা ভাইবা এক জায়গায় দুঃখ হইতাছে, তা হলো বেবির বাপে ছোডুকালে নিজের নাম লিখছে সহজে কিন্তু আমাদের ভাতিজি বেচারি...
ভালো উদ্যোগ। আশা করি, চিঠিগুলি চমৎকার হবে। অপেক্ষায় থাকলাম শুভ।
কেন কেন? সে সহজ কইরা লিখবো শুচি
আমারো এমন ইচ্ছে আছে। কিন্তু যেহেতু এখনো কোন কিছু গুছিয়ে করতে পারি নাই, এটাও হয়তো হবে না।

আমারও খুব ইচ্ছে ইনশাল্লাহ "এ" এবং "জেড" বাদ দিয়ে বাংলা নাম রাখবো পোলাপানের।..সাজেশন দিতে পারেন এখন থেকেই। ভাণ্ডার পূর্ণ করতে থাকি।
আপনাকে শুভ কামনা। নামটা খুবই সুন্দর।
বাংলা নাম রাখার ইচ্ছার জন্য রুম্পাকে লাল সালাম ও -

আরে থ্যাংক্স ম্যান...
অবশ্যই নাম খুঁজবো আপনার পোলাপানের জন্য।
আমি ঋহানের নাম রাখতে চাইছিলাম "শুদ্ধ" অথবা "শ্রেষ্ঠ"। কিন্তু, তার বাপ দিলো না

অবশ্য ঋহানের এই "ঋহান" নামটা-ই এবি'তে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলো
আপনার আইডিয়াটা চমৎকার! লেখাটা পড়ে আমারও ইচ্ছে করছে আমার সন্তান'কে নিয়ে আমার অনুভূতি গুলো লিখে রাখতে। ও বড় হয়ে যখন পড়বে কত কিছু জানবে! কিন্তু লিখতে পারবো না জানি। আরে, ঋহানের ছবি'র সিরিজ-টাই সময়ের অভাবে (আজাইরা কাজে টাইম কোন দিকে যায়টেরো পাইনা) বন্ধ হয়ে গেলো আর এইসব লেখা তো আমার জন্য কল্পনা
তবে আপনি লিখে ফেলেন ভাইয়া। এইটা পড়ার জন্যই নাহয় এবি'তে আবার নিয়মিত আসার চেষ্টা করবো
কেন নিয়মিত আইবেননা ক্যান?
তোমারে মিস করি বোইন। তোমার ইস্কুল-কলেজ এর চাপ কমবো কবে? নিয়মিত হও, কষ্ট কইরা হইলেও...
আইডিয়া কিন্তু অনেক দারুন।
একজন মা'র ব্লগ পড়েছিলাম, নিজের ভেতরে একটু একটু করে বেবিটার বেড়ে ওঠা, সেসময়ে উনার অনুভূতি, তা খুশি কিবা, বিরক্তি সবটাই আবার পারিপার্শ্বিক পরিস্থিতি সবই এনেছিলে উনি। পড়ে খুব ভাল লেগেছে ওইটা।
আর তোমার প্ল্যানটা তো আরো ব্যাপক! মা কে পছন্দ করা থেকে শুরু, তাকে নিয়ে স্বপ্ন দেখা , আহা।
কোন নাম পছন্দ হলে এমনি করে লাগে যে এই নামটা পছন্দ করে রাখলাম নিজের পিচ্চির জন্যে, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সেইটা আর আদতে রাখা হয় না। তবে তুমি যে পুরা নামটা ঠিক করে রেখেছো, দুষ্টামি করে না এটা ভালো লাগছে।
থাকলাম সিরিজের সাথে।
আমার যদি কোনো পিচ্চি আদৌ কোনদিন হয়, আমি অবশ্যই এই নামটা রাখবো...
বাহ বাহ দারুন পরিকণ্পনা। প্রথম চিঠির অপেক্ষায় থাকলাম।।
অপেক্ষা কিন্তু দীর্ঘও হইতে পারে
শুদ্ধ শুচিস্মিতা-কে আগাম স্বাগতম।
শুচিস্মিতা'র আব্বুর পক্ষ থেকে শুভেচ্ছা...
কোনদিন মাইয়া না হইয়া যদি আপনের একটা পর একটা বদের হাড্ডি শয়তানের উস্তাদ পোলা হয়? তখন?

তাইলেও নামের প্রথম অংশ অন্তত বদলাইবো না

কিন্ত বদপোলার জন্য এত দার্শনিক-মানবিক কিছু না লিখে তাকে পিঠিয়ে তক্তা বানাইতে হবে!
আমি বাচ্চাদের পিটায়া তক্তা বানানির ঘোর বিরোধী। মে বি সারাজীবনে বাপ-মা এর কাছে তক্তা পিটান খাইনাই বইলাই।
ধুর, আপনে দেখি সিরিকাস হয়া গেছেন, আমি ফাইজলামি কইরা বলছিলাম। বাচ্চা-বুড়া-যোয়ান সকলকেই আমি পিঢানির বিরোধী।
আরে নাহ। সিরিকাস হমু কেন? ধুর ধুর...
ভালো আইডিয়া, ভালো নামকরণ। কিন্তু আমার একটু আপনার সঙ্গে দুষ্টামী করতে ইচ্ছা করতেসে, কোনোদিন যদি আপনার বিয়াই না হয় তখন?
সেই সম্ভাবনাও কিন্তু ফেলে দিবার মতো না

তখন আর কি হইবো? পোস্ট ডিলিট কইরা দুঃখ ভুলমু
নামটা খুব সুন্দর। সিরিজটাকে আমার কাছে বেশ কঠিন মনে হচ্ছে। কারণ মানুষের জীবন সবসময় এক সরলরেখায় চলে না। তবে আপনের সঙ্গেই আছি শুভ ভাই। চিন্তায়েন্না, দেখা যাক কি হয়।
এই সম্ভাবনাটা আছে বইলাইতো লিখে রাখার চিন্তা করছি। শুচিস্মিতার সাথে সাথে নিজেও নিজের পরিবর্তনগুলার ট্রাক দেখতে পারমু
জটিল আইডিয়া। সাথে আছি, তবে আমারও তাই মনে হইসে মেয়ে না হয়ে যদি ছেলে হয়?
পোষ্টটা সেদিন রাতেই পড়েছিলাম! কি মিষ্টি ভাবনাগুলো!
শুভ আর কেমনে বুঝাইবো যে তার বিবাহ জরুরী! ব্লগের বড় ভাই-বোনেরা কি কিছুই বুঝে না? ধিক্কার।
ওরে ভাইরে ইহা কোনোভাবেই বিবাহেচ্ছা প্রকাশ মূলক পোস্ট নহে
ওই বেটা! মেযেটা আসবে কোথা থেকে শুনি!আগে মেয়ের আম্মু তো আসুক!
ওহ, তাইলে বিয়া না কইরা সুপার্মার্কেট থিকা মেয়ে পাওয়া যাইবো না???

হাহাহাহা। একটা কথা মনে পড়লো। এইখানে বলন যাইব না।

ফুন্দিয়া বলেন
হিন্দী গানের শব্দে জীবন ঝালাপালা। ছাদ থেকে লাফ দিতে ইচ্ছা করতাছে।
যে কোনো টিপস এর জন্য আছি কিন্তু
আপনার কতা মাথার হাড্ডির ভিতর সেভ কইরা রাখলাম

দারুন আইডিয়া। পছন্দ হইলো ...
দোয়া করি অনেক অনেক শুদ্ধ শুচিস্মিতা আসুক আপ্নের জীবনে
ঐ দোয়া কৈরেন না নাহিদ ভাই
শুচিস্মিতা'র জন্য রূপকথা লিখা শুরু করতে পারেন। তাহলে আর ১২ পর্যন্ত অপেক্ষা করতে হবেনা মেয়ের।
রুপকথা পারিনা লিখতে
ভাল লেখা।
গুগল ক্রোমের একটা দারুণ টিভিসি মনে করিয়ে দিলেন!
মন্তব্য করুন