শিরোনামহীন : অর্ধসমাপ্ত
মনে করো , আমি যদি আমি না হতাম....
তবে কি আমায় ভালোবাসতে?
আমি ছিলাম মুক্ত বিহঙ্গের মতো...
খোলা আকাশে উড়ছিলাম,
আমায় তুমি ধরতে চাইলে, ধরা দিলাম
ভালোবাসায়... এই আশায় যে হয়তো
আমার ডানা ভাঙবে না...
কিন্তু ডানা যে ভেঙে গেলো...?
ছটফট করতে লাগলাম একটু মুক্তির জন্য..
আবারো আশাহত। বেড়ে যাচ্ছে ক্রমাগত...
হৃদয়ের রক্তক্ষরণ। মিথ্যে চাকচিক্যের ভারে নুইয়ে পড়ছি
...জড়িয়ে যাচ্ছি সংস্কারের জালে...নাকি কুসংস্কার?
তোমার আমার সংগা মেলে না...এই অমিলটাই ভালোবাসা?
আমি আমি ছিলাম বলেই তো ভালোবেসেছিলে....
তবে আজ এমন করো কেনো? কেনো বদলে ফেলতে চাও আমাকে?
আমি তোমাকে চিনি না,
শুধু একটু নীল আকাশের নীচে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই...।
- পুতুল
২৯শে এপ্রিল ২০০৯
পুতলা কেমন আছিস? পাঠক হিসেবে আমি যা-তা পর্যায়ের; তার উপর তোর কবিতা পড়লে সবসময় কনফি্উজড হয়ে যাই, নিজের কথাই বলছিস কিনা ধন্দে পড়ি। যাই হোক, ভালো থাকিস।
হেহেহহে!!! কিরাম আছো আপু? অপনা কেমন আছে? আমি অনেএএএএএএএএএকদিন পর কিছু লিখলাম। তোমারে অনেক মিস্করি
আমি আরো ভাবলাম লিরিক !
বেশ হইছে। দশে দশ
ইহা এক্টি অপকোবতে!!!
বহুদিন বাদে তোর লেখা পড়লামরে!
ছাড়ার ইচ্ছা নাই আর। লিকহে নিজেও শান্তি পাইতেছি।
খুব ভালো লাগলো।।
থেণ্কু জৈতা আপু
কি হইছে পুতুল।
এখনো হয়নাই। ২ বছর সময় নিছি
হা হা হা জট্টিল আনসার হইছে। এইটার প্রচলিত আনসার হইল 'হয় নাই, হৈলেতো কানতো'
ভালোবাসার ধরনটাই যেন কেমন
যেমন ইচ্ছে তেমন থাকবার পায়ে শেকল পরাবার জন্য মুখিয়ে ওঠা,
আবার শেকল ছিঁড়ে উড়ে যাবার ভয়টাও কেমন আঁকড়ে ধরতে শেখায় ...
ভালোবাসাটাই আসলে কেমন ! বুঝিনা বাবুল, সত্যিই বুঝিনি .....
হুমম....
জীবনে প্রথম তোমার লেখা পড়লাম।
ধুর , ভালোবাসার কবিতা !!!
আমি ভাবলাম প্রেমের কবিতা হবে ................
হাহহাহাহহাহহা!!!!
আমি কোনো কমেন্ট করমু না। শুধু প্রিয় তে নিলাম আর লাইক করলাম। আর খোমা খাতায় আরো কিছু থাকলে যেন ঝাতির সামনে পুস্টায়। লিখা যেহেতু নিজে শান্তি পান , আমরাও পইড়া শান্তি পাই। লিখা থামাইয়েন না।
হেহহেহেহেহে!! ঠেন্কু
হ হহ !!! ওয়েল কম।
আমি আমি ছিলাম বলেই তো ভালোবেসেছিলে....
তবে আজ এমন করো কেনো? কেনো বদলে ফেলতে চাও আমাকে?
আমি তোমাকে চিনি না,
শুধু একটু নীল আকাশের নীচে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই...।
এই লাইনগুলান লাইকর্লাম... আপনে কিরাম আছেন ?
হু ম ম.... ঘটনা হাল্কা প্যাঁচ খাইছে বুঝতেছি!
পুতলা, মন খারাপ কৈরা লাভ নাই।
এইরাম ম্যালা স্যাক্রিফাইস কর্তে হয় জীবনে।
হুম, হারানোর ভয়ে দেয়াল তোলা অন্যের জীবন হেল করে দেয়।
লেখার সাথের ছবিটাও সুন্দর
মন্তব্য করুন