কাছের মানুষ......
কিছু কিছু বই আছে যেগুলো কখবোই পুরনো হয়না। সাতকাহন, (উত্তরাধিকার-কালবেলা-কালপুরুষ), পার্থিব, গর্ভধারিণী........ এসব হলো আমার জীবনে পড়া শ্রেষ্ঠ বইগুলো। সুচিত্রা ভট্টাচার্যের "কাছের মানুষ" ও এমন একটা বই। ৩/৪ বছর আগে নাটক দেখেছিলাম। ভালোই লেগেচিলো যদিও উপন্যাস টা পড়ে যতটা অসাধারণ লাগে, নাটক দেখে সেই পর্যায়ের অসাধারণ লাগে নাই তখন। মনে হয়েছিলো উপন্যাসের ধারেকাছেও যায় নাই। এই বইটা প্রথম যখন পড়েছিলাম তখন বয়স ছিলো আঠারো। তখন একরকম লেগেছিলো। প্রায় ছ'বছর পর আবার পড়লাম। আরো বেশি করে ভালো লাগলো। এ এক অন্যরকম ভালোলাগা।মা-মেয়ের জীবনের বিভিন্ণ ধরণের উত্থান-পতন.. আর সম্পর্কের টানাপোড়েন। উপন্যাসের চরিত্রগুলো বড় বেশি জীবন্ত লাগলো নতুন করে। আশে পাশে যেনো দেখতে পাই হাজারো ঈণ্দ্রাণী, তিতির, বাপ্পা, আদিত্য, ছন্দা, শুভাশীষ কিংবা টোটো... জানিনা কেনো, এইবার উপন্যাস পড়ার পর , নাটকটার সাউন্ডট্র্যাকটা খুব শুনতে ইচ্ছে করলো... অনেক খুঁজেপেতে গানটাও পেলাম অন্তর্জালে...
শেয়ার করলাম তাই .... সামিনার গলা-বাপ্পা'র সুর...চমৎকার কম্পোজিশন...
এক মানুষের হাত ধরে রই, সংসার বলে তাকে
অন্য মানুষ মেঘের রাতে, বৃষ্টি ধরে রাখে
মেঘের গায়ে হাত দিয়ে পাই...
বৃষ্টি কোথায়? অশ্রূতে ছল ছল..
এই যে আমার চোখটি দিয়ে
পড়ছে বলো কার বা চোখের জল...
পাগল রাতে ঝড়ের ভেতর ওড়াই আলো, ফানুস
আঁধারগুলো নিংড়ে মনে, সংসার মানে
কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ...
ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?wzgmmmmnyjn
আশাপূর্ণা দেবীর একটা ত্রিলজী আছে, প্রথম প্রতিশ্রুতি, সুবর্নলতা, বকুল কথা। আশুতোষ মূখোপাধ্যায়ের একটা উপন্যাস আছে সোনার হরিণ দুই পর্বের সেগুলোও আমার ঠিক এমনই ভালো লেগেছে।
আমারো বই বেশি ভালো লাগে, বই থেকে বানানো সিনেমা নাটক থেকে।
এই ট্রিলজীর সুবর্নলতা টা আমার পড়া হয়নাই
এত্ত খোজা লাগে নাকি? নজরুল ভাইরে কৈলেতো অরিজিনাল ট্রাকটাই দিয়া দিত
দেখো, মেয়েটা আইসাই আমারে পঁচানি শুরু করলো...
স্বাগতম
আরো কিছু প্রিয় উপন্যাস নিয়ে লিখুন
কাছের মানুষ একটা ফালতু নাটক
এই উপন্যাস গুলো পড়ার সময় যে চিত্র টা এঁকে ফেলি, নাটকের সাথে না মিললে তখন খুব কষ্ট হয়। তাই এই নাটক গুলা দেখি না।
কয়দিন পরেই রবীন্দ্র জন্মজয়ন্তি। দেখা যাবে কোন গল্পের নাট্যরুপ - নাট্যরুপ মানেই সেকেলে একটু সাজগোজ, পুরানা বাড়ী এর নিজের মত করে নাট্যরুপ।
গর্ভধারিনী আর সাতকাহন পড়া মানেই সময় নষ্ট।
"কাছর মানুষ" উপন্যাস টা আমার খুবি প্রিয়; নাটকটা ২/১ পর্ব দেখছিলাম, আমার মায়ের নাটকটা পছন্দ ছিল;
সূবর্নলতা উপন্যাস সম্পর্কে বিস্তারিত কেউ কি বল্বেন।আমার খুব দরকার।
মন্তব্য করুন