কেন মেঘ আসে হৃদয়ও আকাশে তোমারে দেখিতে দেয় না....
মাঝে মাঝে তব দেখা পাই,
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
কেন মেঘ আসে হৃদয়ও আকাশে তোমারে দেখিতে দেয় না
মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না
মোহ মেঘে তোমারে, অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না
ক্ষণিকও আলোকে আঁখিরও পলকে তোমায় যবে পাই দেখিতে
ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া, পলক না পড়িতে হারাইয়া,
হৃদয় না জুড়াইতে হারাইয়া ফেলি চকিতে
কি করিলে বল পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে
আমার সাধ্য কিবা তোমারে, দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে
আর কোন পানে চাহিব না আর করিব হে প্রাণ পণ
ওহে তুমি যদি বলো এখনি করিব বিষয়ও বাসনা বিসর্জন
দিব শ্রীচরণে বিষয়ও, দিব অকাতরে বিষয়ও,
দিব তোমার লাগি বিষয়ও বাসনা বিসর্জন ...
http://www.mediafire.com/?azyeh14fud2 - download
আইজকা দেখি সবাই বিদ্যুতের প্রেমে মশগুল...
জাঝা
ভাল লেগেছে কবিতা।
মিয়া ভাই এইটা তো রবি ঠাকুরের পূজা পর্বের গান । কবিতা পাইলেন কৈ !!!
নো কমেন্টস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
হে বিদ্যুৎ !!
অনেক অনেক পছন্দের গান। নিয়মিত হাফ ডজন বার শোনা হয় প্রতিদিন।
ক্ষণিকও, আঁখিরও, বিষয়ও বাসনা = ক্ষণিক, আঁখির, বিষয়বাসনা
(সূত্র : গীতবিতান - রবীন্দ্রনাথ ঠাকুর)
আরেকটা কথা এই গানটা কিন্তু অর্নব একেবারেই নিজের মত করে গাইছে। মূল সুরের ধারে কাছেও যায় নাই (আমার কাছে অবশ্য এটাই বেশি ভাল্লাগছে), আর গানের কথাও মাঝখানে কিছু যোগ হয়েছে।
মোদ্দাকথা , এইটা অর্ণবের তৈরী 'ট্রিবিউট টু রবি ঠাকুর' টাইপ কিছু হইছে।
কষ্টকর টাইপিং এর জন্য পুত্তলিকারে থ্যাংকু
ওয়েলকু!
খুব প্রিয় একটা গান ।
অফিস থেকে আসার সময়ও শুনছিলাম গানটা। অদ্ভুত।
যদিও পূজা পর্যায়ের গান কিন্তু প্রেমের আবেদনে ভরা।
আইজকা দেখি সবাই বিদ্যুতের প্রেমে মশগুল...
@ বিষাক্ত.। গানটা অর্ণব ঠিক ঠাক গেয়েছেন। এই গানটার দুইটা আলাদা সুর আছে। এটা বাউল সুরে গাওয়া। আমরা নরমালি আসল সুর টাই জানি এজন্যে এই কনফিউশন। গানটা পাবেন গীতবিতান এর একদম শেষের দিকে।
মন্তব্য করুন