আজ আমায় চলে যেতে দাও
আজ আমায় চলে যেতে দাও
আমি আবার একটু নতুন করে বাঁচতে চাই
আরেকবার জীবনটাকে শুরু করতে চাই
কতদিন ভোর হওয়া দেখিনা, কাশবনেও যাইনা কতোকাল
শেষ কবে বৃস্টিতে ভিজেছিলাম মনে ও নেই...
খুব ইচ্ছে করে আজকাল, খুব খুব...
আবার সেই উদ্দাম জীবনটা ফিরে পেতে
আবার সেই হারিয়ে যাওয়া "আমি" কে খুঁজে পেতে
জীবনটাকে নতুন করে সাজিয়ে, নিজের জন্য বাঁচতে
আজ আমাকে ধরে রেখনা, আজ আমায় কোন বাধা দিও না
দোহাই লাগে, আমায় চলে যেতে দাও...
~ পুতুল
৫ই এপ্রিল ২০১১
রাত ১২-৪৫ এর দিকে
সিলেট
দারুন!... :)
ব্যস্ততার ভীড়ে কখন যে 'আমি'টাকে হারিয়ে ফেলি, যখন খেয়াল হয় করার কিছুই থাকে না, তাই নতুন পরিস্থিতিতেই খাপ খাওয়ানোই মঙ্গলকর, সে নিজের জন্যেই...
পুতুলের কবিতা সবসময়ই পছন্দের, আমার ফেবারিট তোমার "গোলাপবালা", কতোবার যে পড়েছি, টুকে রেখেছি ডাইরীতে...
থ্যাঙ্কস আপু
কবিতা লিখে যান। আপনার লেখার হাত আছে।
আচছা
মাথায় রৈলো 
চমৎকার লাগল
কবিতা চলুক........
আইচছা
কবিতাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো। কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য।
খাইছে ! ! !
এতো রাত পর্যন্ত জাগলে সূর্যোদয় দেখবেন কিভাবে?

এই জীবনে কোনো আনডু বাটন নাই
কথা সৈত্য
জীবনের পরথম কোন কবিতা'র প্রতিটা লাইন বুঝতে পারছি

খুব সম্ভবত আজ-কাল আমারও কিছুটা এই রকমই ইচ্ছা যাগে, তাই
ল' যাই..
চলে যেতে পারলেও মানুষকে এক-ই বৃত্তে ঘুরপাক খেতে হয়। আবার, এক-ই পরিধিতে সে ফিরে আসে!
ঐটাই..
কতদিন ভোর হওয়া দেখিনা, কাশবনেও যাইনা কতোকাল
শেষ কবে বৃস্টিতে ভিজেছিলাম মনে ও নেই ----- বদমাইশ তোরে না করছে কে, যখন যেখানে ইচ্ছা যানা কে বাধা দিচ্ছে
টাকা দাও
ফ্রি এডভাইস নিমুনা 
গোলাপবালা পড়তে চাই, মন্তব্যের ঘরে দিয়া দাও পুতুল।
ঃ(না দিমুনা
। আমার ব্লগে রিপুস্ট মারছি, দ্যাখেন

বাঁধা দিচ্ছে কে বুঝতে পারলাম না।
দোহাই লাগে আপনি যান
জোক্স আপার্ট। সুন্দর কবিতা
যাইতেছি, রিক্সা ভাড়া দ্যান
দারুণ কবিতা । নিয়মিত লেখো পুতুল।
নজ্জা নাগে।

মন্তব্য করুন