আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?
একটু যদি তাকাও তুমি মেঘ গুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?
একই আকাশ মাথার ওপর এক কেনো ভাবছোনা?
আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?
আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?
আসবে বলে ঐ যে দেখো মেঘেরা দাঁড়িয়ে
আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে
মেঘের মতো হাঁটবো দুজন হাত কেনো রাখছোনা?
আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?
চলো দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে
যা কিছু আজ মনের মতো আনবো যে ছিনিয়ে
আমার মতো কেনো তুমি মন খুলে রাখছোনা?
আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?
একটু যদি তাকাও তুমি মেঘ গুলো হয় সোনা
আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?
একই আকাশ মাথার ওপর এক কেনো ভাবছোনা?
আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?
আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা?
শিল্পী - বাপ্পা মজুমদার এবং ফাহমিদা নবী
অ্যালবাম- এক মুঠো রোদ্দূর ২
ডাউনলোড লিঙ্ক - http://www.mediafire.com/?mj2hxjzjgni
বাপ্পার গান গুলা ইদানিং এক ঘেয়ে মনে হয়। এইটা শুনি নাই। শুইনা দেখি।
এইটাও একঘেয়ে
বিবাহ হইলে বাঙালী সেলিব্রিটিগো ক্রিয়েটিভিটি কমেএ আর নতুন কি
বাপ্পার গান গুলা ইদানিং এক ঘেয়ে মনে হয়।
আমি ভাবছিলাম বুঝি আমারই এমন হচ্ছে
...আহারে, খালি ভুল হয়...এইটাও ভাবছিলাম আপনের লেখা, আরো একদিন একজনে গান দিছিলো, ধরতে পারিনাই....
বেশি বেশি গান শুন বিলাই ; তাইলে কমন পড়বে এবং ধরতে পারবা
আমি তো ভাবছিলাম এইটা পুতুলের লেখা। তাও লাইক কইরা গেলাম। পুতুল বলে কথা।
শুনছোনা
হাসছোনা
কাঁদছোনা
বলছোনা
এইগুলা বাদ গেছে।
মুক্তর বয়ান ভালা হৈছে
শুনতে হবে .. সিডি কিনবো । দেশে থেকে আর এমপিথ্রি নামাতে চাই না
শুনে দেখি
বাপ্পার কিছুদিন বিশ্রামে থাকা দরকার, একঘেঁয়ে হয়ে গেছে
খালি চোখে আকাশ ঠাহর কার যায় না- একটা দূরবীন লাগবে।
মন্তব্য করুন