ভারতের প্রকাশ্য নাক-গলানোর দায় আপনাদের উপরও বর্তায়
সীমান্তে গুলি করে মানুষ মারছে ভারত। ভারত আমাদের পাওনা পানি দিচ্ছে না। ভারত বাঁধ দিয়ে, আমাদের ভাতে মারছে। তিতাস নদী দু'ফাঁক করে তাদের বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট দেয়া হয়েছে। রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কৌশল নিয়ে আমাদের সুন্দরবন ধ্বংস করার পরিকল্পনা করছে, ভারতের সাথে আমাদের বিরাট বাণিজ্য ঘাটতি আছে। এবং আরো আরো যেসব ঘৃণ্য কাজ করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে। সেসব কিছুর বিরুদ্ধে দেশে জোরে-সোরে প্রতিবাদ হোক, আন্দোলন হোক, বিপ্লব হোক কোন সমস্যা নাই।
কিন্তু ভারতকে শায়েস্তা করার জন্য, পাকিস্তানের আইএসআই-এর মদদে গোপনে দশ ট্রাক অস্ত্র নিয়ে এনে সে দেশের বিচ্ছিন্নবাদীদের হাতে তুলে দেবেন। এই ধৃষ্ঠতা দেখাবার অপরিসীম কাপুরুষত্ব কোথায় পেলেন? ভারত কি বসে বসে জর্জ মিঞা নাটক দেখবে?
ধর্মীয় জঙ্গীবাদীদের অভয়ারণ্য করে তুলে ভারতকে হুমকির মুখে ফেলবেন এবং সে লক্ষ্যে বাংলাদেশে ভারতের মিত্র আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড নিক্ষেপ করে তাদের নেত্রীকে সমূলে উৎপাটন করে ১৫ আগষ্টের অসমাপ্ত কাজ সমাপ্ত করার ব্রত পালন করবেন। আওয়ামীলীগের পূর্বের অর্থ মন্ত্রী কিবরিয়ার মত শিক্ষিত সজ্জন লোককে জেলের বাইরে হত্যা করে জেলহত্যার মতই কাপুরুষত্ব দেখাবেন। আর ভারত ভেতরে ভেতরে চুপ করে থাকবে বলে ভুল করেছেন আপনারা।
আজকে বাংলাদেশের রাজনীতিতে ভারতের এই রকম প্রকাশ্য (এবং নির্লজ্জও বটে) নাক-গলানোর দায় আপনাদের উপরও বর্তায়। আপনারা কি তা অস্বীকার করতে পারেন? কই আগে তো আমরা ভারতের এত লম্ফ-ঝম্ফ এরকম তীব্রতায় দেখিনি!
বাংলাদেশের মত ক্ষুদ্র একটা দেশে থেকে ধরা কে সরা জ্ঞান করবেন। ভারতে অস্ত্র চালান করে দিয়ে পরোক্ষে (বা প্রত্যক্ষে) পাকিস্তানী ইন্টিলিজেন্স-এর মদদে ভারতের মত বিশাল দাদাকে আক্রমণ/আঘাত করার মত অসৎ সাহস দেখাবেন। আর ভারত গায়ে আঁচড় পড়েনি বলে চুপচাপ বসে থেকে আঙ্গুল চুষবে তা হয় কি? এমন স্বার্থপর কুয়োর ব্যাঙ-এর মত লাফাঙ্গা টাইপের মন-মানসিকতা বাদ দিয়ে, অপরপক্ষের/অন্যদেশের ভয়ংকর-বিরূপ মনোভাবের দিকেও লক্ষ্য রাখুন। তবে নিজের ভাল, দেশের ভাল, দশেরও ভাল।।
(Y)
ধন্যবাদ আপনাকে তানভীরা।
সুযোগ আমরাই করে দিচ্ছি। কি অবস্থা নির্বাচন করানোর জন্য জাতিসংঘ মাথার ঘাম পায়ে ফেলছে। কি নীচ আমরা।
আত্মসম্মানের অভাব। নিজেদের ঘরের সমস্যা ঘরেই সমাধান না করতে পারার ঐতিহাসিক সমস্যা।
মন্তব্য করুন