ইউজার লগইন

টিলো এক্সপ্রেস

.................................................
..........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
কুয়াশার মতো এ গলি-ও গলি
চক্কর খেয়েছি তারপর গড়িয়ে
পড়েছি রোদ্দুরে...

কুয়াশার পরাজয় নাই, রোদ্দুরেও ঠিক
দূর রেখায় শহর হয়ে জমাট বেঁধেছে;
ধীরে আলোকের উৎস নিভে গেলে
শুরু আমাদের খেলা, উল্লাসে উল্লাসে
ছুঁয়ে না ছুঁয়ে ছুটেছি, এ ঠিক লুকিয়ে থাকা
কিম্বা খুঁজে বেড়ানোর খেলা নয়
তবু চিৎকার করেছি "টিলো!"
টিলায় টিলায় প্রতিধ্বনি তুলে আবার
কুয়াশায় অর্থাৎ আমাতে জমে গেছে
শব্দ শব্দ অবয়বে।

রোদ্দুরের হতাশায় করুণা শিখেছি
শীতঋতু তোমার বিলাস নয়...
কেবল ঠিকরে পড়ায় আনন্দ নাই;
কোমল মসৃণ হলে তোমরাও শিখে যাবে
কিভাবে জড়িয়ে কিম্বা না জড়িয়ে
নিস্পৃহ নীরব বেপড়োয়া হতে হয়।
তারপর উঠবো অনায়াস মেতে
টিলো এক্সপ্রেস খেলায় খেলায়।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


আজকে আপনার স্ট্যাটাসে "টিলো-এক্সপ্রেস" দেখে খুব ইচ্ছে হচ্ছিলো শব্দদুটো ব্যবহার করে একটা কবিতা লেখার।
এখন আপনার কবিতা পড়ে পুরোই দিলখুশ হয়ে গেছে...

প্রিয়'s picture


সুন্দর।

সাঈদ's picture


পার্টনার পাইলে আমিও খেলুম টিলো এক্সপ্রেস

গৌতম's picture


আমার বাসার সামনে কয়েকটা পোলাপান প্রায় সারাদিনই টিলো এক্সপ্রেস খেলে!

লাবণী's picture


বাহ! টিলো এক্সপ্রেস!! Smile

সুদূরের পিয়াসী's picture


টিলো এক্সপ্রেসে চড়তে ভীষণ ইচ্ছে হচ্ছে !

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কুয়াশার মতো এ গলি-ও গলি
চক্কর খেয়েছি তারপর গড়িয়ে
পড়েছি রোদ্দুরে...

এটুকু অংশ পড়তে সবচে ভাল লাগলো। সুন্দর কবিতা

তানবীরা's picture


"টিলো-এক্সপ্রেস" ---------- ডাচে বলি কিকিবু Laughing out loud

লিজা's picture


কুয়াশার মতো এ গলি-ও গলি
চক্কর খেয়েছি, তারপর গড়িয়ে
পড়েছি রোদ্দুরে...

এইটুকুই অনেক সুন্দর Smile বাকিটাও ভালো লাগলো ।

১০

একজন মায়াবতী's picture


অনেক মজার খেলা। কবিতা পড়ে ছোট বেলার খেলার কথা মনে পড়ল।

১১

সামছা আকিদা জাহান's picture


গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হায়---

কবিতাটা পড়ে মনে হচ্ছে বড় বেশি বড় হয়ে গেছি -- ভাল লাগলো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...