ইউজার লগইন

ফেইসবুকের সাম্প্রতিক স্টেটাসমালা

এক.
যাহা লাউ, তাহাই কদু; যাহা ১৫ ফেব্রুয়ারি, তাহাই ৫ জানুয়ারি...

দুই.
যেনতেন ভাবে ক্ষমতায় যাওয়াটাই বিপ্লব, এই তত্ত্ব মেনন সাহেব আর ইনু সাহেব আগে বুঝেছেন; নিজেদের পার্টি ভেঙে জাসদ কিংবা ওয়ার্কার্স পার্টিতে যোগ দেয়াটাই এখন সকল বিপ্লবী বামদের জন্য যথাযথ সিদ্ধান্ত হবে...

তিন.
প্রত্যাশারে বলি এইবেলা দূরে থাকো,
দরোজায় দাড়িয়ে না থেকে রাস্তা মাপো...

চার.
যতোদিন তোমাদের হাতে দেশ;
পথ খুঁজে পাবে না বাংলাদেশ!

পাঁচ.
I called you silently at dawn,
There were waves
But failed to reach your realm...

ছয়.
Spending day and night with the people I really like; the friends whom I really adore...
Enjoying every moment of life, whether I'm awake or travelling through the dreams...

সাত.
যেই অবস্থা চলছে তাতে মনে হচ্ছে দেশ জলে ভাসিয়ে কেবল নৌকা চলবে দেশজুড়ে পিতার ছবি আঁকা পাল তুলে...কিন্তু ডাঙায় অভ্যস্ত ব্যাঘ্র সম্প্রদায় এমন অযাচার মেনে নিবে কতোকাল?

আট.
তুমি একেরপরেক স্মৃতি তৈরি করে যাচ্ছো আমার মগজে;
স্মৃতিগুলো ক্রমে শব্দ হয়, শব্দেরা কখনো ক্লান্ত হয়না...
শব্দের জগতে আলস্য নামের কোনো আচরণ নেই;
আমার অলস সকাল, দুপুর, সন্ধ্যাগুলো ক্রমশঃ মূখর
হয়ে উঠছে স্মৃতি আর শব্দের কম্পনে...

নয়.
আলোকের রহস্য অথবা কুয়াশার ঘোর ভেদ করে
পুঁজির কর্কশ বাজারের হৈহল্লাতে যাই;
তোমার নীলাভ আভা দেখার সুযোগ মিললো বলে
এই বেলা কেনাবেঁচার বুজরুকিটারেও মেনে নেই...
নাহলে কখন চলে যেতাম কামাখ্যা পাহাড়ের আঁধার গুহায়!

কখন উড়িয়ে দিয়ে সব বিষয়আষয়,
ডানা মেলে পরিযায়ি পাখিদের সাথে মিশে,
নতুন দেশের খোঁজে, ঠোটে করে খড়কুটো নিয়ে উড়তাম ঘুরতাম...

দশ.
একটা সুন্দর সকাল জুটে গেলে সারাদিন আর খুব বেশি কিছুর প্রয়োজন হয় না; সুন্দর সকালটারে গায়ে মেখে, হাতের মুঠোয় ধরে আপিসে চলেছি...

এগারো.
কিছু নয়
কেবল সময় আর বন্ধুর সাথে আলো আর আঁধারের
পথে অল্প স্বল্প গল্পে, হেটে
ঠিকানা অথবা দূরবর্তী নদীরেখা চিনে নেয়া...

কিছু নয়,
কেবল সমুদ্র রেখা থেকে ডাঙার বাজারে
বিকোনো মাছের ইতিহাস নিয়ে আলোচনা...
আর তারপর যার যার নীরব নিবাসে শব্দ আর
ক্লান্তি নিয়ে ফিরে যাওয়া;
আর কিছু নয়...তবু দিন শেষে ম্যালা শান্তিময় লাগে|

বারো.
I can smell the winter wind
And the mysterious mist hiding somewhere.
Will grasp all the light all on a sudden.
As if a cheetah under a bushy camouflage...

তেরো.
অবিশ্বাসের এ নগরীতে
এমন তুলোট সময় কাটানো যায়
সেটাও বিশ্বাস করতে ভুলে গিয়েছি দেখেছো!

অবিশ্বাসের দরোজা ভাঙতে
তবে নেয়া যাক কিছুটা সময়...
হাত যখন বাড়িয়ে দিয়েছি এবার,
তারে ফিরিয়ে নেয়ার ইচ্ছা নেই আদৌ;

থাক না সে তোমার কাছেই আজীবন...
তারে তোমার ইচ্ছেমতোন রেখো|

চৌদ্দ.
তোমাকে প্রথম ছুঁয়ে দিলো ভোরের সূর্যালোক;
আমার ঈর্ষা ছাপিয়ে তবে দিনটা তোমার হোক...

পনর.
হরতাল মানে দোকানপাট বন্ধ আর গাড়িটাড়ি চলবে। অবরোধ মানে গাড়ি কম চলবে কিন্তু দোকানপাট খোলা থাকবে...তবে বোমাবাজী-গাড়ি পোড়ানো চলবে সবসময়! — feeling মহাত্মা গান্ধী বেঁচে থাকলে হয়তো আত্মহত্যা করতেন!

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


ইয়েয়েয়ে ভাস্করদা'র লেখা বুঝে ফেলেছি Party

তানবীরা's picture


সবগুলোই ভাল তবে

চৌদ্দ.
তোমাকে প্রথম ছুঁয়ে দিলো ভোরের সূর্যালোক;
আমার ঈর্ষা ছাপিয়ে তবে দিনটা তোমার হোক...

এটা জবাব ছাড়া ভাল ............লাজবাব

সামছা আকিদা জাহান's picture


বুঝলাম। কিন্তু আজকের সারাদিনের ঘটনায় অবরোধ ও হরতালের পার্থক্য বুঝলাম না।

আরাফাত শান্ত's picture


ফেসবুকেই পড়ে লাইক দেওয়া!

আহমাদ আলী's picture


বলতে পারেন কী আমরা এখন কোন জামানায় (কাল) বাস করছি- অতীত, বর্তমান, ভবিষ্যৎ?

: না, মনে করতে পারছি না।

: বলতে পারলেন না?

: নতুন এক জামানায়, এর নাম ডিজিটাল।

: ডিজিটাল জামানার বৈশিষ্ট্য কি?

: হরতাল-অবরোধে ককটেল ফাটানো, গাড়ি ভাঙা ও আগুনে পোড়ানোর কাজটি করবে কর্মী-সমর্থক যারা,
মামলা হবে নেতানেত্রী আর দল চালায় যারা।

: হুম! বুঝতে পেরেছি। Grade!

এ টি এম কাদের's picture


আমাদের কালের [ '৬০ এর দশকের] সব বাঘা বাঘা বাম নেতারা [ছা ইউ'র] এখন আপার আঁচল তলে । আহা ক্ষমতার মধু বলে কথা ! আমার মস্তিস্কে কিন্তু সে সময়ে জন্ম নে'য়া বাম ঘুনে পোকাটি একনো দিব্বি সক্রিয় । বেটা দিনরাত কুট কুট করে কাটছে আর কাটছে । তয় একবার কালো বিড়ালকে পেয়ে গেছিলাম ফোনে, '৯৭ সালে সম্ভবত, বিদেশে । যেই বল্লাম, আমাদের কচি মাথাগুলো চিবিয়ে নির্দ্বিধায় এখন আপনারা কি করে নৌকায় সওয়ার হয়ে গেলেন ? বেটা খটকরে লাইন কেটে দিল । চূতিয়া আপা আর মেননকে পাওয়া গেলেও জিজ্ঞেস করা যেত !

"প্রথম তোমাকে....................................তোমার হোক !"

সিম্পলি অপূর্ব ! ধন্যবাদ !

নিভৃত স্বপ্নচারী's picture


যতোদিন তোমাদের হাতে দেশ;
পথ খুঁজে পাবে না বাংলাদেশ!

Sad Sad Sad Sad

শেরিফ আল সায়ার's picture


I can smell the winter wind

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...