ইউজার লগইন

নিতান্তই সহজ-সরল ::: ১

আসলেই কি সরল?
রবীন্দ্রনাথ ভদ্রলোক ছোট গল্পের যে সংজ্ঞা দিয়েছিলেন, তার মধ্যে ক্ষুধিত পাষাণ পড়ে?

হুমায়ূন আহমেদ
সেদিন বাসে আসার সময় হুমায়ূন আহমেদের “হাবলংগের বাজারে” দেখছিলাম। সাধারণত অখাদ্য-সুড়সুড়ি নাটকগুলো এসিবাসের ঘুমন্ত ভদ্রলোকদের দেখানো হয়। বরাবরের মতোই এটাও অখাদ্য। কিন্তু একটা জায়গায় এসে আটকে গেলাম।

একজন বলছ: হুজুর (তিনি স্থানীয় জমিদার বা এই টাইপের), ভয় বলবো না নির্ভয়ে বলবো?
হুজুর: (ধমক দিয়ে) ভয় বল। আমার সামনে নির্ভয়ে আবার কী কথা?

ভদ্রলোকের সাম্প্রতিক লেখালেখি পছন্দ না হলেও তাঁর হিউমার সেন্স বরাবরই পছন্দের। সেই ছোটবেলা থেকেই শুনে আসছি, এ জাতীয় প্রশ্নের উত্তরে সবাই বলে, নির্ভয়ে বল। এর উল্টোটা যে কেউ বলতে পারে তা কখনো মাথায় আসে নাই।

হিন্দি সিনেমা
আজকে একটা সিনেমা দেখলাম। নামটা সম্ভবত ক্রিস বা এজাতীয় কিছু। অভিনেতা হৃত্বিক রোশন। যাক, হিন্দিয়ানরা তাইলে হলিউডের দিকে যাচ্ছে।

বাংলা সিরিয়াল
বাসায় গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে গিয়ে ভারতীয় বাংলা সিরিয়াল এখন দেখতে হয় মাঝেমধ্যে। চোখ বন্ধ থাকলেও কান তো আর চাপা দিয়া রাখা যায় না! সব ভারতীয় বাংলা সিরিয়ালে অদ্ভুত একটা মিল দেখতে পেলাম। সাধারণ ঘটনাকে ঘুরিয়ে-পেঁচিয়ে-জটিল করে বোকা বোকা রাগেরও অসহ্য সব ক্লাইমেক্স তৈরি করে, ক্যামেরা ঘুরিয়ে, উচ্চমাত্রার আবহ সঙ্গীত মিশিয়ে যে অসম্ভব একটা জটিলতা তৈরি করে, তা জটিলের জটিলতাজনিত জটিলতাকেও হার মানায়। মাঝে মাঝে মনে হয় টিভি ভেঙ্গে ফেলি। অদ্ভুত এসব জিনিস দেখার অপরাধে মাঝেমাঝে মনে হয় নিজেকেই ধরে আছাড় দিই!

চেতনা
চেতনা জিনিসটা বোধহয় খুব সহজ একটা ব্যাপার। আজকে তিনজনের মুখে চেতনা শব্দটা শুনলাম। কিন্তু চেতনা জিনিসটা আসলে কি এবং কী করে সেটা বজায় বা সমুন্নত রাখা যায়, সে ব্যাপারে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারলো না। উল্টা সবাই আমার ওপর বিরক্ত হলো। এখনতো মনে হচ্ছে, চেতনা জিনিসটা খুব কঠিন একটা ব্যাপার। কারণ আমি আবার কঠিন জিনিস বুঝি না।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


বিয়াপক সব গিয়ানী কথাবার্তা; শিখলাম Big smile

গৌতম's picture


গিয়ানি কতা পাইলেন কৈ?

টুটুল's picture


জটিল... জটিলের জটিলতাজনিত জটিলতাকেও হার মানায়

Smile

চেতনা জিনিসটা খুব কঠিন একটা ব্যাপার

এইটা এত দিনে বুঝলেন?

আমি অবশ্য চেতনার ক্যারিকেচার এড়িয়ে চলি Smile

গৌতম's picture


বুঝসিলাম আগেই। কিন্তুক মাঝে মাঝে মনে থাহে না।

মীর's picture


মাঝে মাঝে মনে হয় টিভি ভেঙ্গে ফেলি। Rolling On The Floor Rolling On The Floor

আসলেই হুমায়ুন আহমেদের সেন্স অভ হিউমার জটিল।

গৌতম's picture


বোধহয় এই কারণেই লোকটাকে ছাড়তে পারি না।

লীনা দিলরুবা's picture


চেতনা! এইটা তো অভিধানের শব্দ।

গৌতম's picture


মনে হয় না। বাস্তবে এই শব্দটা প্রতিদিন অসংখ্যবার ব্যবহৃত হয়।

কৌশিক আহমেদ's picture


মজা পাইলাম হেভি।

১০

গৌতম's picture


কোনটায় মজা পাইলেন? ক্যাম্তে পাইলেন?

১১

নজরুল ইসলাম's picture


১২

গৌতম's picture


হ কিতা?

১৩

নাজ's picture


ক্রিস তো বহুত পুরান সিনেমা। যদিও আমি নিজেও এখন দেখি নাই।

আর হিন্দি সিরিয়াল? যা বললেন সেটা তো আছেই, সাথে কম বেশি সব গুলো সিরিয়ালের যে জিনিস'টা কমন পরে তা হলো সংসারের ঝগড়া। শ্বাশুরী-বউ, ভাবী-ননদ, জা-জ....উফ! এই সিরিয়াল গুলোই মানুষের মনের জটিলতা বাড়ালো।
আরো একটা জিনিস এইসব সিরিয়াল থেকে এ দেশের মানুষ খুব বেশি শিখেছে, তা হলো "নাটকীয় হত্যা"। তুচ্ছ সব কারনে কিভাবে বন্ধু/আত্মীয় কে মারতে হবে এবং সেই লাশ কিভাবে লুকাতে হবে সব শিখেছে মানুষ এই ইন্ডিয়ান মিডিয়ার বদৌলতে!

১৪

গৌতম's picture


আপনার শেষ দুটো প্যারা পড়ে টাস্কিত হয়ে গেলাম!

১৫

সাঈদ's picture


টিভিই দেখিনা আর ।

১৬

গৌতম's picture


বোধকরি সেই দিকেই যেতে হবে। প্রচুর সময় নষ্ট হয়।

১৭

আহমাদ মোস্তফা কামাল's picture


লেখার শিরোনাম ও আইডিয়া দুটোই চমৎকার।

১৮

গৌতম's picture


অনেক ধন্যবাদ। Smile

১৯

জ্যোতি's picture


ভাল্লাগছে। হুমায়ূণ আহমেদের নাটক ভাল্লাগে।

২০

গৌতম's picture


আমার ভাল্লাগে না।

২১

তানবীরা's picture


হঠাৎ করে যখন অনেক আওয়াজ হয়, বাসন পেয়ালার ঝন ঝন তখন বুঝতে হবে সিরিয়ালে এখন ব্যাপক জটিলতা। ডায়লগ-সিকোয়েন্স দিয়ে যেহেতু দর্শকদের বোঝানো যায় না অবস্থা খারাপ তাই বাসন পেয়ালার ঝনঝনানি Stare

২২

গৌতম's picture


কঠিন পর্যবেক্ষণ!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

গৌতম's picture

নিজের সম্পর্কে

অনিশ্চয়তার মধ্যে আমার বসবাস। পৃথিবীর কোনো কিছু সম্পর্কেই আমি নিশ্চিত নই। এমনকি যা লিখি, যা পড়ি, যা বলি, সেগুলো সম্পর্কেও নয়।
সমাজতন্ত্র সম্পর্কে মোহ আছে, তবে সমাজের তান্ত্রিকদের কাছ থেকে দূরে থাকতে চাই।

আমার লেখার সব লাইসেন্স ক্রিয়েটিভ কমন্সের by-nc-nd-এর আওতায় রক্ষিত। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।

শিক্ষাবিষয়ক একটি ওয়েব সাইট নিয়ে কাজ করছি কিছুদিন ধরে - www.bdeduarticle.com