'একদিন সব কিছু গল্প হয়ে যায়'
মনটা বিশেষ ভালো না। প্রথমত ইন্টারনেট নেই তাতে কিঞ্চিত বিরক্ত - তারপর টাকা হারিয়ে ফেলে কিছুটা বিরক্ত নিজের উপরে আজ। মাঝে মধ্যেই সুবিধার জন্য পাঞ্জাবীর পকেটে টাকা রাখি, আর হারাই। নতুন কিছু না। তবে মাত্রাটা বেড়েছে হারানোর আর যেদিন হারায় সেদিন আমার মেজাজটাও ভালো থাকে না, বোকামীর দন্ডর চুড়ান্ত অবস্থা। তাও সব কথার শেষ কথা, এই দুর্দিনে ভালো আছি, শত হতাশার ভেতরেও খুব ভালোই কাটছে দিন। তার ভেতরে মোবাইলের সামান্য ডাটা নিয়ে এই লেখাটা শুরুই করলাম অনিশ্চয়তায়। সাথে আছে আমার ল্যাপটপ ভীতি। ডেস্কটপে কাটাস কাটাস করে যুদ্ধ করতে করতে লেখার অভ্যাস, ল্যাপটপে আঙ্গুল ছুয়ে তাই আলতো করে লেখার অভ্যেস এখনও হয়ে উঠে নি। আমার সব কিছুই অস্থির, স্থুলতা, কোনরকমে ভরপুর। গুছিয়ে যে কিছু অসাধারণ ভাবে করবো, তা কখনোই আর হলো না।
আজ লিখতে বসলাম আহমাদ মোস্তফা কামালের বই -- 'একদিন সব কিছু গল্প হয়ে যায়' নিয়ে কয়েকটা লাইন লিখবো বলে। রিভিউ টিভিউ কিছু না। স্রেফ ভালো লাগার কয়েকটা কথা, বইটা পড়ে কি অনুভুতি হলো তা জানানো। বেশী কিছু বলার বা লেখার বিদ্যে বুদ্ধি আমার নেই, আর আমি কোথাকার হনু যে একটা বই নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করবো। আমি আগে রিভিউ শব্দটা খুব ইউস করতাম। অনলাইন অফলাইনে ভালো ভালো রিভিউ পড়ে আমি জেনে গেছি এইসব অনেক একাডেমিক ব্যাপার স্যাপার। সিরিয়াস ভাবে লিখতে হয়। আমিও নিজেকে নিয়েই সিরিয়াস না, আর লেখায় সিরিয়াসনেস আসার সে সুযোগ কই? তাই আমি ব্লগ বলতেই পছন্দ করি। নিজের কথা ব্লগে লিখে দেয়া। এবারের বইমেলায় প্রিয় মানুষ আহমাদ মোস্তফা কামালের একটাই- বই মাত্র এসেছে। মুক্তগদ্যের সংকলন। মুক্তগদ্য শব্দটা আমার প্রিয়। অনেক কিছুই এই এক শব্দে আটকে ফেলা যায়। ব্যাক্তিগত স্মৃতিকথা, গল্প, বিষয়ভিত্তিক পর্যবেক্ষণ, আবেগ অনুভুতি, সবকিছুই। তবে মুক্তগদ্য বললেই যে লেখাগুলোর ট্যাগ দেয়া যায় সেরকমও না ঠিক। বলা যায় ১৬ টি গদ্যের একটি সংকলন। নামটাই অসাধারণ-- 'একদিন সব কিছু গল্প হয়ে যায়'। গল্প হয়ে যাওয়া গল্পের কিছু লেখা আগেই পড়া ছিল। পত্রিকা কিংবা লিটলম্যাগে বা ফেসবুকে দেখে পড়ে ফেলা। সেই পড়ার বাইরেও আছে অনেক লেখা। বইটা কিনেই আমি প্রথমে পড়েছি সেই লেখাগুলোই। তার মধ্যে ছিল-- কৈশোরপর্ব, দু চারটে অশ্রুজল, মনে গেঁথে থাকা হঠাৎ --মুখগুলো, এই মনোরম ঘর, দহনকাল, মুমূর্ষু বিছানার কিনারে, একদিন সব কিছু গল্প হয়ে যায়, ইত্যাদি। তারপর পড়লাম বাকী পড়া অংশগুলো।
আমার কাছে তো ভালো লাগবেই, কারন আমি লেখকের বিশেষ ভক্ত। তবে আমি বাজী ধরে বলতে পারি যারা বইটা কিনে পড়বেন, কেউ হতাশ হবেন না। অসাধারণ সব অনুভুতির বিবরন, যা অনেকের সাথেই মিলে যাবে। লেখকের নদীতে বিলীন হওয়া বাসস্থানের সাথে নিজের নিবাস হারানোর যন্ত্রনাকে সংযোগ ঘটাতে পারবেন, লেখকের শৈশব কিশোরের স্মৃতি আপনার সময়কে মনে করিয়ে দিবে, লেখকের বই সংগ্রহের সাথে আপনার বই সংগ্রহ রিলেট করতে পারবেন, লেখক যে ভাবে সময় ও শহরটাকে দেখছে আপনিও সেই একইভাবে দেখতে পেরে পুলকিত হবেন, লেখক যেভাবে ঋতু -কাল- জীবন ও স্বজনের মৃত্যুকে অনুভব করেছেন, আপনিও তা কিছুটা হলে টের পাবেন। সব চেয়ে আসল কথা হলো, আহমাদ মোস্তফা কামালের গদ্য এত সাবলীল ভাবে লেখা আর সুন্দর ছন্দময়তায় ঠাসা, পড়া শেষে মনে হবে আরো কিছু লাইন তো চাইলেই লিখতেই পারতেন। আমরা আসলেই ভাগ্যবান, যে কামাল ভাইয়ের মতো মানুষ এই ব্লগে লিখেছেন, আমাদের মতো সাধারণ লোকদের লেখা তিনি মন দিয়ে দীর্ঘকাল ধরে পড়ছেন। মুক্তগদ্যের ভেতরে তাঁর প্রিয় লেখকদেরও লিখিত কিছু অংশের সংযুক্তি ঘটিয়ে অনুভুতিগুলোকে প্রগাঢ় করেছেন। তাই এসেছে জীবনানন্দ, শঙ্খ ঘোষ, সন্দীপন, ইলিয়াস, মাহমুদুল হক, রবীন্দ্রনাথ। অতীত দিনের স্মৃতির সাথে উঠে এসেছে এই ক্রান্তিকালের হতাশা, ঘুণেধরা সময়ের বিস্তৃত অবশ অনুভুতিগুলোর ফিরে ফিরে আসা। 'মায়ের কথা বলি', 'যে পথে জেমস জয়েস হাঁটতেন', 'সেই অপরূপ নির্জনতা', কৈশোরপর্ব, 'মৃদু, মায়াময় হেমন্তের দিনগুলো', 'বর্ষা ও বৃষ্টিমুখরতা', 'জানালা দিয়ে দেখা, 'দু-চারটে অশ্রুজল এই নয়টা অংশ আমার সব থেকে প্রিয়। বাসায় ইন্টারনেট নাই এই চারদিন রাতে আগেভাগে ঘুমিয়ে পড়ি। ঘুমের আগে পড়তে বসি এই বইটা নিয়ে। ঘুরে ফিরে এগুলাই পড়ি। আপনারাও পড়তে পারেন। মুগ্ধতার গ্যারান্টি দিচ্ছি। মেলায় নান্দনিক থেকে কিনলে কমিশন বাদে, দাম মাত্র ১১০ টাকা। এই বাজারে সকালে নাস্তা করতেই এখন এর চেয়ে বেশী টাকা লাগে।
বইয়ের নাম-- একদিন সব কিছু গল্প হয়ে যায়
লেখক-- আহমাদ মোস্তফা কামাল
প্রকাশক-- নান্দনিক
প্রচ্ছদ-- ধ্রুব এষ
দাম-- ১৫০ টাকা





কামাল ভাইয়ের লেখা সবসময় মুগ্ধ করে আর শিরোনামটা লেখক মাহমুদুল হকের "কালো বরফ" বইটি থেকে নেয়া যতসম্ভব
এইভাবে সবকিছু একদিন গল্প হয়ে যায়।
জামার পকেটে একটা ফিতে, ফিতেয় চুলের গন্ধ, যে গন্ধে অনেক দুঃখ, যে দুঃখে অনেক ভালবাসা, যে ভালবাসায় অনেক ছেলেবেলা...'
........সকলের ভেতরেই বোধহয় এইরকম আরো একটা আলাদা সংসার পাতা থাকে, সেখানে সে তার খেলার পুতুলের জন্য নিজের যথাসর্বস্ব দ্যায়, এক টুকরো ভাঙা কাচের জন্য বুক ভরে কাঁদে, নিছক কাগজের নৌকা ডুবে গেলে একেবারে সর্বস্বান্ত হয়ে যায়...।
একদিন সব কিছু গল্প হয়ে যায় - নামটা আসলেই সুন্দর
ঠিক ঠিক!
চাঙ্কু ভাই খবর আপনার?
মন্তব্য করুন