ইউজার লগইন

কি দেখছি, কি পড়ছি, কি শুনছি

শরীর অসুস্থ থাকার কারণে আমার গত এক দেড় মাস ধরে কিছুই দেখা হয় না। ইদানিং কিছু দেখার চেষ্টা করছি। যেহেতু সারাদিন জামালপুরে বসেই থাকে। আইপিএল দেখতে ভালো লাগে না। নাটক দেখার চেষ্টা করি টিভিতে, কিন্তু এখন আগের মতোই সে পেশেন্সটা নেই। তাও চ্যানেল পাল্টানোর ফাঁকে কিছু দৃশ্য ধরা পড়ে। চ্যানেল গুলোরও এখন নাটক নিয়ে বিশেষ চিন্তা নাই। অনেকেই পুরানো ভান্ডু থেকে তাদের নাটক দেখায়, নায়িকা দেখলেই মনে হয় এই অভিনেত্রী আজ প্রায় অর্ধ যুগ ধরে আমেরিকায় থাকে। আর দেখা হয় সংবাদ। মানে সংবাদ টিভিতে চলতে থাকে আমি হয়তো মোবাইল টিপতে থাকি। লীগের চ্যানেল গুলো এখন এমন পল্টি মারছে ভাবতেই অবাক লাগে, বিটিভিতে হয়- ফ্যাসিবাদের দিনলিপি, টকশো গুলোতে সব রাজত্ব করছে আরকে রনি, জাহেদস টেক, সারোয়ার তুষার, মাসুদ কামালরা। তার ভেতরেও সিনেমা দেখা হলো কিছু। খুবই ভালো লেগেছে, সুপার বয়েস অফ মালেগাও, পনম্যান, এই রাত তোমার আমার। যেহেতু অসুস্থ তাই কিছু মেডিক্যাল ড্রামা দেখলাম, নিউ আমস্টারডাম, পালস, পিট, ব্রিলিয়ান্ট মাইন্ড। কোনোটাই খুব একটা ভালো লাগে নাই আমি খালি দেখি তাদের হাসপাতালের সেট গুলো বানানো হয় তার শান শওকত ও কত রকমের প্রযুক্তি। আর আমি বারডেমে ভর্তি ছিলাম, রোগীর সাথে কেউ না থাকলে রোগীকে গিয়া বাইরে থেকে ঔষধ আনা লাগে। কি এক আরেক দুনিয়ায় আমরা থাকি। সিরিজ দেখলাম- সুপারস্টোর কয়েক সিজন,ডায়িং ফর সেক্স, ব্রেকিং ব্যাডের কিছু প্রিয় পর্ব, আর ব্রুকলিন নাইন নাইনের কিছু বারবার দেখা এপিসোড। নতুন মিনি সিরিজ হিসাবে ডায়িং ফর সেক্স দুর্দান্ত লেগেছে। মিশেল উইলিয়ামসের যে অভিনয় আর অসাধারণ প্রিমিজ সিরিজটার। এরকম মরবিড কমেডি ড্রামা খুব কম আসে। আফটার লাইফের পর আমার কাছে মৃত্যু নিয়ে এরকম সিরিজ আর দেখি নাই। পঞ্চায়েত ভালো লাগার কারণে সেই ফ্লেভারের একটা সিরিজ দেখেছিলাম 'দোপাহাইয়া'। সো সো লেগেছে।

বইমেলা গেল। মেলায় গিয়েছিলাম। সবার মতো মেলা বর্জন করতে পারিনি। কারণ এই একটা মেলাই আমি যাই। আর ছোটবেলায় মেলা টেলায় খুব ভালো লাগতো বড়বেলায় কিছুই ভালো লাগে না। মেলা থেকে কেনা সিরাজুল ইসলাম চৌধুরীর, উনসত্তরের গণঅভ্যুথান নিয়ে বইটা শেষ করছি। ম্যাজিক লন্ঠন ম্যাগাজিনের নতুন সংখ্যা শেষ করলাম। মাহরীন ফেরদৌসের, জলজ লকার পড়ে শেষ করলাম আগেই। বন্ধু হিসাবে প্রাউড ফিল করি, এরা কত এগিয়ে গেছে লেখক যাত্রায়, আমার লেখা সেই এক যুগ আগের মতোই। হেলফেরিয়ন পড়তেছি রিশাদের। সুহানের নতুন বইটা কিনেছি কিন্তু সেটা ঢাকায় বাসাতে রেখে এসেছি। কামাল ভাইয়ের নতুন গল্পের বইটা পড়ছি, এখনো শেষ করতে পারিনি। আগের মতো পড়তে পারি না। অসুস্থতা ও মেডিকেশনের কারনে ফোকাস হারাই।মোবাইলে খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। আগে আমার এসব কিছুই হতো না।

শুনছি কিলবিল সোসাইটির গান। রেফারির বাঁশিটা খালি ভালো লেগেছে। হেমলক সোসাইটির এ্যালবামের মত মুগ্ধ করতে পারলো না। অভিনেতা রাহুল এখন পডকাস্ট চালায় সহজ কথা নামে সেটা শোনা হয়।অমিত ট্যান্ডনের চার ইয়ার শুনি, মীম আরাফাত মানবেরটা মাঝেমাঝে শুনি, আমির খান খুব ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে সেসব শোনা হয়। জাকির খানের স্ট্যান্ড আপ ডেলুলু এক্সপ্রেস শুনলাম, এজ ইউজুয়াল, জাকির খান যেমন দারুণ গল্প শোনায়। খুবই মজা পেয়েছি কুনাল কামরার ইউটুউব স্পেশালে। মোদীর গদি থেকে প্যাট্রিয়ারকি সবকিছুতে আগুন লাগিয়েছেন। আর এত ফানি। ড্যানিয়াল ফারনান্দেজ খুব ভালো লাগছে আজকাল। এই একটা ইন্ডিয়ান কমেডিয়ানকেই দেখলাম প্যালেস্টানের গণহত্যা নিয়ে কিছু বলতে। ইউটুবারদের শোনা ছেড়ে দিয়েছি,আগে সিনেমার রিভিউ শুনতাম এখন তাও বাদ। বিল বারের নতুন স্পেশালটা শুনলাম। বিল বার আমার অলটাইম ফেভারিট। প্রিয় কমেডিয়ান আজিম বানাতওয়ালা নামে আমার এক পছন্দের কমেডিয়ান আছে, সে বলে দুঃখী মানুষরাই কমেডি খোঁজে কারণ ট্রাজেডির সাথে কমেডির নিবিড় সম্পর্ক। পত্রিকায় আজ দেখলাম দিল্লীতে বাঙ্গালী পাড়ায় যে মাছের বাজার সেখানে বিজেপির গুণ্ডারা থ্রেট দিয়েছে, মন্দিরের পবিত্রতা নাকি রক্ষা হয় না। এটায় দুঃখ লাগলেও বাঙ্গালীরা এখন যে উত্তর ভারতীয় খাবার বলতে পাগল তাদের জন্য এটা ঠিক আছে। বাঙ্গালী খাবি, সব্জি, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত, বিরিয়ানী। কি রাজমা চাউল,পালং পনির, পনির বাটার মাসালা নিয়ে আদিখ্যেতা।

পোস্টটি ১ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আরাফাত শান্ত's picture

নিজের সম্পর্কে

দুই কলমের বিদ্যা লইয়া শরীরে আমার গরম নাই!