ইউজার লগইন

দেহজ প্রেম

দেহজ প্রেমকে তুমি
ভালোবাসা থেকে পৃথক কর না
প্রাণী মাত্রই তারই ফসল
এই পৃথিবীর গতি সঞ্চারিত হয়
কামে-প্রেমে-মোহে!
ধর্ষণেও সৃষ্টির সম্ভাবনা থাকে
কারণ-
তোমার শরীর সৃষ্টির
রহস্যময় এক আধার
আইনস্টাইন কি রবি ঠাকুর
সক্রেটিস প্লেটো বা মার্কস লেনিন
চে-গুয়েভারা অথবা মাওসেতুং
বুদ্ধ রাম মোহাম্মদ অথবা যীশু
সবার জন্ম প্রক্রিয়া একি বৃন্তে আবর্তিত
মোনালিসার দেহজ সৌন্দর্যই
কোটি কোটি মানুষের মনের খোরাক
তাই তো আমি তোমার শরীরের পুজারী
এ সত্য প্রকাশ করতে পেরে আমি ভার মুক্ত
যারা সভ্যতার খোলস পরে
এ সত্যকে নগ্ন বলছে-
নগ্নতা তাদের মনেই বাসা বেঁধেছে।
আমি মনকে শরীর থেকে আলাদা করছি না
শরীর আর মনের মিথস্ক্রিয়ায়
এ সভ্যতার জন্ম- শুধু তাই বলছি।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


ঠিক কথা বলছেন। কিন্তু আপনার আগে এই কথা সহস্র কবি বলে গেছেন Wink

অনার্য's picture


আমি সংস্কৃতিচর্চার মধ্যে থাকতে চাই । চরম নিবোর্ধও ভালো পরিবেশে থাকলে দু একটা ভালো কথা বলে ফেলতে পারে । "সঙ্গদোষে লোহা ভাসে" অবস্থা আমার । ফলে চর্বিত চর্বণ হয়েগেছে । আমি অন্তত এটা জানি যে- আমি যা জানি বা বুঝি তা বই পড়ে , অন্যের কাছে শুনে এবং নিজ চোখে দেখে । আমার আগের শত-সহস্র কবির কাছে আমি কৃতজ্ঞ- জয় হোক তাঁদের আমার দ্বিতীয় জন্মের জন্য যাঁদের কাছে আমি আমৃত্যু ঋণী সাথে আপনাকে ধন্যবাদ আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন ।

তানবীরা's picture


ধর্ষণেও সৃষ্টির সম্ভাবনা থাকে
কারণ-
তোমার শরীর সৃষ্টির

আমি কবিতা বুঝি না, এই লাইনের মানে কি? মেয়েরা উৎপাদনের মেশিন জাতীয় কিছু? তারা সে কাজেই ব্যবহার হবে?

অনার্য's picture


মা-কে মা বলে ডাকার মধ্যে কোনো অপরাধ আছে বলে আমার জানা নেই । সন্তান জন্মদানে বাবার চেয়ে মায়ের ভূমিকা অনেক বেশি । একজন মা স্রস্টা বলে যদি কেউ থেকে থাকেন তাঁর খুব কাছে অবস্থান করেন ।
আমার বিশ্বাস থেকেই আমার লেখায় তা বলতে চেয়েছি । ( দ্রঃ আমার অন্য লেখা নিয়ে আপনার মন্তব্য আমি পড়েছি ভালোলেগেছে । মাঝে কয়েকদিন ব্লগে ঢোকা হয় নি । তাই .......)

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অনার্য's picture

নিজের সম্পর্কে

অনার্য বলতে যা বোঝায় আমি ঠিক তাই
দর্শন : নিজের সঙ্গে নিজের বোঝাপড়া
সাস্কৃকিত কর্মকাণ্ড :
১. নাট্যকর্মী , বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ।
২. গল্প, কবিতা , উপন্যাস , শিশু সাহিত্য নিয়ে কাজ করি
৩. দপ্তর সম্পাদক : বাংলাদেশ প্রগতি লেখক সংঘ
৪. প্রকাশিত গ্রন্থ : ১০ টি
তাছাড়া অনার্য নামে একটি প্রকাশনা সংস্থা নিয়ে কাজ করছি ।
পেশা : কলম বেচা ( বিক্রি অর্থে)
জন্ম : আসমানের নিচে জমিনের উপরে কোনো এক চৈত্রের ঠিক দুপুরে (২২ মার্চ)