মডুদের প্রতি সবিনয় নিবেদন...
ভেবেছিলাম কমেন্ট করবো আড্ডাবাজ ভাই এর মা দিবস ই-বুক - "মায়াবতি মা আমার" এই পোষ্টটাতে। কিন্তু পরে দেখলাম যে একটু বড় হয়ে গেল আর অনেক টা জরুরি বার্তা তাই কমেন্ট টা পোস্ট আকারেই দিলাম।
১২ মাসে ১৩ পার্বন ছাড়াও অজস্র উৎসব এর এই বাংলাদেশ। আছে জাতীয় ও আন্তর্জাতিক কিছু দিবস, ঈদ উৎসব, বিজয় দিবস তা আমরা সবাই জানি। আর তা ছাড়া আমি এখানে এখন পর্যন্ত যে সব সদস্য দেখলাম প্রায় সবাই সবার পরিচিত। তা হয়ত ঠিক, যোগাযোগের অভাব। এই কারনে আমরা আমদের অনেক বন্ধু বা ব্লগার দের ছাড়া অনেক সময় অনেক অনুষ্ঠান বা লেখা প্রকাশ করে থাকি। কারন আমাদের এখানে যারা সদস্য কেও পড়াশুনা, কেউবা চাকুরি নিয়ে ব্যাস্ত। কেউবা প্রবাসে পরবাসি। জীবন বাঁচানোর জন্য চাকুরীর জন্য। তবে মডুদের কাছে সবিনয় নিবেদন রইলো ব্লগের প্রথম পাতায় একটা নির্দিষ্ট অংশ শুধু মাত্র ব্লগে কোন লেখা আহবান বা কোন গ্রুপ মিটিং বা কোন পিকনিক বা ব্লগ কার্যক্রম কি হবে আগামিতে তা লেখা থাকার জন্য। যেন কোন নতুন ব্লগার বা পুরাতন যেই হোক না কেন ব্লগে ঢুকেই যেন সবার প্রথমে নোটিশ বোর্ড চোখে পরে। কারন পোস্ট দু এক দিন বা তার বেশি পুরাতন হলে সেটা আর প্রথম পাতায় আসে না যদি না কেউ কোন নতুন মন্তব্য করে। যদি দয়া করে এই অপসন টা রাখা যায় আশা করি ভবিশ্যতে শুধু লেখা না যে কোন গ্রুপ ডিসকাশন বা অনুষ্ঠানে আরো বেশি করে সবার উপস্থিতি বাড়বে। আর মডুদের পক্ষ থেকে কার সাথে কোন লিখা বা পোস্ট দেয়ার জন্য যোগাযোগ করতে হবে তা যেন উল্লেখ থাকে সাথে মডুদের রেফারেন্স থাকলে ভাল হয়। আর যার কাছে লিখা বা যোগাযোগ করতে হবে তার ই-মেইল এড্রেস টা থাকলে ভাল হয়। ব্লগাররা অনেকেই অপরিচিত, ঠিকমত চেনে না সবাই সবাই কে, কাজেই লেখা দিতে ভরসা পাননা, তাই মডুদের রেফারেন্স জরুরি। সবাই ভাল থাকুন আর সুস্থ থাকুন।





ভালো একটা প্রস্তাব
একমত প্রকাশ করলাম
একমত।
সুন্দর প্রস্তাব! ভাবা যেতে পারে!!
হ, ঠিকাছে
একমত । দাবী জানাই মডু দের প্রতি।
সুন্দর প্রস্তাব!
সদস্যদের জন্যও ভালো, এবি'র জন্যও ভালো.....
একমত।
ভালো প্রস্তাব
যারা আমার মতো ফাঁকিবাজ তারা নুটিশ দিলেও লিখপো না, জরিমানা দিলেও লিখপে না
আপনাদের জন্য জরিমানার ব্যাবস্থা করা উচিত।
তানবীরা দি ফাঁকি বাজি কত দিন করবে? দেশে যাও তোমার বড় ধরনের জরিমানা হবে। তখন পালাবে কোথায়?
এই চোর যায় চলে ফাঁকিবাজি করে
পিছে লেগেছে পেয়াদা ...।।
ধরা পড়বো না তো
পালিয়েই যাবো
ভেঙ্গে হাতকড়া
একদম মনের কথা। সহমত।
সাম্প্রতিক প্রকাশিত ই-বুকের নিচে আরেকটা ট্যাবে কিংবা ঐ ট্যাবেই একসাথে লিংক দেওয়া যায় প্রয়োজনীয় তথ্যাবলীর।
সহমত জানাইলাম ।
১০০% সহমত
একমত
মন্তব্য করুন