কাছের মানুষ ...দুরের মানুষ...
সবাইকে সা্লাম.।. মন টা ভাল নেই.।শরীর টাও খুব একটা ভাল তা নয়.।।সমস্যা হইলো খাইলে ক্ষুধা লাগে না আর ঘুমাইলে চোখে দেখি না .।মনে চায় আপনাদের সাথে একটু সুখ দুঃখের আলাপ করি কিন্তু সময় পাই না.।ইজি কাজে বিজি .।এখন এই কাজ টাও ভালো লাগে না .।.।কি যে করি ?আজ অনেক দিন পর আসলাম অনেক গুলো ভাল লেখা পড়লাম .।.।লেখকদের ধন্যবাদ.।কিছু লিখতে মন চাইলো কিন্তু কিছুই বের হচ্ছে না মাথা থেকে.। খুব ভারী লাগছে.।সে যাই হোক ভাল থাকুন সবাই পরে দেখা হবে.।.।





মন ভালো করে একটা পোস্ট দেন।
আপনার মন ভালো হোক। আপনি ভালো থাকুন।
ঠিকাছে ।
এই নামে একটা ধারাবাহিক শুরু করছিলাম , কিন্তু কাজের চাপে আগাচ্ছে না।
একই নাম নেয়াতে আপনারে মাইনাচ।
আপনার মন ভালো হোক। আপনি ভালো থাকুন।
মন খারাপ থাকলে বেশি বেশি পানি খাবেন।
ধন্যবাদ সবাই কে---
নজরুল ভাই: মন টা ভাল করার যদি কিছু থাকতো বা মন ভাল রাখার কোন উপায় আপনার জানা থাকলে বলুন--- টেরাই কইরা দেখবার পারি।
লোকেন বোস ভাইঃ আপনাকে ধন্যবাদ--আপনার কমেন্ট খুব একটা দেখি না পোস্ট গুলো তে ।.। সময় করে গরীবের বাড়ি তে পা রাখার জন্য অনেক খুশি হলাম। আপনিও ভাল থাকুন.।
হাসান রায়হান ভাইঃ ঠিকাছে!!! কোন টা বা কি ঠিক আছে ভাই জান? অসুস্থ থাকা না মন খারাপ থাকা টা?না আবার দেখা হবে ? এ দেখাই শেষ দেখা নয়---
সাইদ ভাইঃ ধারাবাহিক টা শুরু যখন করেছেন আশা আর দোয়া করি যেন শেষ করতে পারেন। আর একই নাম নেয়াতে মাইনাচ দিলেন।।! আরে ভাই যার জীবনের খাতাটা মাইনাচ দিয়ে ভরা তার খাতায় সেই মাইনাচ টা না হয় আরো একটা যোগ হই্লো।ক্ষতি কি ?প্লাস থাকলে তো কিছু কাটবে।।? তাও আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।।
তানবীরা আপাঃ ধন্যবাদ, আপনিও ভাল থাকুন।।
আশরাফ ভাইঃ ধন্যবাদ , কমেন্ট আর উপদেশ দেয়ার জন্য। চেষ্টা করে দেখতে পারি .।মনে হয়না কাজ হবে।। এমনিতেই আমি পানি বেশি খাই। তবে আপনারে আরো সুন্দর দেখা যাচ্ছে আগের ছবি টা থেকে এই ছবি টা তে । ভাল থাকুন
মন্তব্য করুন