আজ বৃষ্টির দিন , আমি তুমি হীন...
আজ বৃষ্টির দিন , আমি তুমি হীন...শুন্য শুন্য লাগে..
গান টা আমার খুবি প্রিয় কিছু গানের একটা..জানি না ,কেন জানি আজ মনে হলো আজ কিছু লিখি... অবশ্য এখন আর আগের মত ডায়রি লিখা হয় না...কাজের ব্যস্ততা....সময়ের অভাব..এখন শীত কাল যদিও ...তার পরেও বৃষ্টি...অবশ্য এখানে এমন টাই হয়।।গ্রীস্ম কাঠ ফাটা রোদ আর শীতে ঝড় বৃষ্টি...এমন একটা সময় খুব মিস করি...এখন থেকে খুব বেশি আগের কথা না হয় তো ৫ কি ৬ বছর আগের সেই দিন গুলো...বৃষ্টির মধ্যে ভিজে বাসায় ফেরা বন্ধুদের সাথে ...বৃষ্টিতে ভিজে বল খেলা বা রিক্সায় করে ঘুরা...বা বাসায় জানালার ধারে বসে বৃষ্টি দেখা...বা একা একা বৃষ্টির রাত্রিতে অন্ধকার ঘরে বা ডিম আলো তে গান শুনা ...আর খুব মিস করি এক জন কে...যার সাথে এক দিন কথা না বললে এক এক টা দিন অনেক লম্বা বা অনেক সময় মনে...হোতো...কিন্তু আমি যে খুব একটা কথা বলি তা নয়...শুধুই তার কথা শোনার জন্য...আজ প্রায় ৫ মাস ৮ দিন ... তার সাথে কথা হয় না খুব জানতে ইচ্ছে করছে, কেমন আছো তুমি--?
থাকো তুমি শীতল নীরে ,
শত আনন্দের ভীরে...
আমি ভাল আছি আমার জগৎ টাকে ঘিরে..
আজো স্বপ্ন ছেরা কল্পনাতে তোমার বসবাস,
তবু বলবো না ফিরে এসো বলবো না ভালবাস...
তুমি থাকো হয়ে আমার দীর্ঘ শ্বাস....
বৃষ্টির গান আপনার জন্য
http://www.youtube.com/watch?v=etBD5XBGYwI&feature=related
এই ভিডিওটা দেইখা আমি আবার নস্টালজিক হইলাম...যদ্দূর মনে পড়ে এই ভিডিওটা বানাইছিলো আমাগো এক বন্ধু আজহার...স্বশিক্ষিত আজহার যে কই আছে এখন কে জানে।
গানটা ভালো...আর নীড় হারা পাখি'র লেখাও খারাপ লাগলো না...
এই মিউজিক ভিডিওটা শুভেচ্ছায় দেখাইছিলো ৯৮-৯৯ এ সম্ভবত; এই গানটারি আরো কিছু ভিডিও আছে আমার ওগুলার একটাও ভালো লাগেনা; বাংলা মিউজিক ভিডিওগুলার মধ্যে এইটা বেশ অন্যরকম; বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ক্যামেরা একবার একটা মেয়ের মুখ একটু পরে ছেলের মুখ এই করতেসে
ধন্যবাদ নুশেরা দি...গানের জন্য...
ভালো লাগলো
....আহা, আমার ঘরের জানালা দিয়া আমের মুকুলের গন্ধ আসে, শুধু বৃষ্টির জন্য অপেক্ষা করতাছি, হৈলে গন্ধটা খোলতাই হবে.....
হুম অনেক কিছু মিস্করি
লেখা ভালো লাগলো
নষ্টালজিক হলাম।
ধন্যবাদ সব দিদি ও দাদা কে...আমি জানি যে আমি কি রকম লিখি...অবশ্য তোমাদের লিখার ধারে কাছেও যে আমি নেই তা তোমাদের সকলের লিখা পড়ার পর বুঝতে পারি...আসলে লিখতে গেলে অনেক পড়তে হয়...আর শব্দ ভান্ডার হয়...যদি সময় মত উপযুক্ত শব্দের ব্যাবহার না করা যায় তো একটা সুন্দর বিষয়ও তার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়...টুটুল ভাই, জয়িতা দি, নুশেরা দি , কাকন আরো অনেকেই আছে যাদের লিখা পরে অনেক ভাল লাগে...কিন্তু তোমাদের মত গুছিয়ে লিখার শব্দ বা বাক্য এখনো হয়ে উঠেনি...হয়তো এক দিন পেরে যাব...সেই দিনের অপেক্ষায় আছি...ভাল থাকুন সবাই...
লেখাটা পড়ে সত্যি নষ্টালজিক হয়েছি।আর ভালো লেখার লোকজনের মধ্যে আপনি আমার নাম লাগাইয়া লজ্জা দিলেন।এখানে অনেক ভালো লেখক আছে।যাদের লেখা মুগ্ধ হয়ে পড়ি।
আসলে কার লিখা কার কাছে ভাল লাগে তাতো কেউ বলতে পারে না ...সমস্যা টা সেখানে...অনেক ভাল লেখকের বই অনেক সময় সুপার ফ্লপ খায় আবার কেও চিনে না নাম ও জানে না এমন লেখক ও সুপার হিট করে বসে...কিন্তু সবার রুচি... আর ভাল লাগা টাও এক রকম নয়...তো আপনার লেখা আমার কাছে ভাল লেগেছে ...সেটা পুরোটাই আমার রুচি বা আমার নিজের মত...আমি তা বলেছি...হয়তো অন্য কারো কাছে আপনার লিখা যাচ্ছে তাই...ভাল নাও লাগতে পারে...আমরা মানুষ হিসাবে যেহেতু একে অপরের থেকে আলাদা তো আমাদের স্বাদ বা রুচি ও ভিন্ন হবে সেটাই সাভাবিক...
শেষ প্যারাটা তো কবিতার মত হয়ে গেল।
ভাল্লাগ্ছে।
++
এত সুন্দর একটা মন্তব্য করেছেন যে লগ ইন না করে পারলাম না।
কি বলব বুঝতে পারছি না।তবে লেখাটা মনকে টানছিলো খুব এটা সত্যি।মেয়েরা বোধ হয় বৃষ্টিকে ভালোবাসে। বৃষ্টির সুরের সাথে নুপুরের মিষ্টি সুরের মিল পায়......
বৃষ্টি সবাইকেই স্মৃতিকাতর করে তোলে
জয়িতা দি কোন ভাল জিনিসের জন্য ভাললাগা বা ভালবাসা-র জন্য ছেলে বা মেয়ে বলে কোন কথা না ... তা সবার ক্ষেত্রেই সমান ভাবে প্রযোয্য... আমাদের যদি মন ভাল না থাকে কোন কিছুই আমাদের ভাল লাগবেনা...এটা আমাদের মানসিক অবস্থার সাথে জরিত...মুক্ত বয়ান আপনাকে ধন্যবাদ...ও স্বাগতম
কথা ঠিক বলেছেন।তে কেন যেন বৃষ্টির সাথে কোন মেয়ের মিল খুঁজে পাই।
একটা সময় বৃষ্টি হলেই ভিজতে যেতাম। এত উঃফুল্ল হয়ে যে অনুভব করতে পারছি। বন্ধুরা থাকত কখনো কখনো কিন্তু মনে হত বৃষ্টিটা আমার জন্য।বৃষ্টি নিয়ে অদ্ভুত সুন্দর একটা ঘটনা মনে পড়লো।লিখব হয়ত কখনো।
লেখা সুন্দর, তবে ফাঁকিবাজি লক্ষণীয়।
আরে আশরাফ ভাই যে, আমি তো আপনার মত সমালোচক কেই খুঁজ ছিলাম .সবাই তো পজেটিভ মন্তব্য করলো... কেউ তো দোষ খুঁজলো না ...কিন্তু ফাঁকিবাজি টা কি করলাম ...বলে দিন পরের বার আশা করি কোন ফাঁকিবাজি থাকবে না ...তবে আপনি সুন্দর কইলেন তো ।। বড়ই ভালা লাগলো...আপনারে আমি ভালা পাইলাম...
আগেই পড়ছিলাম... তবে লগাউট করার পরে... তাই দেরীতে আসলাম..
লেখাটা বেশী স্যাড হয়া গেল না??!!!
...
অপরিচিত ব্লগারদের লেখা পরার এই এক সমস্যা যে হুট-হাট বেমক্কা প্রশ্ন করা যায়না
... এই লেখা পড়ে মাথায় প্রশ্ন গিজগিজ করছে... করা যাচ্ছে না!!! ... লেখাটা বেশীই স্যাড এইটা খালি জানায়া গেলাম...
মিয়া ভাই( বাফরা), দেরি তে কইরা আইসাও যেহেতু কমেন্ট করতে পারছেন...তো হুট হাট প্রশ্ন করতে আর দ্বিধা বোধ করবেন কেন।। আমার যদি উত্তর জানা থাকে তো উত্তর দিমু...টেনশন লেনে কা চীজ নাহি মামু , দেনে কা...সাহস কইরা প্রশ্ন কইরা ফালান...আর আপনার স্যাড এ আমিও স্যাডি...বাট।।কমেন্ট করার জন্য ধন্যবাদ...
দুঃখিত...বাফরা নয়...বাফড়া।।সংশোধিত হইলো...
কেমন আছো তুমি--?
থাকো তুমি শীতল নীরে , শত আনন্দের ভীরে... আমি ভাল আছি আমার জগৎ টাকে
ঘিরে...আজো স্বপ্ন ছেরা কল্পনাতে তোমার বসবাস, তবু বলবো না ফিরে এসো বলবো
না ভালবাস...তুমি থাকো হয়ে আমার দীর্ঘ শ্বাস....
লাইন কটা অসাধারণ। হেলাল হাফিজের কথা মনে করিয়ে দেয়।
আরে তানবীরা আপা যে, কেমন আছো তুমি ...আমি বেশ ভাল আছি।।। আর ঠান্ডা লেগেছে তাই একটু কাশি টা বেড়েছে...আসলে লাইন কটা আমার বেশ পছন্দের...তাই তুলে ধরেছি...কবিতা টুকু পেয়েছি কিন্তু কবি-র নাম ছিলনা...তোএই কারনেই কবি-র নাম বলতে পারবো না ...
বৃষ্টি নিয়ে কতো সুন্দর করে লেখা আসতে পারে! ... পছন্দ হৈছে লেখাটা
লেখাটা ভাল লাগছে কিন্তু মন টা একটু খারাপ খারাপ হয়ে গেল .........
মন্তব্য করুন