বৃষ্টি ঝরে যায়............
''বৃষ্টি ঝরে যায় , দু চোখে গোপনে.।
সখি গো, নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমারো পথে
সখি গো, নিলা না খবর মনেতে।
তোমার ও চোখে কি , বৃষ্টি পরে টাপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে , বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছ সব হৃদয়ের কথা.।.।'
আমার প্রিয় অনেক গুলো গানের মধ্যে এই একটা গান.। আর প্রিয় ঋতু গুলোর মধ্যে বর্ষা। আর আজকের লেখা টাও আমার এক প্রিয় মানুষের জন্যই উৎসর্গ করা.। এমন কোনো বৃষ্টির দিন বা সন্ধ্যা ছিল না যে শত ব্যাস্ততার মাঝেও তার সাথে এক মিনিটের জন্য কথা বলা হয়নি। বা রাতে বৃষ্টির সময় জানালার পাশে দাঁড়িয়ে আমি তাড় বিহীন ফোনের কল্যানে ঘন্টার পর ঘন্টা যে পার করিনি এমন দিন আমার মনে পড়ে না। এমনি তো কত কথাই হতো। কিন্তু বৃষ্টি ওর খুব প্রিয়। বৃষ্টির মধ্যে ভেজা, ওড় পাশা পাশি হাত ধরে হাঁটা, কত স্মৃতিই না জড়িয়ে আছে বৃষ্টিকে ঘিরে। বৃষ্টির রিম ঝিম শব্দের ছন্দের মতই ছিল ওর কথা বলা বিরাম হীন , আমি যদিও কথা কম বলি সব সময়ই কিন্তু ওর কথার মায়া জা্লে মুগ্ধ হয়ে শুধুই হ্যা, না , আচ্ছা, আর কিছু ছোট ছোট শব্দ ছাড়া কিছুই খুঁজে পেতাম না । অনেক সময় রাগ করে ফোন লাইন কেটে দিত, আমি আবার করতাম। ও রেগে গিয়ে বলতো, যদি কিছু নাই বলবে তো ফোন করবে কেনো? সত্যিই তো, তাহলে কেনো ফোন করলাম ? বলতাম তোমার কথা শোনার জন্য। ও বলতো যথেষ্ট হয়েছে শোনা আর নয়। নো মোর ফ্রি সার্ভিস। এখন যদি কিছু বলো তাহলেই কথার উত্তর বা নতুন করে কথা হবে না হয় রাখলাম বলে আবার রেখে দিত। আসলে ওর কথা শুনতে শুনতে যে , ওকে যা বলতে চেয়ে ছিলাম তাই ভুলে যেতাম। তো আমার দোষ কোথায়? যার জন্য করি চুড়ি সেই কিনা চোর বলে আর রাগ দেখায়। বাসার ফোন এই এক মাত্র আমার জন্য বিজি থাকে, সবার ঝাড়ি আর বকুনি সহ্যকরে ফোন দেই সেও কিনা রাগ দেখায়। যদি ভুলে যেতাম ফোন দিতে তাহলেও সমস্যা এখন ফোন দিয়ে কথা খুজে পাচ্ছি না সেটাও আর এক সমস্যা। আমি যে তোকে ভালবাসি এই কথা টা বলার জন্য বা বোঝাবার জন্যই এত ক্ষন ফোন ধরে তোমার রাগ, বকুনি, এত কিছু সহ্য করছি। তাও বোঝাতে পারছি না। বা বলতে পারছি না .।
এই যে আমি তোর দিকে চেয়ে থাকি
এই যে আমি আমি দিন রাত্রি তোকে দেখি
তুই সুন্দর বলেই তো নাকি?
এই যে এত সারাদিন ঝগড়াঝাটি
ছুঁতায় নাতায় কথায় কথায় খুন সুটি
বুকের মধ্যে থাকিস বলেই তো নাকি?
এই যে এত মাথায় মাথায় ঠোকাঠুকি
কথায় কথায় অর্থহীন বকাঝকি
মনের মিল আছে বলেই তো নাকি?
এই যে ঘরে মিথ্যে বলে বাইরে বেরোই
ঘড়ির কাঁটা বন্ধ করে পথ চেয়ে রই
ভাল লাগে বলেই তো নাকি?
এই যে মেলায় যাবার জন্য ডাকি
ভীড়ের মধ্যে শক্ত হাতে ধরে রাখি
হারিয়ে যাবার ভয়েই তো নাকি?
এই যে এত ছলা কলা বুকের মধ্যে আগুন জ্বলা
'' ভালবাসি '' এই কথা টি আজো যে যায় নি বলা
ভালবাসি বলেই তো নাকি?
এখনো বৃষ্টির দিনে তোমার কথা মনে পড়ে, এখনো তোমার হাত ধরে পথ চলা খুব মিস করি এই বৃষ্টির দিনে। এখন আর কোনো মেলায় তোমার হাত ধরে যাওয়া হয় না, বা তোমার হাসি বা গান বা কথা কোন কিছুই আর আমার কাছে পৌছবে না। ফোন হাতে নিয়ে মুঠো করে বসে থাকি এই হয়তো তুমি ফোন দিবে এই হয়তো ফোন টা বেজে উঠবে। না আমিই ফোন দেব? না আজ আর আমার ফোন দেয়া ঠিক হবে না। কারন আজ তুমি অন্য কারো। তুমি সুখে থাক, ভাল থাক । এই কামনাই রইলো তোমার জন্য। আজ তোমার জন্যই তোমাকে বিসর্জন দিলাম এই বৃষ্টির দিনে।
এই হলো গানের লিঙ্ক ( http://www.youtube.com/watch?v=YHBE0ZSS3do&feature=player_embedded#! )
বৃষ্টি কারো মন ভালো করে দেয়, কারো মন খারাপ করে দেয়। আপনার মন খারাপ করা লেখাটি আমার ভালো লাগলো।
আসলেই কারো মন খারাপ করে দেয় , আর অনেকের জন্য আনন্দের.। আশা আর দোয়া করি সবার জন্য যেন তা আনন্দেরই হয়। যেন তা শুধুই স্মৃতি হয়ে না থাকে.। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
বৃষ্টি আসোলে মন খারাপ করে দেয়।মোন ছুঁয়ে গেল লেখাটা।
মিয়ারা সব কী শুরু করলেন কনদি! মাত্রই রহমান ভাইয়ের এইরাম মন কান্দে পুষ্টে পড়ে আসলাম। এখন আপনিও একই সুর ভাজচ্ছেন...'ও আমার চক্ষু নাই' তাই দুক্ষুও নাই গো......
( ভাইজান কই ছিলেন এতোদিন কনদি?? সবাই মিলে ধুমাইয়া আড্ডা না দিলে
ব্লগের ঝিমানি যাইবে বলেন? তাই আসুন করি উচ্চ স্বর, বলি দুঃখ ব্যথা দূরে সর..নাকি ভুল কইলাম কন ভাইটি? আছেন কিরাম? নিয়মিত দেখতে চাই ভাইজান আপনারে। বুঝচ্ছেন? ভালো থাকা হোক
আশফাক ভাই ধন্যবাদ.।
বাতিঘর ভাই জা দিন কাল পড়ছে আর যে লোডশেডিং ছিল ব্লগে ঢুকার পথ খুজে পাচ্ছিলাম না .।বাতি ঘর এর সন্ধান যখন পেয়েছি হয়তো সময় পেলে কিছু লিখতে পারব। ভাল থাকুন আপ্নিও।
বৃষ্টি নিয়ে আমার স্বপ্ন আর দুঃস্বপ্ন দুটোই আছে। তাই বৃষ্টির লেখা দেখলেই উল্টে দেখি কতোটা ক্ষরন কিংবা স্মরন আছে....
''বৃষ্টি ঝরে যায় , দু চোখে গোপনে.।
সখি গো, নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমারো পথে
সখি গো, নিলা না খবর মনেতে।
আসল ঘটনা এইটা
... সব সখিদের রিকুশ ... নিড়_হারা_পাখিটার এক খবর নিয়েন.. নাইলে আবার আমাদের সেই গানটা গাইতে হবে... "পাখিটার বুকে তুমি তীর মেরোনা... "
আজকে দেখি টুটুল ভাই'র যা কিছু পড়ছি তার সঙ্গে একমত হতে ইচ্ছে করছে।

আসতেছি টুটুল ভাই। আপনার জ্যাকেট রেডি করেন। বর্ষার বৃষ্টি তো এখনো শেষ হয়নি। বলাতো যায় না কখন কোন ললনার দরকার পড়তে পারে , তো সিরিয়ালে যেন পেছনে না পড়ি। ভাল থাকুন টুটুল ভাই।ধন্যবাদ সবাই কে । টুটুল ভাই আপনার একমাত্র বাবু আর বউ টার জন্য রইলো শুভেচ্ছা আর শুভ কামনা।
তারাতারি আসেন
ধন্যবাদ ...
ভাল থাকেন
গানটা মুবাইলে নিলাম
অনেক মন খারাপ হল লেখাটা পড়ে। জীবনটা এরকমই, তবুও ভালো থাকুন।
আহা......
ধন্যবাদ সবাই কে । শাপলা দি-র কে জিলাপি বানানো কত দূর এগুলো? মাসুম ভাই এমন কইরা বইলেন না '' আহা.।'' দিলে বড় লাগে। মনে হয় কোথাও কেউ নাই। আপ্নারা যদি সাহস না দ্যান তো কেম্নে হইবো কন? কই কইবেন একজন গ্যাছে তো কি হইছে ? লাগে অনেক জনের লাইন লাগাই দিমু। যাই হোক জ্ঞানি মানুষ যখন আহা বলছে হয়তো ভালর জন্যি। তার পরেও ধন্যবাদ। ভাল থাকুন সবাই।
মন্তব্য করুন